Advertisement

North Bengal Flood: কার্নিভালের 'ড্যামেজ কন্ট্রোল'? বিধ্বস্ত উত্তরবঙ্গের জন্য ত্রাণ দিচ্ছেন দেব, প্রসেনজিত্‍রা

North Bengal Flood: একদিকে উত্তরবঙ্গের বিপর্যয় অন্যদিকে দুর্গাপুজোর কার্নিভাল। যে কার্নিভালে যোগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের কাছে কটাক্ষের শিকার হতে হয়েছিল টলিপাড়ার একাধিক নায়ক-নায়িকাদের।

উত্তরবঙ্গের পাশে টলিপাড়াউত্তরবঙ্গের পাশে টলিপাড়া
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Oct 2025,
  • अपडेटेड 10:51 AM IST
  • একদিকে উত্তরবঙ্গের বিপর্যয় অন্যদিকে দুর্গাপুজোর কার্নিভাল।

একদিকে উত্তরবঙ্গের বিপর্যয় অন্যদিকে দুর্গাপুজোর কার্নিভাল। যে কার্নিভালে যোগ দিয়ে সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের একাংশের কাছে কটাক্ষের শিকার হতে হয়েছিল টলিপাড়ার একাধিক নায়ক-নায়িকাদের। এবার পাহাড়ে বন্যা দুর্গতদের পাশে একজোট হয়ে দাঁড়ানোর সিদ্ধান্ত নিলেন দেব-প্রসেনজিৎরা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় উত্তরবঙ্গের পাশে দাঁড়ানোর জন্য আর্জি জানিয়েছেন ইন্ডাস্ট্রির সকলের কাছেই। 

বাংলা ছবির সঙ্গে টলিউডের সম্পর্ক বহুদিনের। খুব কম সংখ্যক সিনেমাই রয়েছে যার শ্যুটিং হয়তো উত্তরবঙ্গে হয়নি। তাই বাংলা সিনেমার সঙ্গে এ রাজ্যের পাহাড়ের সম্পর্ক বহু বছরের। সেই পাহাড় যখন কাঁদছে, তখন সাহায্যের হাত টলপাড়া বাড়িয়ে দেবে না তা কী করে হয়। এমন আবহেই মঙ্গলবার বিধ্বস্ত উত্তরবঙ্গের উদ্দেশে সাহায্যের হাত বাড়ানোর কথা ঘোষণা করল টলিউড। বাংলা সিনে দুনিয়ার অন্যতম দুই অভিনেতা ও অভিনেত্রী প্রসেনজিৎ, ঋতুপর্ণা সহ একাধিক তারকা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। 

তাঁরা লিখেছেন, ‘দুর্গাপুজোর বাংলা সিনেমা মানুষকে আনন্দ দিতে পেরেছে। কিন্তু প্রকৃতি সেই উদযাপনে বাধা দিয়েছে। আমরা উত্তরবঙ্গের তীব্র কান্না অনুভব করতে পারি। এইসময়ে আমরা হাতে-হাত ধরে আপনাদের যুদ্ধের অংশীদার হওয়ার তাগিদ অনুভব করেছি। কারণ উত্তরবঙ্গের মানুষদের ছাড়া আমাদের সিনেমা, আমাদের অস্তিত্ব অসম্পূর্ণ।’ সেই পোস্টেই সংযোজন, ‘সিনেমা শুধু বিনোদন দিতে পারে, এমন তো নয়। সিনেমা ভরসাও দিতে পারে।’ ঋতুপর্ণা-প্রসেনজিৎ আরও লিখেছেন, আমরা হয়তো অনেক দূরে থাকি, তবুও সবসময়ে আপনাদের পাশে রয়েছি। আপনাদের সাহসই আমাদের শক্তি জোগায়।

প্রসঙ্গত, রবিবার কার্নিভালে যোগ দিয়ে টলিপাড়ার একাধিক তারকাকে ট্রোলের মুখে পড়তে হয়েছে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কার্নিভালের মঞ্চে নেচে কটাক্ষের শিকার হতে হয়েছে প্রসেনজিৎ-শ্রাবন্তীদের। নেটিজেনের একাংশ বলছেন, উত্তরবঙ্গ ভাসছে আর টলিপাড়া নাচছে মুখ্যমন্ত্রীর সঙ্গে। কেউ কেউ তারকাদের শিরদাঁড়া নেই বলেও ট্রোল করেছেন। আর এই ট্রোলের মুখে পড়েই তড়িঘড়ি উত্তরবঙ্গের বাসিন্দাদের দিকে সহায়তার হাত বাড়িয়ে দিল বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি।  

জানা গিয়েছে, টলিপাড়ার তারকা ও কলাকুশলীরা মিলে এখনও পর্যন্ত ২০ লক্ষ টাকা সংগ্রহ করেছেন উত্তরবঙ্গের ত্রাণের জন্য। এই ত্রাণের অর্থ তুলে দেওয়া হবে মুখ্যমন্ত্রীর ত্রাণ তহবিলে। অপরদিকে, দেবও আলাদা করে পাহাড়ে ত্রাণ সামগ্রী পাঠানোর বন্দোবস্ত করেছে। সোশ্যাল মিডিয়ায় সেই ছবিও শেয়ার করেন সাংসদ-অভিনেতা। রুক্মিণী মৈত্র অবশ্য একদিন আগেই নিজের পরবর্তী সিনেমার টিজার লঞ্চ বাতিল করেছেন উত্তরবঙ্গের কথা মাথায় রেখে। প্রসঙ্গত, প্রকৃতির রুদ্ররোষ কয়েক ঘণ্টায় তছনছ করে দিয়েছে উত্তরবঙ্গকে। লাগাতার বৃষ্টির সঙ্গে ভুটান পাহাড় থেকে নেমে আসা জলে প্লাবিত আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি জেলার বিস্তীর্ণ অঞ্চল। দুর্যোগে মৃত্যু হয়েছে বহু মানুষের।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement