Advertisement

Mamata Banerjee-Parambrata Chatterjee: পরম-পিয়ার ছেলের অন্নপ্রাশনে মমতা, কী উপহার দিলেন নডিকে? সব ছবি রইল

সোমবার সকাল থেকেই পরমব্রত-পিয়ার বাড়িতে তুমুল ব্যস্ততা। আর তা হবে নাই বা কেন, তাঁদের একমাত্র পুত্র নিষাদ তথা নডির মুখেভাত বলে কথা। পরম-পিয়া পুত্রের ৬ মাস বয়স পূর্ণ হতেই তার অন্নপ্রাশনের আয়োজন করা হয়। আর ঘরোয়া নয়, রীতিমতো এলাহি বন্দোবস্ত টলি ক্লাবে। টালিগঞ্জ ক্লাবের ফার প্যাভিলিয়নে ছিল নিষাদের অন্নপ্রাশনের গ্র্যান্ড সেলিব্রেশন।

পরম-পিয়ার ছেলেকে কী দিলেন মুখ্যমন্ত্রী?পরম-পিয়ার ছেলেকে কী দিলেন মুখ্যমন্ত্রী?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Dec 2025,
  • अपडेटेड 9:40 AM IST
  • সোমবার সকাল থেকেই পরমব্রত-পিয়ার বাড়িতে তুমুল ব্যস্ততা।

সোমবার সকাল থেকেই পরমব্রত-পিয়ার বাড়িতে তুমুল ব্যস্ততা। আর তা হবে নাই বা কেন, তাঁদের একমাত্র পুত্র নিষাদ তথা নডির মুখেভাত বলে কথা। পরম-পিয়া পুত্রের ৬ মাস বয়স পূর্ণ হতেই তার অন্নপ্রাশনের আয়োজন করা হয়। আর ঘরোয়া নয়, রীতিমতো এলাহি বন্দোবস্ত টলি ক্লাবে। টালিগঞ্জ ক্লাবের ফার প্যাভিলিয়নে ছিল নিষাদের অন্নপ্রাশনের গ্র্যান্ড সেলিব্রেশন। আর ছোট্ট নডিকে আশীর্বাদ দিতে এদিন হাজির হয়েছিলেন টেলপাড়ার চেনা মুখ থেকে রাজনৈতিক ব্যক্তিত্বরা। আর সেখানেই পরম-পুত্রকে আশীর্বাদ করতে এসেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। দিলেন উপহারও। 

ছবি সৌজন্যে: ফেসবুক

মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর ব্যস্ত কর্মকাণ্ডের মাঝেও পরম-পিয়ার ছেলেকে আশীর্বাদ করতে টলি ক্লাবে পৌঁছান। দুপুর থেকেই চলছিল জমজমাটি অনুষ্ঠান। মুখ্যমন্ত্রী যখন আসেন তখন প্রায় বিকেল হয়ে গিয়েছে। পরম-পিয়ার ছেলে পরেছেন গোলাপি রঙের পাঞ্জাবি। বাবার কোল থেকে একফোঁটাও নড়ছে না সে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অভিনেতার পুত্রকে আশীর্বাদ করলেন বিশ্ববাংলার একটি বিশেষ উপহার দিয়ে। মুখ্যমন্ত্রীর পাশাপাশি এই অনুষ্ঠানে দেখা গেল মন্ত্রী অরূপ বিশ্বাসকেও। এছাড়াও উপস্থিত ছিলেন একাধিক প্রশাসনিক ব্যক্তিরাও।

ছবি সৌজন্যে: ফেসবুক

পরম-পিয়ার ছেলের অন্নপ্রাশনে হাজির ছিল গোটা টলিউড। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়,কাঞ্চন মল্লিক, শুভশ্রী, ইশা, কোয়েল মল্লিক, রাইমা সেন ও মুনমুন সেন, আবির চট্টোপাধ্যায়, পার্নো মিত্র সহ আরও অনেকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীকান্ত মেহতা, রানা সরকারের মতো প্রযোজকরা। বিয়েতে তেমনভাবে অনুষ্ঠান না করলেও ছেলের অন্নপ্রাশনের অনুষ্ঠান একেবারে জাকজমকভাবে করলেন পরমব্রত।অনুষ্ঠানের মেনুতে ছিল ভাত, মুগের ডাল, পোলাও, দই মাছ, মটন, ফুলকপির রোস্ট, নকুরের মিষ্টি, সন্দেশ, চমচম।

ছবি সৌজন্যে: ফেসবুক

টলিউডের পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিত্বদেরও দেখা গেল এই অনুষ্ঠানে। এসেছিলেন অরূপ বিশ্বাস, শতরূপ ঘোষ, কাউন্সিলর-অভিনেত্রী অনন্যা বন্দ্যোপাধ্যায় পার্থ ভৌমিকের মতো ব্যক্তিত্বরা। প্রথমবার কী কী দিয়ে ভাত খেল নিষাদ? মা পিয়া জানিয়েছেন, খুদে সবার প্রথম পায়েস মুখে দিয়েছে। এরপর সবই একটু একটু করে চেখে দেখেছে। মাছের মুড়োয় কামড় বসিয়েছে। সব মিলিয়ে পরম-পিয়ার ছেলের মুখেভাতের অনুষ্ঠান এক্কেবারে জম জমাটি। 

Advertisement
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

সম্প্রতি ফেডারেশনের সঙ্গে সব মতপার্থক্য  মিটিয়ে নিয়েছেন পরমব্রত। হাইকোর্টে যে কজন ফেডারেশনের বিরুদ্ধে মামলা করেছিলেন, সেখান থেকে নিজের নাম সরিয়ে নেন পরম। তিনি স্পষ্ট জানান যে আলোচনার মাধ্যমে তিনি সমাধান চান। তিনি কারোর বিরুদ্ধে যাবেন না। আর তারপরই কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মঞ্চে দেখা মেলে অভিনেতা-পরিচালকের। উদ্বোধনী অনুষ্ঠানে জুন মালিয়ার সঙ্গে জুটিতে সঞ্চালনা করতে দেখা যায় পরমব্রতকে। এরপর পরমের হাতে সিনেমার কাজও আসতে থাকে। আর ব্যক্তিগত জীবনেও যে সেই প্রভাব পড়েছে, তা বলাই বাহুল্য।

Read more!
Advertisement
Advertisement