খুব বেশিদিনের ফিল্মি কেরিয়ার নয়। তবে যে কটা বলিউডের ছবি করেছেন, সবেতেই তাঁর অভিনয় প্রশংসিত। ধর্মের টানে বলিউড ছেড়েছিলেন বছর খানেক আগেই। আর অভিনয় ছাড়ার পাঁচ বছরের মধ্যেই বিয়ে করলেন 'দঙ্গল' গার্ল জায়রা ওয়াসিম। জায়রা তাঁর ইনস্টাগ্রাম পেজে নিজের বিয়ের খবর দিয়েছেন। হঠাৎ করে দঙ্গল খ্যাত নায়িকার বিয়ের খবরে হতচকিত বি-টাউন।
শুক্রবার রাতে সকলকে অবাক করে দিয়ে জায়রা তাঁর বিয়ের খবর জানান। সোশ্যাল মিডিয়ায় দুটি ছবি শেয়ার করেছেন তিনি। সেখানেই দেখা গিয়েছে বরের সঙ্গে তাঁকে। পরনে লাল রঙের পোশাক। যদিও বিয়ের সাজে জায়রাকে কেমন লাগছে তা জানা যায়নি। কারণ চাঁদের দিকে মুখ করে ক্যামেরার পিছন করে ছবি তুলেছেন জায়রা ও তাঁর স্বামী। আর পাত্রের গায়ে দেখা গেল ঘিয়ে রঙের কাশ্মীরি শাল। চাঁদকে সাক্ষী রেখে জীবনের নতুন ইনিংস শুরু করার ঝলক দেখালেন ‘দঙ্গল’ খ্যাত অভিনেত্রী। আরেক ছবিতে মেহেন্দি পরা হাতে নিকাহনামায় সই করতেও দেখা গেল তাঁকে।
জায়রার এই ছবিতে ক্যাপশনে লেখা, কবুল হ্যায়। কিন্তু কার সঙ্গে জায়রা নিকাহ সারলেন তা জানা যায়নি। আপাতত বরের পরিচয় গোপনই রেখেছেন আমির খানের অনস্ক্রিন কন্যা। প্রসঙ্গত, জায়রা ২০১৯ সালেই বলিউড ছাড়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। যার কারণস্বরূপ তিনি জানিয়েছিলেন যে তিনি নিজের কাজ নিয়ে খুশি নন এবং ধর্মের দোহাই দিয়ে জায়রা গ্ল্যামার ওয়ার্ল্ডকে আজীবনের জন্য বিদায় জানান। বিবৃতি দিয়ে লেখেন, অভিনয় করা মুসলিম ধর্মাচরণের বিরুদ্ধে আঘাত হানে। আমার ‘ইমান’ এতে আঘাতপ্রাপ্ত হয়। যেই মূহূর্তে ইমানকে অমান্য বা অবমাননা করা হয়, ঠিক তখনই আমার সঙ্গে আমার ধর্মের সম্পর্কও বারবার সংকটাপন্ন অবস্থায় চলে আসে।… তাই আমি বিদায় নিচ্ছি অভিনয় থেকে।
২০১৬ সালে আমির খানের দঙ্গল ছবিতে প্রথমবার দেখা যায় জায়রাকে। আমিরের মেয়ের চরিত্রে জায়রার অভিনয় দারুণভাবে প্রশংসা পায়। এই সিনেমায় অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন জায়রা। পরে আবার ‘সিক্রেট সুপারস্টার’ সিনেমার মাধ্যমে জনপ্রিয়তা পান। কিন্তু আচমকাই ২০১৯ সালে তিনি অভিনয় ছাড়ার সিদ্ধান্ত নেন। যার ফলে বলিউড হারায় একজন প্রতিভাবান অভিনেত্রীকে।