
'চিরদিনই তুমি যে আমার' ধারাবাহিক ঘিরে সরগরম টেলিপাড়া। সিরিয়ালের নায়ক জিতু কমলের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে আপত্তি জানিয়েছেন নায়িকা দিতিপ্রিয়া রায়। আর এই নিয়েই সমস্যা চলছে। জিতুর সঙ্গে শট দিতেও নারাজ দিতিপ্রিয়া। এই নিয়ে সোশ্যাল মিডিয়ায় সরব হয়েছিলেন টলিউডের নায়ক। জানিয়েছিলেন তিনি এই পরিস্থিতিতে কঠিন সিদ্ধান্ত নিতে পারেন। আর এই পোস্ট করতেই দিতিপ্রিয়াকে বয়কট করার ধুম দেখা গেল নেট দুনিয়ায়।
সোশ্যাল মিডিয়ায় জিতু কমলের ফ্যান ফলোয়ার্সের সংখ্যা নেহাত কম নয়। এর আগেও যখন জিতু-দিতিপ্রিয়ার মধ্যে অশান্তি হয়েছিল তখনও নায়িকাকে দোষারোপ করতে ছাড়েনি নেটপাড়া। এবারও একই ঘটনা ঘটল। জিতুর বিরুদ্ধে দিতিপ্রিয়া একাধিক অভিযোগ এনেছেন যা নায়ক জানতে পেরেছেন প্রযোজনা সংস্থার মাধ্যমে। গোটা বিষয়টি নিয়ে ফেসবুকে প্রতিবাদ জানাতেই দিতিপ্রিয়াকে বয়কটের দাবি ওঠে। কেউ লেখেন, জিতুর ওপর মানসিক অত্যাচার হচ্ছে। আবার কেউ লেখেন যে জিতু ছাড়া চিরদিনই তুমি যে আমার চালানো যাবে না। আবার কারোর মতে, জিতু নয়, নায়িকা বদল করুন।
ফেসবুক জুড়ে হ্যাশট্যাগ দিয়ে বয়কট দিতিপ্রিয়া লেখা হচ্ছে। কেউ কেউ নায়িকার উদ্দেশ্যে পোস্ট করে লিখেছেন, দিতিপ্রিয়া নিজেকে মহানায়িকা মনে করে একজনকে দিনের পর দিন অপমান করার ফল পাবেন ঠিকই। অনেকেই দাবি তুলেছেন এই সিরিয়াল থেকে দিতিপ্রিয়া রায়কে সরিয়ে দেওয়া হোক, তাহলেই সব সমস্যার সমাধান হবে। জিতু অনুরাগীরা ফেসবুক জুড়ে প্রচার চালাচ্ছেন, নায়ক নয়, নায়িকা বদলানো হোক এই সিরিয়ালের। প্রসঙ্গত, চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের মাধ্যমেই বহু যুগ পর ধারাবাহিকে কামব্যাক করেছেন জিতু। দিতিপ্রিয়ার সঙ্গে তিনি কাজ করার সুন্দর অভিজ্ঞতাও শেয়ার করেছেন। কিন্তু কদিন আগেই জিতু ও দিতিপ্রিয়ার মধ্যে অশান্তির সৃষ্টি হয়েছিল। সেই সময় জিতু তাঁর সঙ্গে হওয়া দিতিপ্রিয়ার চ্যাট প্রকাশ্যে আনেন। এরপর প্রযোজনা সংস্থার হস্তক্ষেপে তাঁদের মধ্যে সব ঝামেলা মিটেও যায়।
তবে ফের নতুন করে বিতর্কে জড়ান ধারাবাহিকের নায়ক-নায়িকা। জিতু হাসপাতাল থেকে সুস্থ হয়ে শ্যুটিংয়ে ফেরেন। শোনা যায়, জিতু সময় মতো ফ্লোরে পৌঁছে গেলেও দেরি করে আসেন দিতিপ্রিয়া। এমনকী, ঘনিষ্ঠ দৃশ্য থাকলেও তা নাকি দিতিপ্রিয়া নিজের সুবিধামতো করতে বলছেন। এখানেই শেষ নয়, সমস্যার সূত্রপাত হয় দিতিপ্রিয়ার কিছু বেঁধে দেওয়া শর্তে। যেখানে বলা হয়েছে, রোম্যান্টিক সিন থাকলেও কোনওভাবেই সেখানে নায়ককে ছুঁতে দেওয়ার অনুমতি দেবেন না তিনি। আর এতেই ভীষণভাবে আত্মসম্মান বোধ হারিয়েছেন ধারাবাহিকের নায়ক জিতু কমল। এই নিয়ে দিতিপ্রিয়ার পক্ষ থেকে কোনও প্রতিক্রিয়া না আসলেও জিতু সোশ্যাল মিডিয়ায় তাঁর বক্তব্য লেখেন।
সব বিতর্কের মাঝেও জানা গিয়েছে শনিবার জিতু ও দিতুপ্রিয়া দুজনেই শ্যুটিংয়ে এসেছিলেন। সেটের পরিবেশ নাকি খুব থমথমে ছিল। এখনও পর্যন্ত অভিনেতা-অভিনেত্রী একসঙ্গে ক্যামেরার সামনে কোনও শট দেননি। জিতুর মন-মেজাজও খুব একটা ভাল নেই। এই সিরিয়ালের মেয়াদ কতদিন বা ভবিষ্যৎ কী, এখনও কিছুই জানা নেই।