
১৪ বছর পর ২০২৫ সালে 'ধূমকেতু' মুক্তি পাওয়ার ঘোষণায় তোলপাড় হয়েছিলে বাংলা ফিল্ম ইন্ডাস্ট্রি। কারণ এটাই ছিল দেব-শুভশ্রী জুটির শেষ ছবি। শুধু তাই নয়, চমক ছিল অন্য জায়গাতে। এই ছবির প্রচারেই প্রথমবার এক ফ্রেমে দেখা যায় দেব-শুভশ্রীকে। অতীতের সব মান-অভিমান ভুলে তাঁরা বাংলা ছবির স্বার্থে একে-অপরের সঙ্গে হাত মেলায়। গত বছর 'ধূমকেতু' বক্স অফিসে দারুণ হিট হয়। সব ছবিকে ছাপিয়ে যায় এই ছবি। আর তারপর থেকেই দর্শকদের দাবি ছিল যে দেব-শুভশ্রী জুটির আরও একটি ছবির। 'দেশু' আদৌও ফিরবে কিনা সে বিষয়ে বহু সংশয় ছিল, কিন্তু নতুন বছর আসতেই সব সংশয় কাটল। ২০২৬-এই দেখা যাবে দেশুকে। তবে ছবির নাম, কবে মুক্তি, পরিচালক কে, এই নিয়ে কিছুই জানানো হয়নি। সম্প্রতি শুভশ্রী গঙ্গোপাধ্যায়ের পক্ষ থেকে দেশুকে নিয়ে নতুন আপডেট সামনে এল।
এখনও 'দেশু'র পরবর্তী ছবি নিয়ে কোনও ধরনের কথা বলতে নারাজ দেব ও শুভশ্রী। তাঁরা নিজেরাই জানিয়েছেন একের পর এক তথ্য তাঁরা সামনে আনবেন। এবার দেশু কবে মুক্তি পাবে, সেই দিনক্ষণ জানিয়ে দিলেন শুভশ্রী। নিজের সোশ্যাল মিডিয়া পেজে তাঁদের নতুন ছবির মুক্তির তারিখ বললেন নায়িকা। পোস্টে লেখা 'এই বছর দুর্গা পুজোয় ম্যাজিক তৈরি করবে 'দেশু ৭'। সঙ্গে উল্লেখ করা হয়েছে ছবি মুক্তির দিনক্ষণ। আগামী ১৬ অক্টোবর মুক্তি পাবে বড়পর্দায় পছন্দের জুটির ছবি। যা শুধু দর্শকের মনে ভালো লাগার আমেজ ছড়াবে এমনটাই নয় নস্ট্যালজিয়াতেও যে বুঁদ করবে সেই বিষয়ে কোনও সন্দেহ নেই।
তবে এই ছবির নাম, পরিচালক কে এখনও কিছুই জানানো হয়নি। শোনা যাচ্ছে, আদ্যোপান্ত একটি প্রেমের ছবি হতে চলেছে এটি। দেব-শুভশ্রীর কেমিস্ট্রি ফের দেখার জন্য মুখিয়ে রয়েছেন দর্শকেরা। পরিচালকের তালিকায় রয়েছেন সুজিত রিনো দত্ত, রাজ চক্রবর্তী, কৌশিক গঙ্গোপাধ্যায়ের মতো বড় বড় পরিচালকদের নাম। বলে রাখা ভালো, দীর্ঘদিনের দূরত্ব ঘুচিয়ে এক মঞ্চে ধরা দিয়েছিলেন 'প্রাক্তন জুটি'। বুঝিয়ে দিয়েছিলেন এভাবেও ফিরে আসা যায়।
প্রেম-রোম্যান্স, অ্যাকশনে জমবে দেব-শুভশ্রীর পুজোর সিনেমা। যদিও সিনেমার নাম ঘোষণা করা হয়নি। তবে কানাঘুষো, এই ছবি ‘খাদান’ সিক্যুয়েলও হতে পারে! কারণ চলতি বারের পুজোয় দেব ‘খাদান ২’ নিয়ে আসার কথা জানিয়েছিলেন। এই নিয়ে সপ্তমবার জুটি বাঁধবেন দেব-শুভশ্রী। আর সেই ছবি যদি পুজো রিলিজ হয় তাহলে যে আবারও বক্স অফিস সুনামি হবে, তা বলাই বাহুল্য।