ছবিতে দেখা যাচ্ছে মায়ের পাশে বসে ছোট্ট মেয়ে। সোনালি রঙের জামা, ন্যাড়া মাথা। কোনও অনুষ্ঠান বাড়িতে মা খাইয়ে দিচ্ছে মেয়েকে। খেতে খেতেই সে পোজ দিয়েছে ছবির জন্য। আরেকটা ছবিতে দেখা যাচ্ছে, শিশুটির বয়স আরও কম। পা থেকে মাথা লাল পোশাক পরা, টোল পরা গালে দুষ্টু-মিষ্টি হাসি। আর একটি ছবিতে সেই শিশুটির মুখে ভাত। মায়ের কোলে বসে একরত্তি। এই তিন শিশু কিন্তু একজনই। আর তিনি বর্তমানে টলিউড ইন্ডাস্ট্রি কাঁপাচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় নায়িকা নিজেই তাঁর ছোটবেলার ছবি শেয়ার করেছেন।
খুব অল্পদিনের কেরিয়ার হলেও অভিনেত্রী ইন্ডাস্ট্রিতে তাঁর পরিচিতি তৈরি করে নিয়েছেন। টলিউড সুপারস্টারের প্রেমিকাও। এখন অবশ্য শহরে নেই দুজনেই। মলদ্বীপে ঘুরতে গিয়েছেন। সম্প্রতি এই নায়িকার সিনেমা মুক্তি পেয়েছে। তা বক্সঅফিসে বেশ হিট। সকলেই নায়িকার অভিনয়ের ভূয়সী প্রশংসা করেছেন। এখনও চিনে উঠতে পারলেন না, কার কথা বলছি। কথা হচ্ছে রুক্মিণী মৈত্রকে নিয়ে। যাঁকে নিয়ে ইদানিংকালে খুব চর্চা হচ্ছে। পরিচালক রামকমল মুখোপাধ্যায়ের বিনোদিনী: এক নটীর উপাখ্যান ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেছেন রুক্মিণী।
২ মার্চ, রবিবার ছিল রুক্মিণীর মায়ের জন্মদিন। আর সেই উপলক্ষ্যে মাকে জন্মদিনের শুভেচ্ছা জানাতে গিয়ে এদিন অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় তাঁর ছোটবেলার ছবি পোস্ট করেন। যেখানে কখনও মেয়েকে খাইয়ে দিচ্ছেন মা, আবার কখনও বা মুখে ভাতে মেয়েকে কোলে নিয়ে আছেন তিনি। তাঁর অন্নপ্রাশন থেকে বড়বেলার নানা মুহূর্তের ছবিও আছে এই পোস্টে। এইসব ছবি পোস্ট করে রুক্মিণী সোশ্যাল মিডিয়া পেজে লেখেন, 'আমায় যে খাইয়েছে, পথ দেখিয়েছে, বড় করেছে আমার সেই রানিকে জন্মদিনের অনেক শুভেচ্ছা। ধন্যবাদ আমায় সবসময় আমার পাশে থাকার জন্য, যখন আমার সব থেকে বেশি দরকার সেই সময় আগলে রাখার জন্য। শুভ জন্মদিন আমার বিশ্ব।'
বাবা মারা যাওয়ার পর মাকে নিয়েই রুক্মিণীর গোটা পৃথিবী। মাকে নিয়ে মাঝে মাঝেই পোস্ট দিয়ে থাকেন নায়িকা। রুক্মিণীর বিনোদিনী দেখে কেঁদে ফেলেছিলেন মা। তবে মায়ের এই বিশেষ দিনে শহরে থাকতে পারেননি রুক্মিণী। দেবের সঙ্গে মলদ্বীপে গেছেন ছুটি কাটাতে সেখান থেকে টুকরো টুকরো ছবি শেয়ার করছেন সোশ্যাল মিডিয়া পেজে। বিনোদিনীর পর রুক্মিণীকে দেখা যাবে চিরঞ্জিতের সঙ্গে হাঁটি হাঁটি পা ছবিতে।