Advertisement

Tollywood Gossip: ছোটপর্দার জনপ্রিয় 'কৃষ্ণ সুন্দরী', নায়িকা নাকি বিবাহিত?

Tollywood Gossip: টলিপাড়ার ভেতরে এমন অনেক ঘটনাই ঘটে, যার খবর চট করে পাওয়া যায় না। বিশেষ করে তারকাদের ব্যক্তিগত জীবনে কী ঘটছে, তার তল চট করে পাওয়া যায় না। যদিও অনেকেই আছেন যাঁরা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে ভালোবাসেন। আবার অনেকেই রয়েছেন যাঁরা নিজেদের পেশার বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করেন না।

এই নায়িকাকে নিয়ে জোর চর্চা টলিপাড়ায়এই নায়িকাকে নিয়ে জোর চর্চা টলিপাড়ায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Oct 2025,
  • अपडेटेड 6:05 PM IST
  • টলিপাড়ার ভেতরে এমন অনেক ঘটনাই ঘটে, যার খবর চট করে পাওয়া যায় না।

টলিপাড়ার ভেতরে এমন অনেক ঘটনাই ঘটে, যার খবর চট করে পাওয়া যায় না। বিশেষ করে তারকাদের ব্যক্তিগত জীবনে কী ঘটছে, তার তল চট করে পাওয়া যায় না। যদিও অনেকেই আছেন যাঁরা নিজেদের ব্যক্তিগত জীবন নিয়ে প্রকাশ্যে কথা বলতে ভালোবাসেন। আবার অনেকেই রয়েছেন যাঁরা নিজেদের পেশার বাইরে ব্যক্তিগত জীবন নিয়ে কথা বলতে পছন্দ করেন না। এই তালিকায় রয়েছেন টেলিভিশনের এক সুন্দরী নায়িকা। যিনি ইন্ডাস্ট্রিতে কৃষ্ণবর্ণের রূপসী বলেই পরিচিত। ইন্ডাস্ট্রির ভেতরকার খবর, সেই সুন্দরী নায়িকা নাকি বিবাহিত। যদিও এই খবর কাকপক্ষীতেও টের পাইনি।

এই মুহূর্তে সেই নায়িকাকে দেখা যাচ্ছে স্টার জলসার এক জনপ্রিয় সিরিয়ালে। যেখানে তিনি নেগেটিভ চরিত্রে অভিনয় করছেন। যদিও তাঁর উত্থান প্রধান চরিত্র দিয়েই। কিন্তু ইদানিং তাঁকে খল চরিত্রেই বেশি দেখা যাচ্ছে। কলকাতার মেয়ে নয়, বাইরে থেকে এসেছেন এই নায়িকা। গত ৪-৫ বছরে এই অভিনেত্রী দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন। টেলি ইন্ডাস্ট্রির আর এক নায়িকার সঙ্গে তাঁর মাখামাখি সম্পর্ক। 

তবে নিজের ব্যক্তিগত জীবনকে কখনও প্রকাশ্যে নিয়ে আসেননি এই নায়িকা। তাই তিনি প্রেম করছেন নাকি কার সঙ্গে ডেটে গিয়েছেন, তা বোঝা বেশ দুষ্কর। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস, বছর ২৫-এর এই কৃষ্ণসুন্দরী বিবাহিতা। অনেক বছর হল তিনি নাকি আইনি বিয়ে সেরে ফেলেছেন। তবে সেই খবর খুব বেশি জন জানেন বলে মনে হয় না। তাই সেই নায়িকার মনের মানুষ কে, তা কেউই জানেন না। 

শোনা যাচ্ছে, তাঁদের মধ্যে বয়সের ফারাক অনেকটাই। যদিও ইন্ডাস্ট্রিতে অনেকেই জানেন তিনি নাকি ‘সিঙ্গল’। শোনা গিয়েছে, নায়িকার স্বামীর সঙ্গে বিনোদন জগতের কোনও সম্পর্ক নেই। নায়িকার স্বামী স্কুলের শিক্ষক। এলাকায় নাম-ডাক আছে। সূত্রের খবর, নায়িকাকে তাঁর শিক্ষক-স্বামী অভিনয়ের জন্য অনুপ্রাণিত করে থাকেন। অভিনেত্রী যদিও নিজের বিয়ে নিয়ে কোনও কিছুই প্রকাশ্যে বলেননি। এই বিষয়ে মুখে কুলুপ এঁটেছেন তিনি। তবে নায়িকার কাছের মানুষেরা এই বিয়ের ব্যাপারটি জানেন। এখন দেখার বিষয় নায়িকা কবে নিজের বিয়ের বিষয় নিয়ে প্রকাশ্যে মুখ খোলেন।     

Advertisement

Read more!
Advertisement
Advertisement