Advertisement

Meghla Dasgupta: প্রেম করছেন বিরসা-বিদীপ্তার মেয়ে, মেঘলার প্রেমিককে চেনেন?

Meghla Dasgupta: বাবা পরিচালক, মা অভিনেত্রী। আর তাঁদের মেয়ে অভিনয় আর পরিচালনা দুটোই অল্প বয়সেই রপ্ত করে নিয়েছেন। কথা হচ্ছে বিরসা দাশগুপ্ত ও বিদীপ্তা চক্রবর্তীর বড়মেয়ে মেঘলা দাশগুপ্তকে নিয়ে। মেঘলা এখন আর ছোটটি নেই, বেশ বড়। আর চুটিয়ে প্রেম করছেন একজনের সঙ্গে।

কার সঙ্গে প্রেম করছেন বিরসা কন্যা মেঘলা?কার সঙ্গে প্রেম করছেন বিরসা কন্যা মেঘলা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Jul 2024,
  • अपडेटेड 11:19 AM IST
  • বাবা পরিচালক, মা অভিনেত্রী। আর তাঁদের মেয়ে অভিনয় আর পরিচালনা দুটোই অল্প বয়সেই রপ্ত করে নিয়েছেন।

বাবা পরিচালক, মা অভিনেত্রী। আর তাঁদের মেয়ে অভিনয় আর পরিচালনা দুটোই অল্প বয়সেই রপ্ত করে নিয়েছেন। কথা হচ্ছে বিরসা দাশগুপ্ত ও বিদীপ্তা চক্রবর্তীর বড়মেয়ে মেঘলা দাশগুপ্তকে নিয়ে। মেঘলা এখন আর ছোটটি নেই, বেশ বড়। আর চুটিয়ে প্রেম করছেন একজনের সঙ্গে। তবে প্রেম বা সম্পর্ক নিয়ে মেঘলার একেবারেই কোনও রাখঢাক নেই। বেশ অনেক বছরের সম্পর্কই মেঘলা ও শ্রমণ চট্টোপাধ্যায়ের। আসুন চিনে নিই পরিচালক-কন্যার প্রেমিকের পরিচয়। 

নাট্য জগতে বেশ পরিচিত নাম শ্রমণ চট্টোপাধ্যায়। নাটকের সঙ্গে যুক্ত মেঘলাও। মনে করা হচ্ছে সেখান থেকেই তাঁদের সম্পর্কের সূত্রপাত। ইতিমধ্যেই মেঘলা এবং শ্রমণ চট্টোপাধ্যায়-এর পরিচালনায় তৈরি হয়েছে তাঁদের প্রথম ডকুমেন্টারি ছবি 'হিয়ারসে'। অপরদিকে শ্রমণও তাঁর কেরিয়ারে নাসিরুদ্দিন শাহ ও সৌমিত্র চট্টোপাধ্যায়ের মতো তাবড় তাবড় অভিনেতাদের সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছেন। শ্রমণ এখন নাট্য জগতের সঙ্গেই যুক্ত রয়েছেন। তাঁর সোশ্যাল মিডিয়া পেজ দেখলেই বোঝা যাবে তিনি অভিনয় ছাড়া বেশ কিছু সৃজনশীল শিল্পের সঙ্গেও যুক্ত। মেঘলার সঙ্গে রয়েছে একাধিক ঘনিষ্ঠ মুহূর্তের ছবি। মেঘলার পরিবারও এই সম্পর্ক সম্পর্কে অবহিত। 

শনিবারই ছিল শ্রমণের জন্মদিন। আর এইদিনে মেঘলা তাঁর প্রিয় মানুষকে আদুরে শুভেচ্ছা জানাবেন না তা কী করে হয়। নিজেদের একান্ত মুহূর্ত কাটানোর বেশ কয়েকটি ছবি পোস্ট করেছেন মেঘলা। আর এই ছবি পোস্ট করে ক্যাপশনে লিখেছেন, হ্যাপি বার্থডে লাইফ লাইন। প্রসঙ্গত, ঋদ্ধি সেন-এর বিপরীতে 'লোডশেডিং' ছবিতে প্রথমবার অভিনয়ে আত্মপ্রকাশ করেন মেঘলা। তবে পরিচালনার কাজেই নিজেকে এগিয়ে নিয়ে যেতে চান পরিচালক-কন্যা। সম্প্রতি হেমন্তের অপরাহ্ন ছবিতেও দেখা গিয়েছে মেঘলাকে। 

খুব ছোট বয়স থেকেই অভিনয় জগতে পা রাখেন মেঘলা। পছোট থেকে অভিনয় করলেও পরে তিনি পড়াশোনার কারণেই বিনোদন জগত থেকে নিজেকে দূরে রাখেন। তবে মা-বাবার সঙ্গে প্রায়ই তাঁকে দেখা যায় ছবির প্রিমিয়ারে। স্টারকিড হলেও মেখলা চান নিজের আলাদা পরিচিতি তৈরি করতে। তবে এখনও বিয়ে নয়, মেঘলার এখন পুরো ফোকাস তাঁর কেরিয়ারের দিকেই। সদ্য স্নাতক পাশ করেছেন বিরসা-বিদীপ্তার কন্যা। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement