বলিউড অভিনেতা গোবিন্দার সঙ্গে স্ত্রী সুনীতার ৩৭ বছরের দাম্পত্য ভাঙার মুখে। তাঁদের ডিভোর্স চর্চা নিয়ে বি-টাউনে আলোচনা তুঙ্গে। শোনা যাচ্ছে যে সুপারস্টার গোবিন্দা কোনও মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যার ফলে গোবিন্দার স্ত্রী সুনীতা ডিভোর্সের পথে পা বাড়িয়েছেন। এক পুরনো সাক্ষাৎকারে সুনীতা বলেছিলেন যে তিনি গোবিন্দার সঙ্গে এই সম্পর্কে আর আগের মতো সুরক্ষিত অনুভব করেন না। যদিও এ প্রসঙ্গে গোবিন্দা বা সুনীতা দুজনেই মুখে কুলুপ এঁটেছেন। এমনিতে বলি পাড়ায় গোবিন্দার একাধিক সম্পর্ক নিয়ে চর্চা বেশ জোরালো।
বেশ কিছু রিপোর্ট অনুযায়ী, সুপারস্টার গোবিন্দা কোনও মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন। যার ফলে গোবিন্দা-পত্নীর সঙ্গে দাম্পত্য জীবনে দুরত্ব তৈরি হয়েছে আর এখন দুজনেই ডিভোর্স নিতে চাইছেন। এর আগেও গোবিন্দার নাম একাধিক নায়িকার সঙ্গে যুক্ত হয়েছে। আসুন জেনে নিই গোবিন্দা এর আগে কোন কোন নায়িকার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন।
নীলম
গোবিন্দা ও নীলম কোঠারি একসঙ্গে একাধিক সিনেমায় জুটি বেঁধেছেন। তাঁদের জুটি সব সময়ই সুপারহিট ছিল। শোনা যায়, সেই সময় নীলমের প্রেমে হাবুডুবু খান গোবিন্দা। অভিনেত্রীর সঙ্গে বিয়ে করার জন্য গোবিন্দা তাঁর বাগদানও ভেঙে দিয়েছিলেন, যদিও তাঁদের বিয়ে হয়নি শেষপর্যন্ত।
দিব্যা ভারতী
সুপারস্টার গোবিন্দা বিবাহিত হওয়ার পরও দিব্যা ভারতীর প্রেমে পড়েছিলেন। শোলা অউর শবনম ছবির শ্যুটিংয়ের সময় এই তারকার সম্পর্কের গুঞ্জন শোনা যায়। সেই সময়কার ম্যাগাজিনে এই দুজনের সম্পর্কের খবর প্রকাশিত হয়।
রানি মুখোপাধ্যায়
রানি ও গোবিন্দার প্রেমে পডার খবর একসময় টিনসেল টাউনে ওপেন সিক্রেট ছিল। সকলেই এই বিষয়টি জানতেন। শোনা যায়, ২০০০ সালে এক ছবি শ্যুটিংয়ের সময় এই দুই তারকা ঘনিষ্ঠ হয়েছিলেন। এই সম্পর্কের খবর গোবিন্দার স্ত্রীর কানে পর্যন্ত যায়। সেই সময়ও অভিনেতার দাম্পত্যে এর প্রভাব ফেলে। তবে রানি ও গোবিন্দার এই সম্পর্ক বেশিদিন চলেনি।
মাধুরী দীক্ষিত
ধক ধক গার্ল মাধুরী দীক্ষিতের নামও গোবিন্দার সঙ্গে যুক্ত হয়েছিল। বড়ে মিঞা ছোটে মিঞা ছবিতে গোবিন্দার সঙ্গে মাধুরীকে একটি গানে দেখা গিয়েছিল। রিপোর্টে বলা হয়েছিল যে এই সেটেই গোবিন্দা মাধুরীকে বিয়ের জন্য প্রস্তাব দিয়েছিলেন। কিন্তু অভিনেত্রী সেই প্রস্তাবে রাজি হননি।
রবীনা ট্যান্ডন
সুপারস্টার রবীনার সঙ্গেও গোবিন্দার সম্পর্কের খবর শোনা গিয়েছিল। যদিও এই সম্পর্কও বেশিদূর গড়ায়নি।
সুনীতা আহুজা
১৯৮৭ সালে গোবিন্দা বিয়ে করেন সুনীতা আহুজার সঙ্গে। এই দম্পতির দুই সন্তান টিনা ও যশবর্ধন। যদিও গোবিন্দা-সুনীতার পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে যে তাঁদের মধ্যে সব সমস্যা মিটে গিয়েছে। যদিও গোবিন্দা ও সুনীতার পক্ষ থেকে এই নিয়ে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি।