Advertisement

Debina-Gurmeet: মা হলেন বঙ্গতনয়া দেবীনা, পুত্র না কন্যা? Video শেয়ার গুরমিতের

কৌতুকশিল্পী ভারতী সিংয়ের পর মা হলেন বাঙালি কন্যা দেবীনা চৌধুরী। ইনস্টাগ্রামে সন্তানের এক ঝলক পোস্ট গুরমিতের।

দেবীনা ও গুরমিত। দেবীনা ও গুরমিত।
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Apr 2022,
  • अपडेटेड 1:11 PM IST
  • মা হলেন দেবীনা।
  • সুখবর দিলেন গুরমিত।
  • কন্যাসন্তানের মা দেবীনা।

গতকাল সন্তানের মা-বাবা হয়েছিলেন কৌতুকশিল্পী ভারতী ও হর্ষ। সোমবার সুখবর দিলেন আর এক তারকা দম্পতি দেবীনা বন্দ্যোপাধ্যায় ও গুরমিত চৌধুরী। তাঁদের ঘর আলো করে এসেছে ছোট্ট অতিথি। কন্যা সন্তানের জন্ম দিয়েছেন বঙ্গতনয়া দেবীনা। নেট মাধ্যমে ভক্তদের সঙ্গে এই খুশির খবর ভাগ করে নিয়েছেন গুরমিত।  

ইনস্টাগ্রামে একটি ছোট্ট ভিডিও পোস্ট করেছেন গুরমিত। তাতে দেখা যাচ্ছে, নবজাতকের হাত রয়েছেন মা-বাবা। গুরমিত লিখেছেন,'আমাদের ছোট্ট কন্যাকে ৩ এপ্রিল পৃথিবীতে স্বাগত জানাচ্ছি। সকলের আর্শীবাদ ও ভালবাসার জন্য ধন্যবাদ।'  

 

আরও পড়ুন

p>অন্তঃসত্ত্বা অবস্থাতেও নিজেকে সুস্থ রাখতে শরীরচর্চা চালিয়ে গিয়েছিলেন দেবীনা। স্বামী গুরমিতও সঙ্গ দিয়েছেন বাঙালি বধূকে। সেই ছবি ইনস্টায় পোস্টও করেন দেবীনা। 

'রামায়ন' সিরিয়ালে রাম ও সীতার ভূমিকায় অভিনয় করেছিলেন গুরমিত ও দেবীনা। সেই থেকে মন দেওয়া-নেওয়া শুরু। তার পর বিয়ে। ইতিমধ্যেই একাধিক হিন্দি সিরিয়ালে অভিনয় করেছেন বাঙালি অভিনেত্রী। আর গুরমিতকে দেখা গিয়েছে বলিউডের একাধিক ছবিতে।          

 

Read more!
Advertisement
Advertisement