Advertisement

Ed Summons Mimi Chakraborty: অভিনেত্রী মিমি চক্রবর্তীকে সমন ইডির, নাম জড়াল বেটিং অ্যাপ কাণ্ডে

Ed Summons Mimi Chakraborty: অঙ্কুশের পর মিমি। অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে জড়িত থাকার কারণে এবার টলিউড নায়িকাকে সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই একই মামলায় বলিউড নায়িকা ঊর্বশী রাউতেলাকেও সমন পাঠিয়েছে ইডি।

মিমি চক্রবর্তীমিমি চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 14 Sep 2025,
  • अपडेटेड 4:58 PM IST
  • অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে জড়িত থাকার কারণে এবার টলিউড নায়িকাকে সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)।

অঙ্কুশের পর মিমি। অবৈধ অনলাইন বেটিং অ্যাপের প্রচারের সঙ্গে জড়িত থাকার কারণে এবার টলিউড নায়িকাকে সমন পাঠালো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। এই একই মামলায় বলিউড নায়িকা ঊর্বশী রাউতেলাকেও সমন পাঠিয়েছে ইডি। তৃণমূলের প্রাক্তন সাংসদকে ১৫ সেপ্টেম্বর, সোমবার ইডির অফিসে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। অপরদিকে, ঊর্বশীকে ১৬ সেপ্টেম্বর দিল্লি ইডি অফিসে ডেকে পাঠানো হয়েছে।  

ইডির পক্ষ থেকে নিশ্চিত করে জানানো হয়েছে যে 1xBet app মামলায় এই দুই নায়িকাকে সমন পাঠানো হয়েছে। ইতিমধ্যেই এই মামলায় বলিউড ও ক্রিকেট জগতের একাধিক তারকাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। যার মধ্যে অন্যতম সুরেশ রায়না, শিখর ধাওয়ান, রণবীর কাপুর। এর আগে এই মামলায় জড়িত থাকার কারণে টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকেও জিজ্ঞাসাবাদের জন্য সমন পাঠিয়েছিল ইডি। বেআইনি বেটিং অ্যাপ সংক্রান্ত মামলায় মাসখানেক আগেই ২৯ জনের বিরুদ্ধে মামলা রুজু করেছে ইডি। তালিকায় রয়েছেন বেশ কয়েক জন অভিনেতা এবং নেটপ্রভাবী। 

ওই অ্যাপগুলির হয়ে প্রচার করার বিনিময়ে তাঁরা আর্থিক সুবিধা পেয়েছেন বলে অভিযোগ। তদন্তকারীদের সন্দেহ, এই বেআইনি বেটিং অ্যাপগুলি অবৈধ ভাবে কয়েক কোটি টাকা উপার্জন করেছে। তদন্তকারী সংস্থার নজর এড়াতে হাওয়ালার মাধ্যমে সেই টাকা ঘোরানো হয়েছে বলেও অভিযোগ। কেন্দ্র সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই এই অনলাইন গেমিং অ্যাপটিকে নিষিদ্ধ ঘোষণা করা হয়েছে।

এক সাক্ষাৎকারেই মিমি অঙ্কুশের ইডির ডাক পাওয়া নিয়ে জানিয়েছিলেন তিনি এই বিষয়ে কোনও মন্তব্য করতে চান না। এই মুহূর্তে মিমি ব্যস্ত রয়েছেন তাঁর আগামী ছবি রক্তবীজ ২-এর প্রচার নিয়ে। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল নায়িকার বিকিনি লুকস। সব জায়গাতেই এখন চর্চা তাঁকে নিয়ে। আর এরই মাঝে ইডির সমন পেলেন নায়িকা। 
 

   

Read more!
Advertisement
Advertisement