Advertisement

Anurag Kashyap: ১ ঘণ্টায় ৫ লাখ, নিজের রেট জানালেন অনুরাগ, বাংলার দুই অভিনেতার কটাক্ষ

Anurag Kashyap: কিছুদিন আগেই বাংলা ছবিকে ঘটিয়া বলে ট্রোলের মুখে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ। ক্যুইন, দ্য লাঞ্চবক্স, গ্যাংস এফ ওয়াসেপুর-এর মতো একাধিক হিট ছবি দর্শককে উপহার দেওয়ার পরও তাঁর বাংলা ছবি নিয়ে মনোভাবকে অনেকেই মেনে নিতে পারেননি। সেই অনুরাগ কাশ্যপ ফের ট্রোলের মুখে পড়লেন তাঁর সাম্প্রতিক করা পোস্টের জন্য।

অনুরাগ কাশ্যপঅনুরাগ কাশ্যপ
Aajtak Bangla
  • কলকাতা,
  • 23 Mar 2024,
  • अपडेटेड 3:43 PM IST
  • কিছুদিন আগেই বাংলা ছবিকে ঘটিয়া বলে ট্রোলের মুখে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ।

কিছুদিন আগেই বাংলা ছবিকে ঘটিয়া বলে ট্রোলের মুখে পড়েছিলেন বলিউডের জনপ্রিয় পরিচালক অনুরাগ কাশ্যপ।  ক্যুইন, দ্য লাঞ্চবক্স, গ্যাংস এফ ওয়াসেপুর-এর মতো একাধিক হিট ছবি দর্শককে উপহার দেওয়ার পরও তাঁর বাংলা ছবি নিয়ে মনোভাবকে অনেকেই মেনে নিতে পারেননি। সেই অনুরাগ কাশ্যপ ফের ট্রোলের মুখে পড়লেন তাঁর সাম্প্রতিক করা পোস্টের জন্য। অনুরাগ কাশ্যপ বি-টাউনে পরিচিত নতুনদের সাহায্য করার জন্য। ইন্ডাস্ট্রিতে নবাগত বা নবাগতাদের জন্য আজ পর্যন্ত অনেক খেটেছেন বলে দাবি পরিচালক অনুরাগ কাশ্যপ। তবে এবার আর কোনওভাবেই এইসবের জন্য নিজের সময় নষ্ট করবেন না পরিচালক। এবার নতুনদের সময় দিতে হলে অনুরাগকে দিতে হবে পারিশ্রমিক। নিজের সেই পারিশ্রমিকের রেট জানিয়ে সোশ্যাল মিডিয়ায় দিলেন পোস্ট। 

সোশ্যাল মিডিয়াতে অনুরাগ একটি পোস্টের মাধ্যমে জানিয়েছেন যে এবার আর নবাগতদের জন্য তিনি আর কোনও সময় বরবাদ করবেন না। নতুনরা যদি তাঁর সঙ্গে দেখা করতে ইচ্ছুক হয়, তবে তাঁর প্রত্যেকটা টাইম স্লটের জন্য আলাদা আলাদা রেট রয়েছে। সেই টাকা দেওয়ার পরই তিনি নতুনদের সঙ্গে দেখা করবেন। অনুরাগের পোস্ট অনুযায়ী, 'আমি জীবনে অনেক সময় নতুনদের জন্য নষ্ট করেছি। তবে আর নয়। অনেক হয়েছে। এবার থেকে আমি আর নিজের এক ইঞ্চি সময় নষ্ট করব না। যে আসবে তাঁর সঙ্গেই দেখা করার এই ব্যাপারটায় আর আমি প্রশ্রয় দেব না। যাঁরা নিজেরা ভাবেন আমার মধ্যে ট্যালেন্ট আছে অভিনয় করতে পারব তাঁদেরকে এবার থেকে টাকার বিনিময়ে আমার সঙ্গে দেখা করতে হবে। আমি একটা টাকার পরিমানও ঠিক করে ফেলেছি।'

তাহলে কত পারিশ্রমিক রেখেছেন অনুরাগ তাঁর সঙ্গে দেখা করার জন্য? অনুরাগের পোস্ট অনুযায়ী, যদি কেউ তাঁর সঙ্গে ১০ থেকে ১৫ মিনিটের জন্য দেখা করতে চান, তাহলে তাঁকে দিতে হবে এক লাখ। আধঘণ্টার জন্য হলে ২ লাখ ও এক ঘণ্টার জন্য হলে তাঁকে গুনতে হবে ৫ লাখ টাকা। বিনা পারিশ্রমিকে অনুরাগ আর কারোর সঙ্গে দেখা করবেন না। পরিচালক বলেন, যদি কেউ আমার এই টাকার পরিমানে সন্তুষ্ট হন তাহলেই একমাত্র ফোন বা মেসেজ করবেন। নাহলে দয়া করে সময় নষ্ট করবেন না। আর একটি বিষয় অ্যাডভান্স পেমেন্ট করতে হবে।'

Advertisement

অনুরাগের এই পোস্টে অনেকে যেমন সহমত জানিয়েছেন তেমনি টলিউডের দুই অভিনেতা কটুক্তি করতে ছাড়েননি। টেলিভিশনের জনপ্রিয় অভিনেতা রোহন ভট্টাচার্য কমেন্ট করেন, 'স্যার দেখা করতে চাই...কিছু ছাড় পাওয়া যাবে।' অপরদিকে ইচ্ছেপুতুল খ্যাত মৈনাক বলেন, 'আচ্ছা টাকা কোথায় পাঠাবো সেটা তো বলুন।' সব মিলিয়ে আবারও খবরের শিরোনামে উঠে এলেন অনুরাগ কাশ্যপ।  

Read more!
Advertisement
Advertisement