
ষড়যন্ত্রের শিকার গোবিন্দা? স্ত্রীর অভিযোগের পর বিস্ফোরক মন্তব্য করতে শোনা গেল অভিনেতা গোবিন্দাকে। দীর্ঘদিন ধরে চর্চায় গোবিন্দা ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার সম্পর্কের টানাপোড়েন। স্বামীর বিরুদ্ধে পরকীয়ার অভিযোগও তুলেছেন তিনি। তবে এতদিন এ প্রসঙ্গে তেমন ভাবে মুখ খোলেননি অভিনেতা। এবার সরাসরি জানালেন, তিনি বড় ষড়যন্ত্রের শিকার হয়েছেন, তা-ও শিবসেনায় যোগদান করার পর থেকে। কার বিরুদ্ধে আঙুল তুলছেন জনপ্রিয় এই বলিউড স্টার?
কে ষড়যন্ত্র করল গোবিন্দার বিরুদ্ধে?
এএনআই-কে দেওয়া সাক্ষাৎকারে গোবিন্দা বলেন, 'অনেক সময়ে পরিবার কারও সুপরিকল্পিত ষড়যন্ত্রের শিকার হয়ে পড়ে। তার ফলে বিচ্ছেদের পরিস্থিতি তৈরি হয়। আমাকে বলা হয়েছিল, আমার পরিবারের সঙ্গেও এমন পরিস্থিতি তৈরি করা হবে এবং আমাকে সমাজ থেকে বিচ্ছিন্ন করে দেওয়া হবে। আমার অনেক সিনেমা বক্স অফিসে চলেনি। আর আমি নিজেও অনেক ছবি ছেড়ে দিয়েছি। আমার স্ত্রী চিন্তিত, এ ভাবে সংসার চলবে কীকরে। জনপ্রিয়তা যখন অতিরিক্ত হয়, তখন অনেকেই অস্বস্তিতে পড়ে। আমি প্রবীণ অভিনেতাদের ক্ষেত্রেও এমন হতে দেখেছি। আমি এখন শুধু আমার সন্তানদের মঙ্গল কামনা করি।'
গোবিন্দা আরও বলেন, 'আমি ক্রুষ্ণাকেও বলেছিলাম তাঁকে ব্যবহার করে আমাকে অপমান করা হচ্ছে। তাই আমার সুনামের দিকটাও ওঁর নজর রাখা উচিত। সুনীতা এসব নিয়ে রেগে যেত। আমি এত বছর ধরে যে ইন্ড্রাস্ট্রিতে কাজ করেছি, তাকে কলুষিত করতে চাই না। কিন্তু সতর্ক থাকা খুবই জরুরি। কিছু ধারণা ইচ্ছাকৃত ভাবে তৈরি করা হয়েছে। আমি সদ্য শিবসেনায় যোগ দিয়েছি, তারপর থেকেই এ ধরনের ষড়যন্ত্র শুরু হয়েছে। আমাকে যেন দুর্বল না মনে করা হয়। আর কেউ আমার বিরুদ্ধে কিছু বলার আগে আমার অতীতের কাজগুলোর কথা যেন মনে রাখে।' কেন আচমকা এই কথাগুলি বলছেন অভিনেতা?
পরকীয়ায় আসক্ত গোবিন্দা?
সাম্প্রতিক এক সাক্ষাৎকারে গোবিন্দার স্ত্রী সুনীতা আহুজা দাবি করেন, স্বামী এক নবাগতা অভিনেত্রীর সঙ্গে পরকীয়ায় জড়িয়েছেন। এখানেই শেষ নয়, সেই অভিনেত্রী তাঁকে ব্ল্যাকমেইলও করছেন। সুনীতা বলেন, 'আমার সন্দেহ যদি সত্যি হয়, গোবিন্দা যদি সত্যিই আমার সঙ্গে বিশ্বাসঘাতকতা করে থাকে, তবে ওকে কখনও ক্ষমা করব না।'
২০২৫ সাল তাঁর ব্যক্তিগত জীবনের ক্ষেত্রে অত্যন্ত খারাপ একটি বছর ছিল। দাম্পত্য কলহের কথাও স্বীকার করে নেন সুনীতা। তিনি বলেন, 'গোবিন্দা সম্পর্কে যা শুনেছিলাম তাতে আমি ভীষণ হতাশ হয়েছি। ৬৩ বছর বয়সে এমন আচরণ মানানসই নয়। বিশেষ করে যখন সন্তানরা বড় হয়ে গিয়েছে।' ২০২৬ সাল তাঁর স্বামীর সুবুদ্ধি হবে বলে যদিও আশাবাদী তিনি। সুনীতার কথায়, 'একবার আস্থা ভঙ্গ হলে আর বিয়ে টেকে না। স্ত্রীর প্রতি আস্থা থাকা জরুরি। একবার বিশ্বাস নষ্ট হলে দাম্পত্য আর টেকে না। আজকাল ডিভোর্স আর বিশ্বাসঘাতকতা খুব সাধারণ হয়ে গিয়েছে। আমার কাছে এগুলো কখনওই গ্রহণযোগ্য ন। গোবিন্দার তো কিছুই ছিল না। তবুও ওকে ভালোবেসে বিয়ে করেছি।'
উল্লেখ্য, ১৯৮৭ সালে সাতপাকে বাঁধা পড়েন গোবিন্দা এবং সুনীতা। পরের বছরই মেয়ে টিনার জন্ম। পরে তাঁদের পুত্রসন্তান যশবর্ধন হয়। ৩৮ বছরের দাম্পত্য সম্পর্কের মধ্যে সাম্প্রতিক সময়ে বিভিন্ন গুঞ্জন শোনা গিয়েছে। অবশেষে মুখ খুললেন 'হিরো নম্বর ১'।