Advertisement

Jisshu Sengupta Nilanjana Sengupta Ganesh Puja: 'ঈশ্বর যেন সকলের... , যিশু ছাড়াই এবারের গণেশপুজো, কী চাইলেন নীলাঞ্জনা?

টলিউডের সেনগুপ্ত পরিবারে বিচ্ছেদের গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। নীলাঞ্জনা সেনগুপ্তের সঙ্গে বিচ্ছেদের পথে যিশু সেনগুপ্ত। গণেশ পুজোতেও তারকা জুটিকে একসঙ্গে দেখা যায়নি। নীলাঞ্জনার বাড়িতে অনেকদিন ধরে বেশ ধুমধাম করেই হয় গণেশপুজো। তবে সেই অনুষ্ঠানে দেখা যায়নি যিশুকে।

nilanjana and jisshunilanjana and jisshu
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Sep 2024,
  • अपडेटेड 4:01 PM IST

টলিউডের সেনগুপ্ত পরিবারে বিচ্ছেদের গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। নীলাঞ্জনা সেনগুপ্তের সঙ্গে বিচ্ছেদের পথে যিশু সেনগুপ্ত। গণেশ পুজোতেও তারকা জুটিকে একসঙ্গে দেখা যায়নি। নীলাঞ্জনার বাড়িতে অনেকদিন ধরে বেশ ধুমধাম করেই হয় গণেশপুজো। তবে সেই অনুষ্ঠানে দেখা যায়নি যিশুকে। 
 

প্রতি বছর প্রচুর তারকা আসেন এই পুজোতে

প্রত্যেকবার যিশু-নীলাঞ্জনার এই গণেশপুজোয় থাকেন তাঁদের বেশ কয়েকজন ঘনিষ্ঠ বন্ধু। সৃজিত মুখোপাধ্যায়, রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়, রুদ্রনীল ঘোষ, ইন্দ্রাশিস রায়দের দেখা যায়। তবে এবার যিশু-নীলাঞ্জনার বিচ্ছেদের ফলে তাঁদের বাড়ির গণেশ পুজোর রং খানিকটা হলেও ফিকে হয়েছে। তাই এবার পুজোয় দেখা গেল না তাঁদের বন্ধু-বান্ধবদেরও। এছাড়াও চলতি বছরই মা অঞ্জনা ভৌমিককেও হারিয়েছেন নীলাঞ্জনা। তাই এবার আর ঘটা করে নয়। শুধু নিয়মমাফিক গণেশপুজোটাই সারলেন নীলাঞ্জনা। সোশ্যাল মিডিয়ায় তাঁর করা পোস্টে দেখা যায় নীলাঞ্জনা, সারা ও নীলাঞ্জনার বোন চন্দনাকে। সেই ছবিতে লেখা, ‘ঈশ্বর যেন সকলের সমস্ত বাধা কাটিয়ে দেন।’

আরও পড়ুন

ভাসানেও দেখা যেত যিশু-নীলাঞ্জনাকে 
প্রত্যেকবার এই পুজোয় দারুণ জাঁকজমক দেখা যায়। একসঙ্গে যিশু-নীলাঞ্জনার পাশাপাশি চাঁদের হাট দেখা যেত। এমনকি ভাসানেও একসঙ্গেই যেতেন তাঁরা। কয়েকদিন আগে থেকে নীলাঞ্জনা তাঁদের বাড়িতে বিগত বছরের গণেশ পুজোর ছবি পোস্ট করছিলেন। সেখানে তাঁদের বহু অনুরাগীই প্রশ্ন করেছেন, 'যিশু-নীলাঞ্জনাকে তাহলে আর সত্যিই একসঙ্গে দেখা যাবে না?' এই তারকা দম্পতির ভাঙনে মন খারাপ তাঁদের অনুরাগীদেরও। 

অতনু রায়চৌধুরীর অনুষ্ঠানে ছিলেন যিশু
লক্ষণীয়, সম্প্রতি প্রযোজক অতনু রায়চৌধুরীর পারিবারিক অনুষ্ঠানে দেখা গিয়েছিল যিশুকে। অতনু পেশায় আইনজীবী। তিনি নায়ককে আইনি পরামর্শ দিতে পারেন, এমন চর্চা টলিউডে। এমনিতেও টলিপাড়ায় গণেশ পুজোর আমেজ কিছুটা ফিকে। এর পাশাপাশি আরজি কর কাণ্ডের জেরেও গণেশ পুজোয় খুব বেশি ধুমধাম দেখা যাচ্ছে না কলকাতায়। তারকারা যারা নিয়মিত এই গণেশ পুজো করেন তাঁরাও খুব বেশি উদযাপনে মাতছেন না। 

Read more!
Advertisement
Advertisement