অপেক্ষা রাতের। ফ্যাশনের দেশ ফ্রান্স। সেই ফ্রান্সের কান শহরে আসর বসছে চলচ্চিত্র উৎসবের। মঙ্গলবার সন্ধ্যা (ভারতীয় সময়ে রাত ১০টা ৪৫ মিনিট) থেকে অতিথি সমাগম। তারপরই সবার নজরে থাকবে কান ফিল্ম ফেস্টিভ্যাল ২০২৫-এর রেড কার্পেটের দিকে। হলিউড, বলিউডের তারকারা কে কোন পোশাক পরবেন, সেইদিকেই চেয়ে রয়েছে গোটা বিশ্ববাসী। কিন্তু এই বছর কানে বেশ কিছু কড়া নিয়ম জারি হয়েছে পোশাকের ক্ষেত্রে। শেষ কয়েক বছরে ন্যুডিটি বেড়ে যাচ্ছিল। এমন পোশাক পরে আসছিলেন তাবড় তারকারা, যাতে তাঁদের দেখতে সুন্দর লাগলেও, এতটাই শরীর দেখা যাচ্ছিল সেসব পোশাকে যে সমস্যা তৈরি হয়েছে। প্রসঙ্গত, ২০২২ সালে কাল ফিল্ম ফেস্টিভ্যালে টপলেস প্রতিবাদ ও এই বছরের গোড়ার দিকে গ্র্যামিতে বিয়াঙ্কা সেনসরির পোশাক শিরোনামে আসে। এরপরই নড়েচড়ে বসে কান কর্তৃপক্ষ।
কান ফিল্ম ফেস্টিভ্যালের পক্ষ থেকে নতুন গাইডলাইন ঘোষণা করা হয়েছে। যেখানে ন্যুডিটি ও লং পোশাকের ওপর নিষেধাজ্ঞা জারি হয়েছে। এক বিবৃতিতে কানের পক্ষ থেকে বলা হয়েছে যে যদিও পোশাকের ক্ষেত্রে নিয়ম সবসময়ই প্রযোজ্য ছিল, তবে এখন এই উৎসবের মান বেড়েছে এবং ফরাসি আইন উভয় অনুসারেই কঠোরভাবে তা প্রয়োগ করা হচ্ছে। কানের পক্ষ থেকে বলা হয়েছে, এই নিয়মের উদ্দেশ্য সাধারণভাবে ফ্যাশনকে নিয়ন্ত্রণ করা নয়, বরং ন্যুডিটি এবং মোটা পোশাককে রেড কার্পেটের ইভেন্টে এড়িয়ে যাওয়া। আয়োজকরা উল্লেখ করেছেন যে এই ধরনের পোশাক অন্যান্য পৃষ্ঠপোষকদের অভিজ্ঞতায় হস্তক্ষেপ করতে পারে এবং নিরাপত্তার উদ্বেগ তৈরি করতে পারে।
কানের পক্ষ থেকে আরও বলা হয়েছে যে সংশোধিত ড্রেস কোড অনুসারে যাদের পোশাক চলাচলে বাধা সৃষ্টি করতে পারে বা বসার ব্যবস্থা জটিল করতে পারে, এমন ব্যক্তিদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। প্রসঙ্গত, কানের রেড কার্পেটে এই পশাক বিধি চালু হওয়ার পরে বিতর্কের সৃষ্টি হয়ছে। পাশাপাশি লং ট্রেন ড্রেস নিষিদ্ধ করা হয়েছে এবারের কান চলচ্চিত্র উত্সবের রেড কার্পেটে। এমন ড্রেসে বহু নায়িকাকে অপূর্ব সুন্দরী লেগেছে অতীতে এই চলচ্চিত্র উত্সবের রেড কার্পেটে, তা নিয়ে সংশয় নেই। কোন ধরনের ব্যাগ নেওয়া যাবে, তা বলে দেওয়া হয়েছে। টোট ব্যাগ বা ব্যাকপ্যাক নিয়ে ঢুকে পড়া যাবে না কান-এর রেড কার্পেটে।
গত বছর পায়েল কাপাডিয়ার ছবির হাত ধরে কান-এ নজর কেড়েছিল ভারত। এবার নজর থাকবে ঐশ্বর্য রাই বচ্চন আর আলিয়া ভাটের উপর। কোনও ছবির জন্য নয়, বরং বিশেষ অ্যাসোসিয়েশনের জন্য কান-এর রেড কার্পেটে উপস্থিত থাকবেন তাঁরা। আলিয়ার কান ডেবিউ সিনেমাপ্রেমীদের মধ্যে ঝড় তুলবে, আঁচ করা যায়।