Advertisement

Dev Trolled: আচমকা ভাইরাল জুবিনের 'চোখের জলে' গান, 'ওটা দেবের বেসুরো গলা', আক্রমণ নেটিজেনদের

গায়ক জুবিন গর্গের হঠাৎ করে মৃত্যু গোটা সঙ্গীত জগতের কাছে অপূরণীয় ক্ষতি। গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মৃত্যু হয় তাঁর। হিন্দিতে তো বটেই বাংলাতেও একাধিক হিট গান শ্রোতাদের উপহার দিয়েছেন জুবিন। সেই গান আজও মানুষের মনে চিরস্মরণীয় হয়ে রয়েছে। সেরকমই একটি হিট গান হল 'পরাণ যায় জ্বলিয়া রে' সিনেমার 'চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা'।

হঠাৎ করে জুবিনের গান ভাইরাল দেবের গলায়হঠাৎ করে জুবিনের গান ভাইরাল দেবের গলায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jan 2026,
  • अपडेटेड 12:06 PM IST
  • সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেবকে দেখা যাচ্ছে মাইকের সামনে দাঁড়িয়ে তিনি গান গাইছেন।

গায়ক জুবিন গর্গের হঠাৎ করে মৃত্যু গোটা সঙ্গীত জগতের কাছে অপূরণীয় ক্ষতি। গত বছরের সেপ্টেম্বরে সিঙ্গাপুরে স্কুবা ড্রাইভিং করতে গিয়ে মৃত্যু হয় তাঁর। হিন্দিতে তো বটেই বাংলাতেও একাধিক হিট গান শ্রোতাদের উপহার দিয়েছেন জুবিন। সেই গান আজও মানুষের মনে চিরস্মরণীয় হয়ে রয়েছে। সেরকমই একটি হিট গান হল 'পরাণ যায় জ্বলিয়া রে' সিনেমার 'চোখের জলে ভাসিয়ে দিলাম মনের ঠিকানা'। যে ছবিতে জুটি বেঁধেছিলেন দেব ও শুভশ্রী। সম্প্রতি জুবিনের গাওয়া সেই গান শোনা যায় সুপারস্টার দেবের গলায়। আর সেই গান ভাইরাল হতেই ট্রোলড দেব। যদিও এটা আদৌও দেবের গলা নাকি পুরোটাই AI দিয়ে তৈরি করা, তা জানা যায়নি।  

সম্প্রতি একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, যেখানে দেবকে দেখা যাচ্ছে মাইকের সামনে দাঁড়িয়ে তিনি গান গাইছেন, যদিও সেটা আদৌও দেবের গলা কিনা সেটা জানা যায়নি। অভিনয়ে পারদর্শী হলেও দেব গান পারেন কিনা, তা জানা নেই অনেকেরই। ভিডিও দেখে মনে হচ্ছে, জুবিন গর্গকে শ্রদ্ধা জানাতেই অভিনেতা গায়কের গাওয়া তাঁর ছবির গান চোখের জলে ভাসিয়ে দিলাম গাইতে শুরু করেন। গান গাওয়ার ভিডিও ভাইরাল হতেই দেবকে ট্রোল করা শুরু হয়ে যায় নেটপাড়ার একাংশের। 

দেবের গলায় এই গান যে কারোর কাছে শ্রুতিমধুর লাগেনি, নেটিজেনরা তা স্পষ্ট করেছেন। কেউ লেখেন, গান শুনে সত্যি চোখে জল চলে এল। আবার কেউ লেখেন, দেব দা বলে বেচে গেল অন্য কেউ হলে গালি দিতাম। কেউ আবার লেখেন, কোনও দরকার ছিল না দেব দা। কেউ লেখেন, সরি দেব দা, আমি তোমার বড় ফ্যান, কিন্তু আমার মনে হয় তোমার অভিনয়টাই ভাল, গানটা সাইডে রাখো। প্রসঙ্গত, দেবের সিনেমার বহু গানই গেয়েছেন জুবিন গর্গ। যা রীতিমতো হিট। কিন্তু জুবিনের গাওয়া সেই গান যে দেবের গলায় মানাচ্ছে না, তা সুপারস্টারের ভক্তরাই স্পষ্ট করলেন। 

Advertisement

এক সাম্প্রতিক সাক্ষাৎকারে দেব বলেছিলেন যে জুবিন দা তাঁর কন্ঠ ছিলেন। আর বাংলার সবচেয়ে হিট গান হয়েছিল চোখের জলে। জুবিন গর্গের মৃত্যুর ঘটনায় দেবও শোকাহত হয়েছিলেন এবং জানিয়েছিলেন যে তাঁর পরিবারকে ভগবান শক্তি দিক, খুব অল্প বয়সেই এমন গায়ক চলে গেলেন। প্রসঙ্গত, জুবিনের গলায় দেবের একাধিক গান হিট হয়েছে। আয়না মন ভাঙা আয়না, মন মানে না, মন তোকে দিলাম, প্রেম কি বুঝিনি এই সব গানগুলি দেবের গান, যা গেয়েছেন জুবিন। 

  

Read more!
Advertisement
Advertisement