Advertisement

Geetashree Roy-Prabir Das: ক্যান্ডেল নাইট রোম্যান্টিক ডিনারে গীতশ্রী-প্রবীর, মুখ খুললেন প্রাক্তন স্ত্রী

Geetashree Roy-Prabir Das: টেলিভিশনের অতি পরিচিত মুখ অভিনেত্রী গীতশ্রী রায়। আর তাঁর সঙ্গে ফুটবলার প্রবীর দাসের প্রেমের চর্চা এখন তু্ঙ্গে। টলিউডের আনাচে কানাচে এখন তাঁদের প্রেমের গুঞ্জন উড়ছে। দুদিন আগেই গীতশ্রী ও প্রবীরের ক্যান্ডেল নাইট ডিনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা এর মধ্যে ফিসফাস শুরু করে দিয়েছে।

গীতশ্রী ও প্রবীর দাস ছবি সৌজন্যে: ইনস্টাগ্রামগীতশ্রী ও প্রবীর দাস ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম
Aajtak Bangla
  • কলকাতা,
  • 22 Apr 2023,
  • अपडेटेड 10:26 AM IST
  • টেলিভিশনের অতি পরিচিত মুখ অভিনেত্রী গীতশ্রী রায়।
  • আর তাঁর সঙ্গে ফুটবলার প্রবীর দাসের প্রেমের চর্চা এখন তু্ঙ্গে। টলিউডের আনাচে কানাচে এখন তাঁদের প্রেমের গুঞ্জন উড়ছে।
  • দুদিন আগেই গীতশ্রী ও প্রবীরের ক্যান্ডেল নাইট ডিনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা এর মধ্যে ফিসফাস শুরু করে দিয়েছে।

টেলিভিশনের অতি পরিচিত মুখ অভিনেত্রী গীতশ্রী রায়। আর তাঁর সঙ্গে ফুটবলার প্রবীর দাসের প্রেমের চর্চা এখন তু্ঙ্গে। টলিউডের আনাচে কানাচে এখন তাঁদের প্রেমের গুঞ্জন উড়ছে। দুদিন আগেই গীতশ্রী ও প্রবীরের ক্যান্ডেল নাইট ডিনার সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতেই নেটিজেনরা এর মধ্যে ফিসফাস শুরু করে দিয়েছে। আসলে প্রবীর দাস ডিভোর্সের পর গীতশ্রীর সঙ্গে এই সম্পর্কে জড়িয়েছেন। তাই স্বাভাবিকভাবেই নেটিজেনদের ট্রোলের মুখে পড়তে হচ্ছে ফুটবলারকে। 

 

আরও পড়ুন

‘কমলা ও শ্রীমান পৃথ্বীরাজ’-এর সুহাসিনী মানে অভিনেত্রী গীতশ্রী রায় সম্প্রতি একটি ছবি শেয়ার করেছেন। যেখানে তাঁকে দেখা গিয়েছে বেঙ্গালুরু এফসির ফুটবল তারকা প্রবীর দাসের সঙ্গে। এই জুটিকে দেখা গিয়েছে ক্যান্ডেল নাইট ডিনারে। গীতশ্রী কথায়, ‘সম্পর্কটা বন্ধুত্বের থেকেও খানিকটা বেশি'। প্রসঙ্গত, সোশ্যাল মিডিয়ায় গীতশ্রী ও প্রবীর তাঁদের অনুভূতি প্রকাশ করা নিয়ে কোনও রাখঢাক রাখেননি। তবে নিন্দুকেরা এর মধ্যেও কটাক্ষ করতে ছাড়েননি। কারণ প্রবীর দাস আগে বিয়ে করেছিলেন এবং বিচ্ছেদের পর তিনি গীতশ্রী রায়ের সঙ্গে সম্পর্কে জড়ান। 

এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে প্রবীর দাসের স্ত্রী তনুশ্রীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান যে তিনি নিজে ওই সম্পর্কটা থেকে বেরিয়ে এসেছেন। তিনি জানেন যে তাঁপ প্রাক্তন স্বামী নতুন সম্পর্কে জড়িয়েছেন। তনুশ্রী এও জানান যে তিনি নিজেও এখন সিঙ্গল নন। প্রসঙ্গত, ২০১৬ সালে তনুশ্রী দাসের সঙ্গে বিয়ে হয়েছিল প্রবীরের। দীর্ঘ প্রেমের পর বিয়ে হয় তাঁদের। কিন্তু বিয়ের কিছু মাস পরেই ফুটবলারের বিরুদ্ধে বধু নির্যাতনের অভিযোগ এনেছিলেন তনুশ্রী। দায়ের হয়েছিল এফআইআরও। জল গড়ায় আদালত পর্যন্তও। তবে সে সব এখন অতীত। প্রবীর এখন মজেছেন গীতশ্রীতে। 

টলিউডে এতদিন কান পাতলেই শোনা যাচ্ছিল যে গীতশ্রী রায় প্রেমে পড়েছেন কোনও এক ফুটবলের। তবে ‘রাশি’ নায়িকা গীতশ্রী রায় এই বিষয়টি খুব বেশিদিন চেপে রাখতে পারেননি। মনের মানুষের হাতে হাত রেখে ইনস্টাগ্রামে ছবি পোস্ট করেন তরুণ বাঙালি ফুটবলার প্রবীর দাস। আর এখানেই সব জল্পনার অবসান হয়। প্রসঙ্গত, ডুরান্ড কাপের ফাইনালে গীতশ্রী এবং প্রবীরের ঘনিষ্ঠতা প্রথম লোকচক্ষুর নজরে আসে। কলকাতায় ফাইনাল জিতে দারুণ উচ্ছ্বসিত ছিলেন বেঙ্গালুরু সিটি এফসি-র এই ফুটবলার। নিজের সেই জয় উৎসর্গ করেন প্রেমিকা গীতশ্রীকে। ম্যাচ জেতার পর একসঙ্গে পার্টিও করতে দেখা গিয়েছে তাঁদের। এই মুহূর্তে বেঙ্গালুরু এফসির হয়ে খেলছেন প্রবীর। ওদিকে গীতশ্রীও ব্যস্ত তাঁর নতুন কাজ নিয়ে। এরই মধ্যে প্রেম-টেম, মন্দ কী? ভক্তরা জানাচ্ছেন শুভেচ্ছা। অতীত ভুলে তাঁরা মেতে আছেন প্রেমের আমেজে। 

Read more!
Advertisement
Advertisement