দাদাগিরিতে 'দাদা ও বৌদি'। এই প্রথম প্রকাশ্যে মঞ্চে পারফর্ম করলেন সৌরভ এবং ডোনা গঙ্গোপাধ্যায়। 'দাদাগিরি'র নবম সিজনের শেষ দিন অর্থাৎ গ্র্যান্ড ফিনালের শ্যুটিং সারা। শুক্রবার চূড়ান্ত পর্বের শ্যুটিং হয়েছে বিশ্ব বাংলা কনভোকেশন সেন্টারে। অন্তিমপর্বে রয়েছে বড়সড় চমক। সাধারণ্যে প্রথমবার একসঙ্গে নাচতে দেখা যাবে সৌরভ-ডোনাকে।
ওড়িশি নৃত্যে ডোনাকে নিয়ে নতুন করে বলার কিছু নেই। সদ্য ভিক্টোরিয়া মেমোরিয়ালে কেন্দ্রীয় সংস্কৃতি মন্ত্রকের অনুষ্ঠানে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ তাঁর পারফরম্যান্স দেখে মুগ্ধ হয়েছেন। ডোনার নাচের স্কুল দীক্ষামঞ্জরীর সঙ্গে সৌরভ যুক্ত থাকলেও বরাবরই দর্শকাসনে বসেই পত্নীর নৃত্য উপভোগ করেছেন। এবার গৃহকর্ত্রীর সঙ্গে পা মেলালেন মহারাজ। না, ওড়িশি নৃত্যে নয়। শাহরুখ খানের জনপ্রিয় গানে নাচলেন সৌরভ-ডোনা। সাদা শার্ট ও কালো ব্লেজারে ছিলেন দাদাগিরির সঞ্চালক। আর গোলাপি শাড়িতে ডোনা গঙ্গোপাধ্যায়।
গান বাজল 'ওম শান্তি ওম' ছবির 'আঁখো মে তেরি আজব সি আজব সি অদায়েঁ হ্যায়'। তার সেই তালে নাচলেন সৌরভ-ডোনা। রোম্যান্টিক এই গানে ধরা পড়েছে দম্পতির রসায়ন। আর কেকেআর মালিক শাহরুখ খান বরাবরই প্রিয় অভিনেতার সৌরভের। সেজন্য তাঁর ছবিরই গান বাছা হয়েছিল বলে খবর।
শেষপর্বে থাকবেন প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ও। গাইবেন বাংলার তাবড়া শিল্পীরা। যেমন- রূপম, সোমলতা আচার্য, ইমন চক্রবর্তী, রাঘব চট্টোপাধ্যায়, জোজো ও মনোময় ভট্টাচার্যরা। আগামী ৫ জুন সম্প্রচারিত হবে দাদাগিরির গ্র্যান্ড ফিনালে।
আরও পড়ুন- বেহালার পৈত্রিক ভিটে ছেড়ে কলকাতায় সৌরভ, নতুন বাড়ি কত কোটি পড়ল?