Advertisement

Television Gossip: আইসক্রিম খেতে গেলেন দেবচন্দ্রিমা-কিরণ, সায়ন্তর দুই প্রাক্তনের নতুন বন্ধুত্ব শুরু

Television Gossip: বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিয়ে চর্চা তুঙ্গে। দুজনেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত হলেও একে-অপরকে আগে চিনতেন না। তবে তাঁদের মিলিয়ে দিলেন দুজনেরই প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদক। কথা হচ্ছে দেবচন্দ্রিমা সিংহ রায় ও কিরণ মজুমদারকে নিয়ে। কিছুদিন আগে পর্যন্ত তাঁরা একে-অপরকে চিনতেন না।

নতুন বন্ধুত্বের শুরুনতুন বন্ধুত্বের শুরু
Aajtak Bangla
  • কলকাতা,
  • 26 Mar 2025,
  • अपडेटेड 8:04 PM IST
  • বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিয়ে চর্চা তুঙ্গে।

বেশ কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় তাঁদের নিয়ে চর্চা তুঙ্গে। দুজনেই বিনোদন জগতের সঙ্গে যুক্ত হলেও একে-অপরকে আগে চিনতেন না। তবে তাঁদের মিলিয়ে দিলেন দুজনেরই প্রাক্তন প্রেমিক সায়ন্ত মোদক। কথা হচ্ছে দেবচন্দ্রিমা সিংহ রায় ও কিরণ মজুমদারকে নিয়ে। কিছুদিন আগে পর্যন্ত তাঁরা একে-অপরকে চিনতেন না। কিন্তু প্রাক্তন প্রেমিক সায়ন্তকে নিয়ে ক্ষোভ উগরানোর এক ভিডিওতে দেবচন্দ্রিমার একটি কমেন্টই অভিনেতার দুই প্রাক্তনকে একই পথে এনে দিল। সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় দেখা গেল দেবচন্দ্রিমা ও কিরণের মিষ্টি বন্ধুত্বের ছবি। কলকাতায় শ্যুটিংয়ের ফাঁকে তাঁরা সময় কাটালেন একে-অপরের সঙ্গে। 

দেবচন্দ্রিমা এখন বাংলা ছবির শ্য়ুটিংয়ে ব্যস্ত রয়েছেন। তবে তার মাঝেও কাছের মানুষদের সঙ্গে সময় কাটাচ্ছেন তিনি। সম্প্রতি, নিজের পরিবারের সঙ্গে অনেকটা সময় কাটিয়ে এসেছেন অভিনেত্রী। তবে দেবচন্দ্রিমার জীবনে এসেছেন নতুন বন্ধু। আরও ভাল করে বললে, বন্ধু নয় তাঁকে 'বোন'ও বলা যেতে পারে থাকে। তিনি আর কেউ নন, কিরণ মজুমদার। এই ক'দিনেই কিরণের সঙ্গে অত্যন্ত ভাল সম্পর্ক তৈরি হয়েছে দেবচন্দ্রিমার। তাঁরা একে অপরের সঙ্গে ঘনঘন দেখা করার পাশাপাশি বহু সময়ও একসঙ্গে কাটিয়েছেন। তেমনই  মিষ্টি মুহূর্তের কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় ভাগ করে নিলেন দেবচন্দ্রিমা। 

যেখানে দেবচন্দ্রিমার কাঁধে হাত রেখে বসে রয়েছেন কিরণ,  দু'জনকেই দেখা যাচ্ছে হাসিমুখে। এই ছবি পোস্ট করে দেবচন্দ্রিমা জানিয়েছেন, একসঙ্গে রাতে আইসক্রিম খেতে গেছেন তাঁরা। তবে এরপর শুধুই আইসক্রিম খাওয়া নয়, গাড়ি নিয়ে একসঙ্গে ঘুরতেও যাবেন তাঁরা। তবে এই পোষ্টের মাধ্যমেতিনি স্পষ্ট বুঝিয়ে দিলেন মাত্র কয়েকদিনেই তাঁরা খুব ভাল বন্ধু হয়ে গিয়েছেন। ওদিকে, কিরণকেও হাসিমুখে দেখে বহু অনুরাগীরাই খুশি হয়েছেন।

প্রসঙ্গত, কিরণ ও দেবচন্দ্রিমা দুজনেই সায়ন্ত মোদকের প্রাক্তন প্রেমিকা। দু'জনের সঙ্গেই নাকি অত্যন্ত খারাপ ব্যবহার করে প্রতারণা করেছেন সায়ন্ত- সে কথা প্রকাশ্যে দাবি করেছেন এই দু’জনেই। কিরণের পাশাপাশি দেবচন্দ্রিমাও প্রাক্তনের বিরুদ্ধে সরব হয়েছেন। ফেরৎ পেয়েছেন সায়ন্তকে দেওয়া ড্রোন ক্যামেরাও। কিরণের সঙ্গে সায়ন্ত মোদকের প্রতারণার পর কিরণকে দিদির মত আগলেছেন দেবচন্দ্রিমা, পাশে দাঁড়িয়ে মনের জোর বাড়িয়েছেন। কিরণের পাশে যে দেবচন্দ্রিমা রয়েছেন সে কথা তাঁকে জানাতে ভোলেননি। আপাতত এই নতুন বন্ধুত্ব আরও বহুদূর এগিয়ে যাক, নেটিজেনরা সেই প্রার্থনাই করছেন।

Advertisement

Read more!
Advertisement
Advertisement