পরিচালক আদিত্য ধর ও রণবীর সিংয়ের আগামী ছবি 'ধুরন্ধর'-এর শ্যুটিং মাঝপথেই থমকে গেল। 'ধুরন্ধর' ছবির টিমের ১০০ জনের বেশি সদস্য আচমকাই অসুস্থ হয়ে পড়েছেন। অসুস্থ সদস্যদের লাদাখের লেহ-এর হাসপাতালে ভর্তি করা হয়েছে। মনে করা হচ্ছে, খাবার থেকে বিষক্রিয়ার ফলেই অসুস্থ হয়ে পড়েছেন তাঁরা। এই ঘটনা সেটে চাঞ্চল্যের সৃষ্টি করে।
সূত্রের খবর, অসুস্থ সদস্যদের মধ্যে একাধিক শিশুও রয়েছে। তবে কারোরই অবস্থা গুরুতর নয়, অসুস্থদের মধ্যে অধিকাংশদেরই প্রাথমিক চিকিৎসার পর সোমবার ছেড়ে দেওয়া হয়। এই ঘটনা ঘটেছে রবিবার, ১৭ অগাস্ট, বিকেলের দিকে। পাথর সাহিবে শ্যুটিং চলছিল সেই সময়।
খাদ্য সুরক্ষা বিভাগের পক্ষ থেকে খাবারের নমুনা সংগ্রহ করে পরীক্ষাতে পাঠানো হয়েছে। জানা গিয়েছে, খাবার খাওয়ার খানিক পরেই সেটের কলাকুশলীরা অসুস্থ হয়ে পড়েন। প্রচণ্ড পেটে ব্যথা, বমি বমি ভাব, মাথার যন্ত্রণার মতো একাধিক উপসর্গ দেখা দিতে থাকে। সঙ্গে সঙ্গে তাঁদের হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এই ছবির শ্যুটিংয়ে অংশ নেওয়া ৬০০ জন ওই খাবার খেয়েছিল, যাঁদের মধ্যে ১০০ জনের বেশি অসুস্থ হন। কী থেকে সংক্রমণ হল, খতিয়ে দেখা হচ্ছে। আপাতত বাতিল করা হয়েছে শ্যুটিং।
এই ছবির পরিচালক আদিত্য ধর ব্যক্তিগতভাবে নিজে এই পরিস্থিতির ওপর নজর রাখছেন। ছবির কলাকুশলীরা যাতে ভালভাবে চিকিৎসা পায়, সেই আশ্বাস দিয়েছেন পরিচালক। প্রসঙ্গত, নিজের জন্মদিনেই প্রকাশ্যে আসে রণবীরের নতুন ছবি 'ধুরন্ধর'-এর প্রথম লুক। আদিত্য ধরের সঙ্গে এটি তাঁর প্রথম কাজ। এই ছবিতে রণবীর ছাড়াও রয়েছেন সঞ্জয় দত্ত, অক্ষয় খন্না, আর মাধবন, অর্জুন রামপালের মতো তারকারা। 'ধুরন্ধর' মুক্তি পাচ্ছে আগামী ৫ ডিসেম্বর।