
টলিপাড়ায় কখনও মনের মিল হয় আবার কখনও বা বিচ্ছেদের সুর শোনা যায়। আবার কখনও কখনও তারকাদের একাধিক বিয়ে-ডিভোর্স নিয়েও চর্চা কম হয় না। সম্প্রতি তারকা যুগল অঙ্কিতা ও প্রান্তিকের বিচ্ছেদের খবরও সামনে এসেছে। তবে টলিপাড়ার এই যুগল একেবারে অন্য ধরনের। তাঁদের ডিভোর্স হয়েছে কিন্তু এখনও এই দম্পতিকে দেখে তা বোঝার উপায় নেই। একাধিক অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখতে পাওয়া যায়। এই নিয়ে বিস্তর আলোচনা-চর্চা হলেও তাতে এই দম্পতির কিছু আসে যায় না। এই যেমন খরাজ মুখোপাধ্যায়ের ছেলে বিহুর বিয়েতেও একসঙ্গে হাত ধরে এলেন সুদীপ মুখোপাধ্যায় ও তাঁর প্রাক্তন স্ত্রী পৃথা চক্রবর্তী।
কয়েক মাস আগেই পৃথা তাঁর সোশ্যাল মিডিয়া পেজে ফলাও করে জানিয়ে দেন যে তিনি আর সুদীপ আর একসঙ্গে থাকছেন না। সেইদিনই আবার সুদীপ ভিডিও করে জানান যে তাণর স্ত্রী প্র্যাঙ্ক করছিলেন, এটা এতটা বাড়বাড়ি পর্যায়ে যাবে তা ভাবতে পারেননি। আবার দুদিন বাদেই সুদীপ আবার জানান যে এটা প্র্যাঙ্ক ছিল না, সত্যি। বর্তমানে সুদীপ ও পৃথার ডিভোর্স যে হয়ে গিয়েছে এই কথা কারোরই অজানা নয়। মাঝে শোনা গিয়েছিল, ডিভোর্সের পরও নাকি সন্তানদের খাতিরে তাঁরা একসঙ্গে থাকছেন। কিন্তু পরে তাঁদের ছাদ আলাদা হয়। তবে পৃথার সঙ্গে সুদীপের যোগাযোগ রয়েছে নিয়মিত। কিন্তু খরাজ মুখোপাধ্যায়ের ছেলের বিয়েতে সুদীপ ও পৃথাকে একসঙ্গে দেখা গেল। একে-অপরের হাত ধরে এলেন রিসেপশন পার্টিতেও।
দুর্গাপুজোর পর পরই ইন্ডাস্ট্রিতে শোনা যাচ্ছিল যে সুদীপ ও পৃথা আবার একসঙ্গে থাকতে শুরু করে দিয়েছেন। যদিও এই নিয়ে দুজনের কেউই মুখ খোলেননি সেই সময়। তবে সম্প্রতি তাঁদের একসঙ্গে দেখার পর মনে হচ্ছে তাঁদের মধ্যেকার সব রাগ-অভিমান এবার হয়তো গলে জল হয়ে গিয়েছে। জানা গিয়েছে, দুই সন্তানের কথা ভেবেই সুদীপ ও পৃথা আবার একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েছেন। এর আগেও সুদীপ ও পৃথাকে একাধিক জায়গায় একসঙ্গে দেখা গিয়েছিল আর তা নিয়ে বিস্তর জলঘোলাও হয়েছিল।
এর আগে সুদীপ নিজেই জানিয়েছিলেন যে তাঁর ও পৃথার রাস্তা আলাদা হয়ে গিয়েছে। কিন্তু এটা তাঁদের একান্ত ব্যক্তিগত বিষয়। তাঁরা দুজন দুজনকে সম্মান করেন। তবে ডিভোর্সের পরও সন্তানের দায়িত্ব সমানভাবেই পালন করেছেন তাঁরা। প্রসঙ্গত, দামিণী বেণি বসু-র সঙ্গে দীর্ঘ আট বছরের দাম্পত্যে ইতি টেনেছিলেন সুদীপ। ২০১৩-এ বিবাহবিচ্ছেদের দু'বছর পর অর্থাৎ ২০১৫-তে পৃথার সঙ্গে নতুন পথচলা শুরু করেন। অসমবয়সী প্রেম নিয়ে অনেক কটূক্তি শুনেছেন দুজনেই। কিন্তু, ব্যক্তিগতজীবনে তার কোনও প্রভাব কখনই পড়েনি। রাহুল-প্রিয়াঙ্কার পথে হেঁটেই আবার একসঙ্গে চলা শুরু করলেন সুদীপ-পৃথা।