Advertisement

Celina Jaitly: 'মারধর করত স্বামী', গার্হস্থ্য হিংসার অভিযোগ সেলিনার; সংসারে ভাঙন?

Celina Jaitly: অভিনেত্রী সেলিনা জেটলির সংসারে ভাঙন। অস্ট্রেলিয়ান স্বামী পিটার হাগের বিরুদ্ধে গার্হস্থ্য হংসার অভিযোগ আনেন। তিন সন্তানের মা সেলিনা আদালতের দ্বারস্থ হয়েছেন। ৪৭ বছরের অভিনেত্রীর এমন অভিযোগে শোরগোল পড়েছে বি-টাউনে।

সেলিনা জেটলিসেলিনা জেটলি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 25 Nov 2025,
  • अपडेटेड 5:45 PM IST
  • অভিনেত্রী সেলিনা জেটলির সংসারে ভাঙন।

অভিনেত্রী সেলিনা জেটলির সংসারে ভাঙন। অস্ট্রেলিয়ান স্বামী পিটার হাগের বিরুদ্ধে গার্হস্থ্য হংসার অভিযোগ আনেন। তিন সন্তানের মা সেলিনা আদালতের দ্বারস্থ হয়েছেন। ৪৭ বছরের অভিনেত্রীর এমন অভিযোগে শোরগোল পড়েছে বি-টাউনে। সেলিনা তাঁর স্বামীর থেকে খোরপোষ হিসাবে ১০ লক্ষ টাকা এবং ৫০ কোটি টাকার ক্ষতিপূরণ দাবি করেছেন। 

মুম্বই আদালতে সেলিনার দায়ের করা অভিযোগে বলা হয়েছে, অভিনেত্রীর ৩ সন্তান তাঁর স্বামী পিটার হাগের কাছে অস্ট্রেলিয়াতেই রয়েছে এবং মায়ের সঙ্গে সন্তানদের দেখা করতে দেওয়া হচ্ছে না। সন্তানদের নিজের কাছে রাখার আইনি দায়িত্ব নিয়েছেন তিনি। সেলিনার আদালতের কাছে আবেন, তাঁর সন্তানদের যাতে ভার্চুয়াল মাধ্যমে ও ফোন মারফত, তাঁর সঙ্গে যোগাযোগ করতে দেওয়া হয়। গোটা বিষয়টি সেলিনার আইনি বিশেষজ্ঞরা দেখছেন। বিচারক গোটা বিষয়টি পর্যালোচনা ও যাচাই করে, পিটার হাদকে নোটিশ জারি করেন। পরবর্তী শুনানির তারিখ ১২ ডিসেম্বর। 

সেলিনা ও পিটারের বিয়ে হয় ২০১০ সালের ১৮ সেপ্টেম্বর এবং তাঁদের ৩ সন্তান রয়েছে। সেলিনা দাবি করেছেন যে তাঁর স্বামী পিটার পরিকল্পনা করে তাঁর কেরিয়ার শেষ করে দিয়েছে এবং আর্থিক দিক দিয়েও তাঁকে দুর্বল করে দিয়েছে। সন্তান হওয়ার আগে পর্যন্ত সেলিনা টুকটাক কাজ করলেও, তাঁর স্বামী বিভিন্ন অজুহাতে তাঁকে কাজ করতে নিষেধ করেন এবং তাঁর আর্থিক স্বাধীনতাও কেড়ে নেওয়া হয়। এই বছরের ২১ নভেম্বর স্বামীর বিরুদ্ধে এই অভিযোগ আনেন সেলিনা। 

সেলিনার আবেদনে বলা হয়েছে, মানুষ হিসাবে বড্ড খারাপ স্বার্থান্বেষী, নিজেরটা ছাড়া কিছু বোঝে না। কথায় কথায় মাথা গরম ও মদে আসক্ত। এখানেই শেষ নয়, সেলিনাকে নাকি তাঁর স্বামী বাড়ির পরিচারিকার সঙ্গে তুলনা করতেন বলেও অভিযোগ। অভিনেত্রীর কথায়, আমাকে বলত, আমাকে নাকি ওর পরিচারিকার মতো দেখতে। এ ছাড়াও গায়ে হাত তোলা, গালিগালাজ ছিল নিত্যসঙ্গী। 

নো এন্ট্রি, অপনা সপনা মানি মানি, মানি হ্যয় তো হানি হ্যয়, থ্যাঙ্ক ইউ-এর মতো বহু হিন্দি ছবিতে কাজ করেছেন। এমনকি, তেলুগু এবং কন্নড় ছবিতেও অভিনয় করেছেন সেলিনা। ২০২০ সালে শেষ বারের মতো বড়পর্দায় দেখা যায় অভিনেত্রীকে। আপাতত তিনি সোশ্যাল মিডিয়া নিয়ে ব্যস্ত রয়েছেন।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement