Advertisement

Jeetu-Ditipriya: জিতুর সুস্থতা কামনা করে পোস্ট, 'Co-star-কে জানতে পারি'? কটাক্ষ দিতিপ্রিয়াকে

Jeetu-Ditipriya: গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন জিতু কমল। তাঁর আগামী ছবি এরাও মানুষ ছবির শ্যুটিং সেটেই বুকে ব্যথা অনুভব করেন অভিনেতা। সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেতার অসুস্থতার খবর সামনে আসতেই টলিপাড়ার অনেকেই তাঁকে নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন।

দিতিপ্রিয়া ট্রোলডদিতিপ্রিয়া ট্রোলড
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Nov 2025,
  • अपडेटेड 5:39 PM IST
  • গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন জিতু কমল।

গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হন জিতু কমল। তাঁর আগামী ছবি এরাও মানুষ ছবির শ্যুটিং সেটেই বুকে ব্যথা অনুভব করেন অভিনেতা। সঙ্গে কাঁপুনি দিয়ে জ্বর। সঙ্গে সঙ্গে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। অভিনেতার অসুস্থতার খবর সামনে আসতেই টলিপাড়ার অনেকেই তাঁকে নিয়ে উদ্বিগ্ন হয়ে ওঠেন। জিতুর সঙ্গে একই সিরিয়ালে অভিনয় করছেন দিতিপ্রিয়াও। তাঁর সহ-অভিনেতার অসুস্থতার খবর পেয়ে সোশ্যাল মিডিয়ায় জিতু কমলের নাম না নিয়েই তাঁর আরোগ্য কামনা করেন নায়িকা। আর এতেই বেজায় চটেছেন নেটিজেনের একাংশ। চিরদিনই তুমি যে আমার নায়িকাকে সোশ্যাল মিডিয়াতেই তুলোধনা করতে ছাড়লেন না নেটপাড়ার একাংশ। 

চিরদিনই তুমি যে আমার সিরিয়ালে আর্য ও অপর্ণার জুটিকে ভীষণভাবে পছন্দ করেন দর্শকেরা। হামেশাই তাঁরা টিআরপি তালিকায় অনেকটা ওপরে থাকে। বেশ কিছুদিন আগে দিতিপ্রিয়া ও জিতু কমলের মধ্যে ঠান্ডা লড়াই হয়। সোশ্যাল মিডিয়ায় সেই জল অনেক দূর গড়ায়। পরে অবশ্য তাঁদের সেই ঝামেলা মিটেও যায়। একসঙ্গে শ্যুটিং করতে শুরু করেন দিতিপ্রিয়া ও জিতু। ছবির শ্যুটিং চলাকালীন অভিনেতার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর অনেকেই জিতুর সুস্থতা কামনা করে পোস্ট করেন। সেই তালিকায় ছিলেন দিতিপ্রিয়াও। 

দিতিপ্রিয়া লেখেন, 'আমার সহকর্মীর দ্রুত সুস্থতা কামনা করি। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠ। এই পোস্ট করতেই চূড়ান্ত ট্রোলের মুখে পড়েন দিতিপ্রিয়া। কেউ লেখেন, লোক দেখানো আরোগ্য কামনা করছেন কেন? কেউ লেখেন, কোন সহ-অভিনেতার কথা বলছেন। আবার কেউ লিখেছেন, তো জনদরদী, মানবতার ফেরিওয়ালী ম্যাডাম রানী, আপনি আপনার কোন co-star-এর সুস্থতা কামনা করলেন। আর এক ব্যবহারকারী লেখেন, দু লাইনের পোস্ট না করলে পারতেন,ম্যাডাম দিতিপ্রিয়া, মনে হচ্ছে অনুমতি নিয়ে সারারাত পরে পোস্ট করলেন, Co-star-কে জানতে পারি, ওই মানুষটার তো একটা নাম আছে সেটা কি ভুলে গেছেন? যদিও এইসব ট্রোলের কোনও জবাব দেয়নি দিতিপ্রিয়া। 

ছবি সৌজন্যে: ফেসবুক

ধারাবাহিক চলাকালীন, নায়ক নায়িকার মধ্যে কিছু সমস্য়া তৈরি হয়েছিল। জিতুর বলা কিছু কথা আপত্তিকর বলে মনে হয়েছিল দিতিপ্রিয়ার। আর সেই কারণে তিনি সোশ্যাল মিডিয়ায় একটি লম্বা পোস্ট করে ক্ষোভ উগরে দিয়েছিলেন। পরের দিন, পাল্টা পোস্ট করে নিজের ও দিতিপ্রিয়ার বলা কথার যাবতীয় স্ক্রিনশট শেয়ার করেন জিতু কমল। এরপরে পরিস্থিতি ঘোরালো হয়ে ওঠে। দিতিপ্রিয়া একের পর এক তোপ দাগে জিতুর বিরুদ্ধে। জিতু অবশ্য স্ক্রিনশট পোস্ট করার পরে আর কিছু বলতে চাননি। একটা সময়ে, দর্শকদের মনে হয়েছিল ধারাবাহিক বুঝি বন্ধ হয়ে যেতে চলেছে বা জিতু ধারাবাহিক ছেড়ে দিতে পারেন। তবে প্রযোজনা সংস্থার হস্তক্ষেপে সমস্ত সমস্যা মিটে যায়। কিন্তু দিতিপ্রিয়ার এই পোস্ট দেখে মনে হল নায়িকা এখনও পুরোপুরি সবটা ভুলতে পারেননি। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement