Advertisement

Television News: পুজোর আগেই বন্ধ হচ্ছে এই দুই সিরিয়াল, কাদের ওপর পড়ল কোপ?

Television News: বাংলা টেলিভিশনে সিরিয়াল বন্ধ হওয়ার ট্রেন্ড নতুন নয়। আগেও একের পর এক সিরিয়াল বন্ধ হয়েছে। কোনটার মেয়াদ ৫ বছর আবার কোনওটার মেয়াদ ৫ মাস। পুরনো সিরিয়াল বন্ধের পর নতুন সিরিয়াল সেই জায়গা নেয়, এটাই রীতি।

পুজোর আগে বন্ধের মুখে দুই সিরিয়ালপুজোর আগে বন্ধের মুখে দুই সিরিয়াল
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Aug 2025,
  • अपडेटेड 6:33 PM IST
  • বাংলা টেলিভিশনে সিরিয়াল বন্ধ হওয়ার ট্রেন্ড নতুন নয়।

বাংলা টেলিভিশনে সিরিয়াল বন্ধ হওয়ার ট্রেন্ড নতুন নয়। আগেও একের পর এক সিরিয়াল বন্ধ হয়েছে। কোনটার মেয়াদ ৫ বছর আবার কোনওটার মেয়াদ ৫ মাস। পুরনো সিরিয়াল বন্ধের পর নতুন সিরিয়াল সেই জায়গা নেয়, এটাই রীতি। এবার পুজোর আগেই বন্ধ হতে চলেছে দুটি জনপ্রিয় সিরিয়াল। দুর্গাপুজোর একমাস আগে পরপর দুটি ধারাবাহিক বন্ধের সিদ্ধান্ত নিয়েছে জি বাংলা। দর্শকদেরও মন খারাপ হবে সিরিয়াল দুটির নাম জানার পর। 

শোনা যাচ্ছে, শেষের পথে মিত্তির বাড়ি ও কোন গোপনে মন ভেসেছে এই দুই ধারাবাহিক। প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের প্রযোজনায় জি বাংলায় গত বছরের নভেম্বর থেকে শুরু হয় মিত্তির বাড়ি। এই সিরিয়ালের মাধ্যমেই মিঠাই-এর পর কামব্যাক করেন আদৃত রায়। আদৃতের বিপরীতে ছিলেন পারিজাত চৌধুরী। ধ্রুব ও জোনাকির জুটি দর্শকদের খুবই পছন্দের ছিল। কিন্তু আর দেখা যাবে না এই জুটিকে পর্দায়। মিত্তির বাড়ির শ্যুটিং শেষ হয়ে গিয়েছে বলে জানা গিয়েছে। সোমবারই শেষবারের মত এই সিরিয়ালের সেটে যান আদৃত ও পারিজাত। 

সিরিয়াল শেষ হওয়ার কারণে মন খারাপ সব কলাকুশলীদের। দিনের ১৪ ঘণ্টা একসঙ্গে কাটানোর পরে সবাই তাঁরা পরিবারের মতো হয়ে যায়। সিরিয়ালের অভিনেতা-অভিনেত্রীরা সকলেই সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করেছেন শেষদিনের। সঙ্গে আবেগ মেশানো লেখা। মাত্র ৯ মাসের মধ্যেই শেষ হয়ে গেল মিত্তির বাড়ি সিরিয়াল। অপরদিকে, কোন গোপনে মন ভেসেছে সিরিয়ালটিও শেষ হবে বলে জানা গিয়েছে। তবে এই নিয়ে চ্যানেল কর্তৃপক্ষের তরফ থেকে নিশ্চিত করে কিছুই জানা যায়নি। 

অসমর্থিত সূত্রের খবর, আগামী ২৬ অগাস্ট সম্ভবত শেষ দিনের শ্যুটিং হবে কোন গোপনে মন ভেসেছে। ইন্ডাস্ট্রির গুঞ্জন, অগাস্টেই শ্বেতা-রণজয় বিষ্ণুর সিরিয়ালের ইতি হতে চলেছে। সম্ভবত, সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে শেষ বার সম্প্রচারিত হবে এই ধারাবাহিকের শেষ পর্ব। এরই মাঝে দুটো নতুন সিরিয়াল আসছে জি বাংলাতে। যার ঘোষণা চ্যানেল কর্তৃপক্ষ করে দিয়েছে। ‘লাপতা লেডিজ়’ ছবির আদলে তৈরি হচ্ছে নতুন ধারাবাহিক ‘কনে দেখা আলো’। আর দুই বোনের গল্প তৈরি করছেন পরিচালক সুশান্ত দাস। যে কাহিনিতে মুখ্য চরিত্রে দেখা যাবে অভিনেত্রী শ্রুতি দাস এবং আরাত্রিকা মাইতিকে। শোনা যাচ্ছে, আরও কিছু নতুন ধারাবাহিক আসার পরিকল্পনা চলছে।

Advertisement

Read more!
Advertisement
Advertisement