Advertisement

Guess This Actress: দিদার সঙ্গে থাকা এই খুদে টেলিপাড়ার নায়িকা, ছোটপর্দায় ফিরেছেন বহুবছর পর

Guess This Actress: সাদামাটা শাড়িতে থাকা মহিলার পিছনে লাল ঘাগরা পরে রয়েছে বছর তিনের খুদে। মাথায় গাঁদা ফুল, কপালে চন্দন আঁকা। যে মহিলাকে পিছন থেকে জড়িয়ে এই খুদে ছবি তুলেছে, তিনি হল তার দিদা। তবে এই একরত্তি এখন আর ছোটটি নেই।

কে এই টেলি তারকা?কে এই টেলি তারকা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Jan 2026,
  • अपडेटेड 11:42 AM IST
  • সাদামাটা শাড়িতে থাকা মহিলার পিছনে লাল ঘাগরা পরে রয়েছে বছর তিনের খুদে।

সাদামাটা শাড়িতে থাকা মহিলার পিছনে লাল ঘাগরা পরে রয়েছে বছর তিনের খুদে। মাথায় গাঁদা ফুল, কপালে চন্দন আঁকা। যে মহিলাকে পিছন থেকে জড়িয়ে এই খুদে ছবি তুলেছে, তিনি হল তার দিদা। তবে এই একরত্তি এখন আর ছোটটি নেই। টেলিভিশনের পর্দায় রাজ করছেন ইনি। বহুবছর পর কামব্যাক হয়েছে এই নায়িকার। আর টেলিভিশনে ফিরেই সকলের মন জয় করে নিয়েছেন তিনি। 

এক রিয়্যালিটি শো থেকে এই অভিনেত্রীর উত্থান। এরপর সরাসরি ছোটপর্দায় ডাক পান তিনি। বেশ কয়েক বছর আগে তাঁর অভিনীত একটি সিরিয়াল জনপ্রিয়তার শীর্ষে ছিল। আর এই সিরিয়ালের চরিত্রের মাধ্যমেই রাতারাতি জনপ্রিয়তা পান তিনি। তবে কোনও এক অজ্ঞাত কারণে তাঁকে এই সিরিয়াল থেকে সরে আসতে হয়েছিল। এরপর বহু বছর তাঁকে ছোটপর্দায় দেখা যায়নি। এরই মাঝে এই অভিনেত্রী কাজ করে নিয়েছেন বড়পর্দাতেও। 

ছবি সৌজন্যে: ফেসবুক

পেশাগত জীবনের পাশাপাশি এই অভিনেত্রীর ব্যক্তিগত জীবন নিয়েও চর্চা কম হয় না। টেলিপাড়ারই এক অভিনেতার সঙ্গে সম্পর্কে ছিলেন, পরে তাঁদের ব্রেকআপ হয়। বহুদিন পর সেই প্রাক্তনের পরিচালনায় ফিরেছেন বড়পর্দায়। এর পাশাপাশি গত বছরই টেলিভিশনে কামব্যাক করেছেন তিনি। আর আবার তাঁকে ছোটপর্দায় দেখতে পেয়ে দর্শকেরাও বেজায় খুশি। সম্প্রতি শ্যুটিং সেটেই তাঁর জন্মদিন পালন করা হয়েছে এলাহিভাবে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কার কথা বলা হচ্ছে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

ছবিতে থাকা এই একরত্তি হলেন রণিতা দাস। যিনি ইষ্টি কুটুম ধারাবাহিকে বাহা চরিত্রে অভিনয় করে রাতারাতি জনপ্রিয় হয়ে উঠেছিলেন। সেই সিরিয়ালের কয়েক বছর পর রণিতা ফিরেছেন ও মোর দরদিয়া ধারাবাহিকে। আর কামব্যাক করেই সকলের মনে জায়গা তৈরি করে নিয়েছেন। রণিতা দাস নিজেই এদিন তাঁর ছোটবেলার এই ছবিটি সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তিনি মূলত এই ছবিটির সঙ্গে আরও একটি ছবি পোস্ট করে তাঁর দিদিমাকে স্মরণ করেছেন। গত বছর আজকের দিনেই দিদাকে হারিয়েছিলেন অভিনেত্রী।

Advertisement

দিদার সঙ্গে ছোটবেলা এবং বড়বেলার ছবি শেয়ার করে রণিতা লেখেন, 'এই বুড়ি কেমন আছ? এটা বললেই তুমি রেগে যেতে, আর বলতে এই বুড়ি কে রে? দিদা বল। তারপর তোমায় জড়িয়ে ধরে থাকতাম অনেকক্ষণ। কিন্তু এখন, কখনও কখনও আমি কেবল চুপচাপ আকাশের দিকে তাকিয়ে থাকি এবং তোমায় শান্ত হয়ে জিজ্ঞেস করি এই বুড়ি, মিসেস রায়, ওই পাড়ে সব কেমন চলছে? তুমি কি মিস্টার রায়ের সঙ্গে দেখা করেছ? আজ দেখতে দেখতে এক বছর হয়ে গেল তুমি আমাদের ছেড়ে চলে গেছ। আমি এখনও তোমার স্পর্শ, তোমার উষ্ণতা, ভালবাসা, যত্ন মনে রেখে দিয়েছি। তুমি আমার দিদা ছিলে না কেবল, তুমি আমার শক্তি, আমার আশ্রয়, আমার নীরব প্রার্থনা ছিলে।'  

প্রসঙ্গত, রণিতা দাস অভিনীত 'ও মোর দরদিয়া' ধারাবাহিকটি মাত্র মাসখানেক হল শুরু হয়েছ। এখানে প্রাথমিক ভাবে একজন সিঙ্গল মায়ের চরিত্রে দেখা যাচ্ছিল রণিতাকে।  'ও মোর দরদিয়া' ধারাবাহিকটি এই সপ্তাহে টিআরপি তালিকায় ৩ নম্বরে রয়েছে রণিতা দাসের এই ধারাবাহিক। পেয়েছে ৫.৯। সন্ধ্যা সাতটা নাগাদ সম্প্রচারিত হয় এই মেগা।

Read more!
Advertisement
Advertisement