Advertisement

Tollywood Gossip: বাবা রাজের চপ্পল পরে সারা বাড়ি ঘুরছে ইয়ালিনি, কত দাম জানেন?

Tollywood Gossip: স্টারকিড হিসাবে ইতিমধ্যেই লাইমলাইটে চলে এসেছেন রাজ-শুভশ্রীর মেয়ে ইয়ালিনি চক্রবর্তী। গত বছর ইয়ালিনির মুখ সামনে আসার পর থেকেই কন্যার কীর্তি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন একরত্তির মা-বাবা। নেটপাড়া ইয়ালিনিকে সব সময়ই আদরে-ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। বাড়িতে থাকলেই ইয়ালিনি নানান ধরনের কাণ্ড কারখানা করে থাকেন।

রাজের সঙ্গে মেয়ে ইয়ালিনিরাজের সঙ্গে মেয়ে ইয়ালিনি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 17 Sep 2025,
  • अपडेटेड 1:56 PM IST
  • স্টারকিড হিসাবে ইতিমধ্যেই লাইমলাইটে চলে এসেছেন রাজ-শুভশ্রীর মেয়ে ইয়ালিনি চক্রবর্তী।

স্টারকিড হিসাবে ইতিমধ্যেই লাইমলাইটে চলে এসেছেন রাজ-শুভশ্রীর মেয়ে ইয়ালিনি চক্রবর্তী। গত বছর ইয়ালিনির মুখ সামনে আসার পর থেকেই কন্যার কীর্তি প্রায়ই সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে থাকেন একরত্তির মা-বাবা। নেটপাড়া ইয়ালিনিকে সব সময়ই আদরে-ভালোবাসায় ভরিয়ে দিয়েছে। বাড়িতে থাকলেই ইয়ালিনি নানান ধরনের কাণ্ড কারখানা করে থাকেন। রাজ সম্প্রতি একটি ভিডিও শেয়ার করেছেন, যেখানে পরিচালকের চপ্পল পরে ঘরময় ঘুরে বেড়াচ্ছে কন্যা ইয়ালিনি। জানেন পরিচালক রাজ বাড়িতে ঠিক কত টাকার চপ্পল পরেন?

রাজের শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, ইয়ালিনি বাবার চপ্পল পরে সারা ঘরে ঘুরছে আর তারপর একটা নির্দিষ্ট জায়গায় তা খুলেও রাখছে। এই চপ্পলটি যে রাজের সে বিষয়ে কোনও সন্দেহ নেই। আন্তর্জাতিক ব্র্যান্ড GUCCI-র স্লাইড স্যান্ডেল দেখা গেল ইয়ালিনির পায়ে। GUCCI-র অফিসিয়াল ওয়েবসাইটে এই চপ্পলটির দাম $৮৮০। যার ভারতীয় মুদ্রায় ৭৭ হাজারের বেশি। তবে এই চপ্পল অরিজিনাল GUCCI নাকি ফার্স্ট কপি, সেই বিষয়ে জানা যায়নি। 

রাজ-শুভশ্রী দুজনেই GUCCI ব্র্যান্ডের একাধিক জিনিস ব্যবহার করেন। ব্যাগ থেকে শুরু করে টুপি, চপ্পল সব কিছুই এই আন্তর্জাতিক ব্র্যান্ডের। আর যা নিয়ে প্রায়ই খবর হয়ে থাকে। বছরের শুরুতেই দুবাই ঘুরতে গিয়েছিলেন রাজ-শুভশ্রী। সেখান থেকে একাধিক ছবি শেয়ার করেছিলেন শুভশ্রী। সেই ছবিতেই নায়িকার ব্যাগ দেখে চোখ কপালে অনেকের। টলিপাড়ার নায়িকার কাছে এই দামের ব্যাগ থাকতে পারে সেটা তাঁদের কল্পনারও বাইরে। শুধু তাই নয়, সেই সময় প্লেনের ভিতর থেকে যে ছবি ভাগ করে নিয়েছিলেন শুভশ্রী তাতে দেখা গিয়েছিল বিজনেস ক্লাসের টিকিটেই কলকাতা থেকে দুবাই যাচ্ছেন তাঁরা। 

শুভশ্রীর হাতে যে ব্যাগ দেখা গিয়েছিল, তা দীপিকা পাড়ুকোন, আলিয়া ভাটের কালেকশনে দেখতে পাওয়া যায়। শুভশ্রীর হাতে থাকা খয়েরি রঙের সেই ব্যাগের দাম ১ লক্ষ ৫৮ হাজার টাকা। এই দাম শুনে তাঁর ভক্ত-অনুরাগীদের চোখ কপালে উঠবে। গুচি সহ একাধিক আন্তর্জাতিক ব্র্যান্ডের ব্যাগ ব্যবহার করেন শুভশ্রী। তাই রাজের পায়ে এত মোটা অঙ্কের টাকার চপ্পল খুব একটা হয়রানি করবে না তাঁদের ভক্তদের।    

Advertisement

Read more!
Advertisement
Advertisement