Advertisement

Sonu Nigam: ভাষা বিতর্কে এবার সোনু, কন্নড় গানের আবদারে গায়কের মুখে 'পহেলগাঁও'

Sonu Nigam: বেঙ্গালুরুতে কনসার্ট করতে গিয়ে বিপাকে পড়লেন সোনু নিগম। কন্নড় সমর্থক সংগঠন, কন্নড় রক্ষণা বেদিকের পক্ষ থেকে গায়কের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। রীতিমতো কন্নড় সম্প্রদায়ের ক্ষোভের মুখে পড়তে হয়েছে গায়ককে।

ভাষা বিতর্কে জড়ালেন সোনু নিগমভাষা বিতর্কে জড়ালেন সোনু নিগম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 03 May 2025,
  • अपडेटेड 11:56 AM IST
  • বেঙ্গালুরুতে কনসার্ট করতে গিয়ে বিপাকে পড়লেন সোনু নিগম।

বেঙ্গালুরুতে কনসার্ট করতে গিয়ে বিপাকে পড়লেন সোনু নিগম। কন্নড় সমর্থক সংগঠন, কন্নড় রক্ষণা বেদিকের পক্ষ থেকে গায়কের বিরুদ্ধে পুলিশের কাছে লিখিত অভিযোগ দায়ের হয়েছে। রীতিমতো কন্নড় সম্প্রদায়ের ক্ষোভের মুখে পড়তে হয়েছে গায়ককে। কন্নড় সংগঠন জানিয়েছে, সোনু নিগমের মন্তব্য উস্কানিমূলক ও সম্প্রদায়ের মধ্যে বিভাজন তৈরি করতে পারে। এরকম অবস্থায় কন্নড় সম্প্রদায়ের প্রধান আভালাহল্লি থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন। 

জানা গিয়েছে, গত ২৫ এপ্রিল বেঙ্গালুরুতে কনসার্ট ছিল সোনু নিগমের। সেখানেই এক শ্রোতা তাঁকে বারংবার কন্নড় ভাষায় গান গাওয়ার অনুরোধ করছিলেন। সোনুর দাবি, ওই যুবক এতটাই অভদ্র ভাবে অনুরোধ জানাচ্ছিলেন যে তিনি বিরক্ত হন। পহেলগাঁও ঘটনার সঙ্গে কন্নড়ভাষী ওই যুবকের আচরণের তুলনা করেন। গানের অনুরোধের সঙ্গে সন্ত্রাসের তুলনা টানায় গায়কের উপরে ক্ষুব্ধ কন্নড় সম্প্রদায়। অভিযোগে ধর্মরাজ গায়ক সোনু নিগমের বিরুদ্ধে কন্নড় সম্প্রদায়ের মানুষদের অপমান ও ভাষাগত গোষ্ঠীর মধ্যে ঘৃণা উস্কে দেওয়ার অভিযোগ করেছেন। 

ধর্মরাজ তাঁর অভিযোগে লিখেছেন, গত ২৫ ও ২৬ এপ্রিল বেঙ্গালুরুর ইস্ট পয়েন্ট কলেজ অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজিতে সোনু নিগমের বিতর্কিত মন্তব্যের কারণে তিনি গায়কের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করেছেন। বেঙ্গালুরু কনসার্টের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। সোনুর পারফর্ম্যান্স চলাকালীম এক শ্রোতা গায়কের কাছে কন্নড় ভাষায় গান শোনার অনুরোধ জানান। বার বার সোনুকে চাপ দিচ্ছিলেন সেই গায়ক, আর যার জেরে রেগে যান সোনু। প্রথমে হাসিমুখে বিষয়টি সামলানোর চেষ্টা করলেও পরে সোনু কনসার্টের মাঝে গান থামিয়ে বলেন, আমি সব ভাষায় গান গেয়েছি। তবে আমার জীবনের সবচেয়ে ভাল গানগুলি কন্নড় ভাষাতেই। আমি যখনই আপনাদের মাঝে আসি, খুবই ভালোবেসে আসি। আমরা রোজ শো করি, কিন্তু যখনই কর্নাটকের কোথাও শো করতে আসি, আমি  খুব সম্মানের সঙ্গে আসি, কারণ আপনারা আমাদের নিজেদের পরিবার মনে করেন। 

এরপর সোনু নিগম ক্ষুব্ধ হয়ে বলেন যে তাঁকে বারবার কন্নড় ভাষায় গান গাওয়ার জন্য শ্রোতাটি বলছিলেন, অথচ ওই ছেলেটির বয়স যত, তারও আগে থেকে সোনু নিগম এই ভাষায় গান গাইছেন। অভিযোগেই বলা হয় এরপরই সোনু পহেলগাঁও হামলার রেশ টানেন। গায়ক বলেন, পহেলগাঁওতেও একইভাবে সন্ত্রাসবাদ ঘটানো হয়েছিল। কাকে এ ভাবে বলছেন একবার তো খেয়াল করুন! এই মন্তব্যের পরই গায়কের ওপর ক্ষেপে ওঠেন কন্নড় সম্প্রদায়ের সংগঠন। সংগঠনের দাবি, গায়কের বক্তব্য কন্নড় ভাষাভাষীদের অনুভূতিতে গভীরভাবে আঘাত করেছে। কর্ণাটকের বিভিন্ন ভাষাগত সম্প্রদায়ের মধ্যে ঘৃণা উস্কে দিয়েছে। সংগঠনের সদস্যদের শঙ্কা, গায়কের এই বক্তব্য রাজ্যে হিংসা উস্কে দিতে পারে। সোনু নিগমের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩৫২ (১), ৩৫১ (২) ও ৩৫৩ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে।  

Advertisement

Read more!
Advertisement
Advertisement