
সাদা-কালো একটি ছবি। আর ছবিতে যিনি রয়েছেন, তাঁকে বাঙালিরা চেনেন না এমনটা হতেই পারে না। ইনি হলেন সুপ্রিয়া দেবী। যাঁর অবদান বাংলা ছবিতে অনস্বীকার্য। তবে এই ছবিতে সুপ্রিয়া দেবীর কোলে একরত্তি বসে রয়েছে, যাকে চেনা যাচ্ছে না একেবারেই। এই খুদে যদিও টলিপাড়ার হার্টথ্রব। সিনেমা থেকে সিরিয়াল, সিরিজে সবেতেই অভিনয় করে নিয়েছেন। কিন্তু সুপ্রিয়া দেবীর সঙ্গে তাঁর কী সম্পর্ক জানেন?
বাংলা চলচ্চিত্রে সুপ্রিয়া দেবীর একের পর এক হিট ছবি রয়েছে। আর অভিনেত্রীর কোলে যে বসে রয়েছে, সেও এখন টলিপাড়ার নায়ক। সিরিয়াল থেকে সিনেমা সবেতেই কাজ করে নিয়েছেন তিনি। সম্প্রতি তাঁকে শিবপ্রসাদ-নন্দিতা রায়ের ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে। বর্তমানে তিনি টলিউডের অতি পরিচিত মুখ। সোশ্যাল মিডিয়ায় মাঝে মধ্যেই তাঁর ছবি নেটপাড়ায় মহিলাদের রাতের ঘুম ওড়ায়।
ইনি হলেন শন বন্দ্যোপাধ্যায়, যিনি সুপ্রিয়া দেবীর নাতি। শন সুপ্রিয়া দেবীর মেয়ে সোমা চট্টোপাধ্যায়ের ছেলে। বড়পর্দা থেকে ছোটপর্দা সবেতেই চুটিয়ে অভিনয় করেছেন শন। ছোটপর্দায় তাঁকে শেষবার 'রোশনাই' ধারাবাহিকে দেখা গিয়েছিল। বহু বছর পর তিনি এই ধারাবাহিকের হাত ধরে ছোট পর্দায় ফিরেছিলেন। শন ছোটপর্দায় 'আমি সিরাজের বেগম' ধারাবাহিকের হাত ধরে পা রাখেন। অল্প দিনেই তাঁর ব্যক্তিত্ব এবং অভিনয়ের জোরে দর্শকদের মনে জায়গা করে নেন। এরপর 'মন ফাগুন', 'এখানে আকাশ নীল', ইত্যাদির মতো ধারাবাহিকে কাজ করেন।
রক্তবাজ ২-তেও কাজ করেছেন শন। দিদিমা সুপ্রিয়ার খুব আদরের নাতি ছিলেন তিনি। মাঝে মধ্যেই দিদিমার স্মৃতি হাতড়ে বেড়ান অভিনেতা। সুপ্রিয়া দেবীর মেয়ে সোমার দুই সন্তান। শন ছাড়াও রয়েছে আর এক ছেলেও। অভিনেতাকে প্রায়ই তাঁর ভাইপোর সঙ্গে খুনসুটি করতেও দেখা যায়। ২০১৮ সালের ২৬ জানুয়ারি প্রয়াত হন সুপ্রিয়া দেবী। আর সোমবার ছিল দিদিমার মৃত্যুবার্ষিকী। সেই কারণেই নাতি আবেগপ্রবণ হয়ে তাঁর সঙ্গে সুপ্রিয়া দেবীর ছোটবেলার ছবি পোস্ট করেন।