Advertisement

Ena Saha: 'ছোটা হাতি,' র‍্যাম্পে হেঁটে ট্রোলের মুখে এনা

Ena Saha: টলিউডে যে সব নায়িকাদের নিয়ে বিতর্ক হয় তাঁর মধ্যে অন্যতম হলেন এনা সাহা। তবে তিনি শুধু এখন অভিনেত্রী নন, প্রযোজকও বটে। যদিও বহুদিন অভিনেত্রীকে বড়পর্দায় দেখতে পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় যদিও অভিনেত্রী বেশ অ্যাক্টিভ। তবে তাঁর ওজন বেড়ে যাওয়া নিয়ে এনাকে প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়েছিল।

এনা সাহাএনা সাহা
Aajtak Bangla
  • কলকাতা,
  • 28 Aug 2023,
  • अपडेटेड 3:11 PM IST
  • টলিউডে যে সব নায়িকাদের নিয়ে বিতর্ক হয় তাঁর মধ্যে অন্যতম হলেন এনা সাহা।
  • সম্প্রতি এক ফ্যাশন র‍্যাম্পে হাঁটতে দেখা গেল এনাকে।

টলিউডে যে সব নায়িকাদের নিয়ে বিতর্ক হয় তাঁর মধ্যে অন্যতম হলেন এনা সাহা। তবে তিনি শুধু এখন অভিনেত্রী নন, প্রযোজকও বটে। যদিও বহুদিন অভিনেত্রীকে বড়পর্দায় দেখতে পাওয়া যায়নি। সোশ্যাল মিডিয়ায় যদিও অভিনেত্রী বেশ অ্যাক্টিভ। তবে তাঁর ওজন বেড়ে যাওয়া নিয়ে এনাকে প্রায়ই কটাক্ষের মুখে পড়তে হয়েছিল। আর তারপরই জোরদার মেহনত শুরু করে দেন নায়িকা। যার ফলও হাতেনাতে পান। সম্প্রতি এক ফ্যাশন র‍্যাম্পে হাঁটতে দেখা গেল এনাকে। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট হতেই একের পর এক নেতিবাচক মন্তিব্য ধেয়ে আসতে থাকে তাঁর দিকে। 

সম্প্রতি বেঙ্গালুরুর এক ফ্যাশন শো-তে দেখা গেল এনা সাহাকে। যেখানে বোল্ড লুকে র‍্যাম্পে হেঁটে তাক লাগালেন তিনি। ওই ফ্যাশন শোতে তিনি শো স্টপার হিসাবে র‍্যাম্পে হাঁটেন। এনা পরেছিলেন হাঁটু পর্যন্ত একটি ড্রেস। তার উপর লম্বা জ্যাকেট। এমনই বাহারি জামায় দেখা গেল এনাকে। হাসিমুখে হেঁটে এলেন। তবে এনাকে ফ্যাশন শো-তে দেখে মোটেও খুশি নন নেটিজেনরা। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও পোস্ট হতেই কটাক্ষের শিকার হতে হয় তাঁকে। 

রীতিমতো কটাক্ষ করে কেউ লিখলেন, ‘এতো ব়্যাম্প ওয়াকটাই পারে না’। বডি শেমিং করে কেউ লিখলেন, ‘ছোটা হাতি’, কেউ লিখলেন ‘গলুমলু’। কেউ আবার তাঁকে শরীরের যত্ন নেওয়ার আর্জি জানালেন। কারও প্রশ্ন ‘এনাকে কোন দিক থেকে মডেল লাগে’। এনা তাঁর ফিগার নিয়ে অতীতেও ট্রোলের মুখে পরেছিলেন। কিছুদিন আগেও বার্বি লুকে সোশ্যাল মিডিয়ায় ধরা দিয়েছিলেন এনা। তখনও তাঁকে উদ্দেশ্য করে খারাপ খারাপ মন্তব্য করতে ছাড়েননি নেটিজেনের একাংশ। 

এ বিষয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে নারাজ নায়িকা। বরাবরই ট্রোল বিষয়টা এড়িয়েই চলছেন তিনি। নিজের মতো করে কেরিয়ারে ভাল কাজ করে যাওয়া। তবে তেমন কোনও চরিত্রের প্রস্তাব ঝুলিতে নেই এনার। ফলে এখন তিনি মডেলিং-এই নজর দিয়েছেন। সিনেমা থেকে দূরেই রয়েছেন তিনি। প্রসঙ্গত, চিনে বাদাম নিয়ে বেজায় সমস্যায় পড়তে হয়েছিল অভিনেত্রীকে। ছবির নায়ক যশ দাশগুপ্ত ছবি মুক্তির ৪-৫ দিন আগেই টুইট করে তিনি জানিয়ে দিয়েছিলেন ‘চিনে বাদাম’-এর সঙ্গে তাঁর আর কোনও সম্পর্কই নেই। শৈল্পিক মতপার্থক্য, অর্থাৎ ক্রিয়েটিভ ডিফারেন্স হয়েছে নাকি তাঁর। ফলে তিনি ছবিটিকে প্রায় খাদের ধারে ঠেলে দিয়ে উল্টো দিকে হাঁটা দিয়েছিলেন। এরপর আর ছবি করতে দেখা যায়নি তাঁকে। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement