Advertisement

Chhi Chhi Chhi Re Nani- Kili Paul: 'ছিঃ ছিঃ ছিঃ রে ননী'-তে বুঁদ নেটিজেনরা! এবার ট্রেন্ডে গা ভাসালেন কিলি, গানের অর্থ কী?

Viral Song: নয়া ট্রেন্ড থেকে বাদ যাননি এই মুহূর্তে বাংলার বিভিন্ন তারকারাও। ট্রেন্ডিং এই গানের সঙ্গে জমিয়ে শেয়ার করছেন ইন্সটা রিলস যা, মুহূর্তে  ভাইরাল হচ্ছে। শুধু রিলস নয়, ঝড়ের গতিতে মিমও শেয়ার হচ্ছে এই গান নিয়ে।  

Aajtak Bangla
  • কলকাতা ,
  • 05 Feb 2025,
  • अपडेटेड 2:10 PM IST

নিত্য নতুন ট্রেন্ডিং গানে রিলস বানানো হাল আমলের নেটিজেনদের 'টু ডু' তালিকার মধ্যে পড়ে। বর্তমানে 'ছিঃ ছিঃ ছিঃ রে ননী' জ্বরে কাবু নেটপাড়া। নেটিজেন থেকে শুরু করে এই গানে বুঁদ তারকারাও।  নয়া ট্রেন্ড থেকে বাদ যাননি এই মুহূর্তে বাংলার বিভিন্ন তারকারাও। ট্রেন্ডিং এই গানের সঙ্গে জমিয়ে শেয়ার করছেন ইন্সটা রিলস যা, মুহূর্তে  ভাইরাল হচ্ছে। শুধু রিলস নয়, ঝড়ের গতিতে মিমও শেয়ার হচ্ছে এই গান নিয়ে।  

উড়িয়া সুপার ভাইরাল গান 'ছিঃ ছিঃ ছিঃ রে ননী'-র ইন্সটা রিলস তৈরি হচ্ছে। যার বেশিরভাগটাই ঝড়ের গতিতে ছড়িয়ে পড়ছে নেট দুনিয়ায়। এবার ট্রেন্ডিং এই গানের সঙ্গে রিলস শেয়ার করলেন কিলি পল। ইতিমধ্যে তিন লক্ষের বেশি ভিউ এই রিলসে। সমস্ত ইন্সটা ট্রেন্ডের বিষয় ওয়াকিবহাল থাকেন তিনি। কিলি পল এতটাই জনপ্রিয় যে, টলি থেকে বলি, একাধিক তারকারাও তাঁকে ফলো করেন ইন্সটাতে। 

 

আরও পড়ুন

 

'ছিঃ ছিঃ ছিঃ রে ননী' গানটি কোথাকার? 

 'ছিঃ ছিঃ ছিঃ রে ননী' গানটি গেয়েছেন উড়িয়া সঙ্গীতশিল্পী সত্য অধিকারী। এটি কোরাপুটের স্থানীয় গান। কোরাপুটিয়া উপভাষায় এটি গাওয়া হয়েছে। গানের মানে না বুঝলেও, এর কথা ও সুরে ভাসছেন নেটিজেনরা। পিকনিক থেকে পার্টিতে জায়গা করে নিচ্ছে গানটি। এমনকী মজার ভিডিওতেও জুড়ে দেওয়া হচ্ছে গানটি। তবে অনেকেই জানেন না এর অর্থ কী।    

 'ছিঃ ছিঃ ছিঃ রে ননী' গানের অর্থ কী? 

'ধন কে দেখলু তুই ননী সিনা মনকে চিনলু নাই। সুনাকে চিনলু বানাকে চিনলু মনুষ চিনলু নাই। ধন নাই বলি মোর পাখে ননী তার কাছে উঠি গলু। ধন আছে সিনা মন নাই তাকে তুই জানি না পারালু।গোটে দিন মিশা যগিদেলু নাহি কেড়ে কথা করি দেলু। মুই গাঁ যা'ই করি আসলা বেলে কেন্তা পাছরি দেলু। রে ছিঃ ছিঃ ছিঃ ননী ছিঃ ছিঃ ছিঃ।' 

Advertisement

গানটির প্রথম অংশের বাংলা সার হল- ধন সম্পত্তি দেখলে মেয়ে কিন্তু মনটাকে দেখলে না তাকে চিনলে না। সোনা দানাটাই  চিনলে কেবল, মানুষটাকে তার ভালবাসাটা চিনলে না। আমার কাছে ধন নেই বলে, আজ তার কাছে চলে যেতে পারলি! ধন সম্পদ হয়ত আছে কিন্তু হৃদয় নেই তার। তুমি বুঝতেও পারলে না! একটা গোটা দিনও অপেক্ষা করতে পারলি না,এতো বড়ো সিদ্ধান্ত নিয়ে ফেললি! অথচ আমি যখন আমার গ্রাম থেকে ফিরলাম, তুমি কী করে সব ভুলে গেলে? ছিঃ ছিঃ ছিঃ রে ননী ছিঃ।

সারাদিন সামর্থ্যের মধ্যে ছোট ছোট আনন্দ দেওয়ার চেষ্টা করতাম। আমি তোমার মা-কে প্রতিশ্রুতিও দিয়েছিলাম, ভালো রাখব। অনেক বার বলেছি, আমার কাছে কেমন ছিলে তুমি অথচ আমি যখন আমার গ্রাম থেকে ফিরলাম, তুমি কী করে সব ভুলে গেলে? এটা লজ্জারে মেয়ে, ছিঃ ছিঃ

তোমার জন্য এত ঋণ, বাড়ি অবধি বাঁধা রাখলাম।শুধু তোমায় দেওয়া প্রতিশ্রুতি পূরণ করতে... তুমি যা চেয়েছ সবই করেছি। তোমাকে সব রকম উপহার কিনে দিলাম। রঙিন পাতায় ভালোবাসার স্মৃতি বুনেদিলাম। ঘরেতে আমাদের বিয়ের ভোজ অনুষ্ঠানের জন্য একটি ছাগলও কিনে রাখলাম। অথচ এক লহমায় তুমি আমার সব আশা নষ্ট করে দিলে! ননী, কেন তুমি আমাকে এই ব্যথা দিলে? কী দোষ ছিল আমার?  দারিদ্র? আমি গ্রাম থেকে ফিরে দেখলাম, তুমি সব ভুলে গেছ? তোকে ধিক্কার মেয়ে ধিক্কার....

কিলি পল কে? 

প্রসঙ্গত, তানজানিয়ার কিলি পলকে চেনেন না, বর্তমানে এরকম খুব কম নেটিজেন আছেন। কিলি পলকে ইনস্টাগ্রাম স্টার বললে ভুল হবে না। বলিউড থেকে টলিউড গানের নেচে রীতিমতো ভাইরাল তিনি। এবার তিনি বেছে নিলেন উড়িয়া গান। তাঁর লিপ সিঙ্কিংয়ে একাধিক ভারতীয় গান, আন্তর্জাতিক ক্ষেত্রে আরও জনপ্রিয়তা পেয়েছে। নিজের অভিনয়ের প্রতিভায় লক্ষ লক্ষ ভারতবাসীর মন জয় করতে সফল কিলি পল। কিলির বোন নিমা পালকেও দেখা যায় তাঁর অনেক ভিডিওতে। ভাই-বোনের এই জুটি ভারতেও একেবারে হিট।  তানজানিয়ায় উপস্থিত ভারতীয় হাইকমিশন, কিলি পলকে বিশেষ সম্মান জানিয়েছে।
   
 

Read more!
Advertisement
Advertisement