
টলিপাড়ার মিষ্টি জুটি হিসাবেই পরিচিত ছিলেন আদিত্য সেনগুপ্ত ও অনুষা বিশ্বনাথন। নিজেদের সম্পর্কের কথা প্রকাশ্যেও এনেছিলেন তাঁরা। দুই পরিবারও এই সম্পর্ককে মেনে নিয়ে নিয়েছিলেন। শোনা যাচ্ছিল, আগামী বছরেই বিয়ের পিঁড়িতে বসার কথা ছিল আদিত্য ও অনুষার। কিন্তু ইন্ডাস্ট্রির অন্দরের খবর, এই বিয়ে নাকি ভেঙে দেওয়া হয়েছে। সম্পর্কে নাকি চিড় ধরেছে অনুষা ও আদিত্যর। যদিও নিজেরা এই বিষয়ে কোনও কিছু জানান নি।
শোনা গিয়েছিল যে দুই পরিবারের সম্মতিতে আগামী বছরের জানুয়ারি মাসে অনুষা ও আদিত্যর বিয়ে হওয়ার কথা ছিল। সেই মতো বিয়ের অনুষ্ঠানের জন্য বাড়িও ভাড়া করা হয়ে গিয়েছিল। টলিপাড়ার অন্দরের ফিসফাস, আচমকাই নাকি এই বিয়ের জন্য গররাজি পাত্রী অনুষা নিজেই। তিনি নাকি এই বিয়ে আর করতে চাইছেন না। তবে দুই পরিবারের পক্ষ থেকে এই খবর গোপনে রাখা হয়েছে।
তবে আদিত্য ও অনুষার সোশ্যাল মিডিয়া পেজে এখনও তাঁদের সব ছবি বর্তমান। এই বিষয়ে দুজনের কেউই কোনও মন্তব্য করেননি। যদিও ইন্ডাস্ট্রির অনেকেই, যাঁরা আদিত্য ও অনুষাকে চেনেন, তাঁরা বলছেন সম্প্রতি তাঁদের সম্পর্কে দুরত্ব এসেছে। বিষয়টি প্রকাশ্যে আসতে দেননি দুই পরিবার। অনুষা ও আদিত্য দুজনেই টলিপাড়ার চেনা মুখ। তাঁদের অভিনয় সব সময়ই প্রশংসা পেয়েছে অন্যদের কাছে।
২০২৪ সালের অক্টোবর আদিত্যর জন্মদিনে ভালোবাসার কথা মুখ ফুটে বলেছিলেন অনুষা। ওই বছরের অগাস্ট মাসে প্রাগে ঘুরতে গিয়েছিলে দুজনে। একসঙ্গে টেলর সুইফটের কনসার্টে ধরা দিয়েছিলেন, সেই থেকে শুরু প্রেমচর্চা। আর প্রেমিকের জন্মদিনে লিখেছিলেন, ‘শুভ জন্মদিন হ্যান্ডসাম। আই লাভ ইউ’। এই বছরের পুজোতেও আদিত্য ও অনুষাকে একসঙ্গে দেখা গিয়েছিল।
মধুমন্তী মৈত্র ও পরিচালক অশোক বিশ্বনাথনের মেয়ে অনুষা বিশ্বনাথন একাধিক সিনেমা, সিরিজে কাজ করেছেন। তবে তিনি বাঙালিদের ঘরে ঘরে পৌঁছে গিয়েছেন ‘জল থই থই’ ভালোবাসা ধারাবাহিকের হাত ধরে। শেষ তাঁকে দেখা গিয়েছে 'গৃহস্থ'-তে। এদিকে, প্রজাপতি বিস্কুটের পর সেভাবে অভিনয়ের জগতে না পাওয়া গেলেও পর্দার পিছনে কাজ করে চলেছেন আদিত্য সেনগুপ্ত। চিত্রনাট্য লেখেন তিনি।