Advertisement

Raju Srivastav Critical: কমেডিয়ান রাজু শ্রীবাস্তব আরও সঙ্কটজনক, প্রার্থনা দেশজুড়ে

Raju Srivastav Critical: কমেডিয়ান রাজু শ্রীবাস্তবের পরিস্থিতি শোচনীয়, প্রার্থনা দেশজুড়ে। কেউ বলছেন দ্রুত সুস্থ হয়ে ওঠো, কেউ বলছেন, "আর একটু জোর লাগাও রাজুভাই"।

সংকটজনক কমেডিয়ান রাজু শ্রীবাস্তবসংকটজনক কমেডিয়ান রাজু শ্রীবাস্তব
Aajtak Bangla
  • নয়াদিল্লি,
  • 19 Aug 2022,
  • अपडेटेड 10:19 AM IST
  • কমেডিয়ান রাজু শ্রীবাস্তব আরও সঙ্কটজনক
  • আরোগ্য কামনায় প্রার্থনা দেশজুড়ে
  • ভেন্টিলেশনে রয়েছেন রাজু

কমেডিয়ান হিসেবে গোটা দেশের মন জয় করে নেওয়া রাজু শ্রীবাস্তব দিল্লির এইমস হাসপাতালে ভর্তি রয়েছেন। তাঁর কার্ডিয়াক অ্যারেস্ট হয়েছে এবং তারপরেই তার পরিস্থিতি অত্যন্ত আশঙ্কাজনক অবস্থায় রয়েছে। রাজু শ্রীবাস্তবের কন্ডিশন খুবই ক্রিটিকাল বলে চিকিৎসকেরা জানিয়েছেন। তার মস্তিষ্ক কাজ করা বন্ধ করে দিয়েছে। ডাক্তাররাও জবাব দিয়ে দিয়েছে। এখন প্রার্থনা ছাড়া আর কোনও গতি নেই। ফ্যান, পরিবার সবাই রাজুর আরোগ্য কামনা করছেন বটে, তবে বিশ্বাস খুবই কম। ফ্যামিলি থেকে নিয়ে সেলিব্রিটি সবাই রাজু শ্রীবাস্তবের জন্য কাতর প্রার্থনা করছেন ভগবানের কাছে।

রাজুর ব্রেন ডেড ঘোষণা করেছেন ডাক্তাররা

রাজুর ব্রেন ডেড ঘোষণা করে দিয়েছেন চিকিৎসকেরা। গত নয় দিনের মধ্যে ডাক্তাররা লাগাতার তাকে ঠিক করার চেষ্টা করে চলেছেন। এর মাঝখানে তার শরীর হালকা চিকিৎসা সাড়া দেওয়া শুরু করেছিল। তাতে আশাবাদী হয়েছিলেন চিকিৎসকেরা। তিনি সম্পূর্ণভাবে এখন শারীরিক পরিস্থিতি খুব দ্রুত ভালো হওয়ার বদলে খারাপ হয়ে রয়েছে। রাজু শ্রীবাস্তবের পরিবারের জন্য এই সময়টা অত্যন্ত মুশকিল এবং চ্যালেঞ্জের। পরিবারের সদস্যরা রাজু সুস্বাস্থ্যের জন্য লোকেদের প্রার্থনা করার আবেদন জানিয়েছেন।

আরও পড়ুন

ওদিকে রাজু শ্রীবাস্তবের পরিচিত বন্ধুবান্ধব এবং শুভানুধ্যায়ীরা সকলেই তার চিন্তায় এবং এবং তার আরোগ্য কামনায় প্রার্থনা শুরু করে দিয়েছেন। অভিনেতা শেখর সুমন, কমেডিয়ান সুনীল পাল রাজুর পরিবারের সঙ্গে যোগাযোগ রেখেছেন। সুনীল নিজের ফ্যানেদের রাজুর জন্য প্রার্থনা করতে বলেছেন একটি ভিডিও শেয়ার করেছেন যাতে তার বন্ধু রাজুর শারীরিক পরিস্থিতির উপর কথা বলতে গিয়ে তিনি ইমোশনাল হয়ে পড়েছেন।

লিরিসিস্ট মনোজ মুনতাসির রাজুর স্বাস্থ্য সম্পর্কে প্রার্থনা করেছেন এবং উদ্বেগ প্রকাশ করেছেন। তার শারীরিক উন্নতি প্রার্থনা করেছেন। মনোজ পোস্টে লিখেছেন যে রাজু ভাই সাহস হারাবে না। শুধু আরও একটু জোর লাগিয়ে দাও। আমাদের প্রার্থনা তোমার সঙ্গে রয়েছে। মনোজের ইনস্টা পোস্ট রাজুর মেয়ে অন্তরা তাঁর ইনস্টা পোস্টে শেয়ার করেছেন। রাজপাল যাদব রাজু শ্রীবাস্তবের আরোগ্য কামনা করেছেন।

Advertisement

ফ্যানেরাও রাজুর জন্য অত্যন্ত চিন্তিত হয়ে হনুমান চালিশা পাঠ করেছেন। রাজুর শারীরিক পরিস্থিতির প্রার্থনা করে পোস্টের সোশ্যাল মিডিয়াতে বন্যা শুরু হয়েছে। ফ্যামিলির প্রার্থনা এই সমস্ত প্রার্থনা যেন তাদের জন্য রাজুকে সুস্থ করে বাড়ি ফিরিয়ে আনে।

 

Read more!
Advertisement
Advertisement