Advertisement

Dev Subhashree: অনির্বাণের মতো শুভশ্রীও 'নিষিদ্ধ' হয়েছিলেন টলিউডে? সে বারও ফিরিয়েছিলেন দেব

'দেশু৭' নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। সোমবার দেব ও শুভশ্রী দুজনেই ফেসবুক লাইভে এসে নতুন বছরের শুরুতেই সবাইকে চমকে দিয়েছিলেন। কবে আসছে 'দেশু৭'-এর পরবর্তী ছবি, পরিচালক কে, ছবির নাম হবে কী, এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সকলের মনে। এইসব প্রশ্নের আংশিক উত্তর দেওয়ার পাশাপাশি দুজনের কথোপকথনে উঠে এসেছিল পুরনো দিনের স্মৃতি, কাজের অভিজ্ঞতা।

দেব-শুভশ্রী-অনির্বাণদেব-শুভশ্রী-অনির্বাণ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Jan 2026,
  • अपडेटेड 10:46 AM IST
  • অনির্বাণের প্রসঙ্গের মাঝেই দেব তাঁর জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরেন।

'দেশু৭' নিয়ে উত্তেজনার পারদ এখন তুঙ্গে। সোমবার দেব ও শুভশ্রী দুজনেই ফেসবুক লাইভে এসে নতুন বছরের শুরুতেই সবাইকে চমকে দিয়েছিলেন। কবে আসছে 'দেশু৭'-এর পরবর্তী ছবি, পরিচালক কে, ছবির নাম হবে কী, এইসব প্রশ্নই ঘুরপাক খাচ্ছিল সকলের মনে। এইসব প্রশ্নের আংশিক উত্তর দেওয়ার পাশাপাশি দুজনের কথোপকথনে উঠে এসেছিল পুরনো দিনের স্মৃতি, কাজের অভিজ্ঞতা। আর এইসব কথা বলতে বলতেই জানা গেল যে একটা সময়ে শুভশ্রীকেও 'ব্যান' করা হয়েছিল ফিল্ম ইন্ডাস্ট্রি থেকে। 

দেশু৭-এ অনির্বাণ ভট্টাচার্যকে দেখা যাবে, তা লাইভে এসে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেন তৃণমূলের সাংসদ তথা অভিনেতা দেব। বেশ কয়েক মাস অনির্বাণ ব্যান হয়ে রয়েছেন ইন্ডাস্ট্রিতে। ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাস বনাম অনির্বাণের সমস্যা ইন্ডাস্ট্রির সকলের জানা। বিগত বেশ কয়েক মাস ধরে অভিনেতার নতুন কোনও কাজের কথাও শোনা যায়নি। টালিগঞ্জে কাজ পাচ্ছেন না বলে অনির্বাণ নিজের গানের দল খুলেছেন। রঘু ডাকাত-এর পর অনির্বাণের এটা দ্বিতীয় কাজ হবে দেবের সঙ্গে। 

অনির্বাণের প্রসঙ্গের মাঝেই দেব তাঁর জীবনের কঠিন সময়ের কথা তুলে ধরেন। শুভশ্রী সেই সময় টলিউডে কার্যত কোণঠাসা, একের পর এক ছবির দরজা বন্ধ। তখন অনেক নায়কই শুভশ্রীর সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ করছিলেন না। দেব জানান, সেই সময় খোকাবাবু তৈরি হয়। শুভশ্রীকে আবার নায়িকা হিসাবে ফিরিয়ে আনার ইচ্ছেতেই ছবিটি পরিকল্পনা করেছিলেন। টলিউডের ডিরেক্টর না পেয়ে দক্ষিণ ভারত থেকে পরিচালক এনে কাজ করেছিলেন তিনি। প্রযোজক জোগাড় করাও সহজ ছিল না। আর সেখান থেকেই দেবের প্রযোজক হিসাবে ভাবনার শুরু। 

দেবের কথায়, খোকাবাবু আজও তাঁর কাছে সবচেয়ে চ্যালেঞ্জিং কাজগুলোর একটা। দেব-শুভশ্রী পাশাপাশি বসে জানালেন, এইপ্রথমবার ভারতীয় সিনেমার ইতিহাসে ফার্স্ট ডে ফার্স্ট শো ইভেন্ট এক মহাযজ্ঞে পরিণত হতে চলেছে। সেটা কীরকম? এখানেই ‘দেশু ৭’-এর ক্ষেত্রে বড়সড় স্ট্র্যাটেজি খাটিয়েছেন দুই প্রযোজক-অভিনেতা (দেব-শুভশ্রী)। আসন্ন ছবির নাম-গল্প নির্বাচনের ক্ষেত্রে ধোঁয়াশা এখনও জিইয়ে রাখলেও টলিপাড়ার সুপারস্টার জুটি জানিয়ে দিলেন, রিলিজের ১০ মাস আগে থেকে অর্থাৎ সোমবার বেলা ৩টে থেকেই অগ্রিম বুকিং শুরু হয়ে যাচ্ছে। আর কয়েক ঘণ্টার মধ্যেই ফার্স্ট ডে ফার্স্ট শো হাউসফুল হয়ে গিয়েছে। 

Advertisement
ছবি সৌজন্যে: সংগৃহীত

তবে সিনেমার টাইটেল ঠিক হয়নি। পয়লা বৈশাখে পুরো কাস্টিং-সহকারে সবটা জানিয়ে দেবেন দেব-শুভশ্রী। আসলে ‘ধূমকেতু’তে দেব-শুভশ্রীর রোম্যান্স দেখতে চাওয়া দর্শকরা আশাভঙ্গ হয়েছিলেন, সেকথা মাথায় রেখেই সাত নম্বর ছবির গল্প-চিত্রনাট্য লেখা হচ্ছে, বলে জানালেন অভিনেতা-প্রযোজক। আর যে এই ছবির এক অন্যতম ইউএসপি হতে চলেছে, আগাম সে ইঙ্গিতও দিল দেশু জুটি। এবার শুধু পুজোর বক্স অফিসে ঝাঁপিয়ে পড়ার পালা।   

Read more!
Advertisement
Advertisement