খুব অল্প বয়সেই পরিবারের অমতে মেকআপ আর্টিস্ট দীপঙ্কর রায়ের সঙ্গে লিভ-ইন সম্পর্ক করতে শুরু করেন অহনা দত্ত ওরফে মিশকা। অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে খলনায়িকা মিশকা চরিত্রের মাধ্যমেই কেরিয়ারে হাতেখড়ি। মায়ের ইচ্ছার বিরুদ্ধে গিয়েই দীপঙ্করকে বিয়ে করেন অহনা। সম্প্রতি প্রেগন্যান্ট হওয়ার খবরও সকলের সঙ্গে ভাগ করে নিয়েছেন নায়িকা। কিন্তু তাও মা চাঁদনী গঙ্গোপাধ্যায়ের মন গলেনি। বরং একের পর এক সোশ্যাল মিডিয়ায় পোস্ট দাগিয়ে পরোক্ষভাবে কটাক্ষ করছেন মেয়ে অহানাকেই। সম্প্রতি চাঁদনি তাঁর ফেসবুক পেজে অভিনেতা সায়ন্ত মোদকের প্রসঙ্গ টেনেছেন। আর এই পোস্টের পরই নেটিজেনদের মনে হয়েছে মেয়ে অহনাকে কটাক্ষ করেই এই পোস্ট করেছেন চাঁদনি।
এদিন চাঁদনি তাঁর ফেসবুকে সায়ন্ত মোদকের ছবি পোস্ট করে লেখেন, ইনি একা নন অনেকেই আছেন। তবে সব মেয়েরা সাহস করে বলতে পারে না, বলদের মতোম শোওয়ার নেশায় টাকা আর প্রেম বিলিয়ে যায়। সব জেনেও তাই এই ধরনের পুরুষরা নিজেদের চালানোর জন্য ফাঁদ পাতবেই। কিন্তু মেয়েদের একটু বুঝতে হবে। প্রসঙ্গত, অভিনেতা ও ইউটিউবার সায়ন্ত মোদককে নিয়ে তাঁর তিন প্রাক্তন প্রেমিকা সরব হয়েছেন। আর এই পোস্ট করার পর নেটিজেনদের অনেকেরই মনে হয়েছে সায়ন্তর সঙ্গে দীপঙ্করের তুলনা করেছেন অহনার মা।
কিছুদিন আগেই মাকে হারিয়েছেন চাঁদনী। সেখানেও অহনা অভিযোগ করেছিলেন যে তাঁকে তাঁর দিদাকে শেষ দেখা দেখতে দেয়নি মা চাঁদনি। অহনার সঙ্গে দীপঙ্করের সম্পর্ক জানার পর থেকে মেয়েকে নিয়ে নানা কথাও বলেন চাঁদনী। মায়ের বিরুদ্ধে পাল্টা মুখ খোলেন অহনাও। এখন তাঁদের সম্পর্ক এতটাই তিক্ত জায়গায় যে কথা বলা একেবারেই বন্ধ। কিন্তু অনেকেই ভেবেছিলেন যে অহনার অন্তঃসত্ত্বা হওয়ার খবরে হয়তো মায়ের মন কিছুটা গলবে। কিন্তু সেটা একেবারেই হল না।
প্রসঙ্গত, অগাস্টেই নতুন সদস্য আসতে চলেছে অহনা ও দীপঙ্করের জীবনে। স্বাভাবিকভাবেই খুব খুশি তাঁরা। মায়ের এই পোস্ট নিয়ে এক সংবাদমাধ্যমকে অহনা জানিয়েছেন যে ওঁদের বক্তব্য নিয়ে আর বলার কিছু নেই। দীপঙ্করকে নিয়ে নায়িকা এখন খুব খুশি। স্বামী ও শ্বশুরমশাইকে নিয়ে দিব্যি আছেন মিশকা তথা অহনা। সন্তান হলে নাকি সাত পাক ঘুরবেন অহনা, সেরকমই ইচ্ছে রয়েছে নায়িকার। প্রেগন্যান্সি নিয়েই কাজ চালিয়ে যাচ্ছেন অহনা।