
ফেসবুকে লাইভ ভিডিও করে নিজের ব্যক্তিগত জীবন সম্পর্কে বিস্ফোরক তথ্য জানিয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন গায়িকা দেবলীনা নন্দী। গত সপ্তাহ থেকেই গায়িকার এই ঘটনা সামনে আসার পর উত্তাল নেটপাড়া। পরিবারের পক্ষ থেকে দাবি করা হয়েছে যে দেবলীনা ৭৮টি কড়া ডোজের ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যা করার চেষ্টা করেন। এরপর থেকেই বারংবার প্রশ্ন উঠতে শুরু করে যে দেবলীনা এতগুলো ঘুমের ওষুধ পেলেন কোথা থেকে? ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া এমনিতেই ওষুধের দোকানে ঘুমের ওষুধ দিতে চায় না, তাহলে গায়িকার কাছে ৭৮টি ঘুমের ওষুধ কোথা থেকে এল?
সোশ্যাল মিডিয়ায় দেবলীনাকে নিয়ে দ্বিধাবিভক্ত, অনেকেই খাপ পঞ্চায়েত বসিয়ে ফেলেছেন নেটপাড়ায়। এরকম অবস্থায় দেবলীনার দিদি গায়িকার ফেসবুক পেজ থেকে লাইভে এসে মাঝে মধ্যেই বেশ কিছু প্রশ্নের জবাব দিচ্ছেন। তবে গায়িকার দিদির সাম্প্রতিক লাইভ ঘিরে তৈরি হয়েছে নতুন চাঞ্চল্য। দেবলীনা ৭৮টি ঘুমের ওষুধ খেয়ে আত্মঘাতী হওয়ার চেষ্টা করেছিলেন। কিন্তু তিনি এত পরিমাণ ঘুমের ওষুধ পেলেন কোথায়, তা নিয়ে প্রশ্ন উঠছে। দেবলীনার দিদি এ প্রসঙ্গে লাইভ ভিডিওতে বলেন, বোনের আগে থেকেই ঘুমের সমস্যা ছিল। চিকিৎসকের পরামর্শে ওষুধ খেত। দীর্ঘ সময় ধরে অল্প অল্প করে সেই ওষুধ জমিয়ে রেখেছিল। ওষুধের ডোজ হালকা ছিল বলেই হয়তো বড় কোনও বিপদ ঘটেনি।
দেবলীনার দিদি ও তাঁর মায়ের প্রথম থেকেই গায়িকার স্বামী প্রবাহ নন্দী ও শ্বশুরবাড়ির দিকে আঙুল তুলেছেন। দেবলীনা নিজেও পরোক্ষভাবে তাঁর লাইভ ভিডিওতে এসে জানিয়েছিলেন যে বিয়ের পর থেকেই তাঁর ওপর মাকে ছেড়ে দেওয়ার জন্য চাপ বাড়তে থাকে। নিজের নেওয়া চরম সিদ্ধান্তের আগে সোশ্যাল মিডিয়া লাইভে এসে মনের আগল খুলেছিলেন দেবলীনা। কান্নায় ভেঙে পড়ে তিনি বলেন, “বিয়ের পর থেকেই পেশা এবং মা-কে নিয়ে অসহ্য যন্ত্রণার শিকার হচ্ছি আমি। বারবার আমাকে বলা হয়েছে মা-কে ছেড়ে দিতে হবে। যে মা নিজে ছেঁড়া শাড়ি পরে আমাকে বড় করেছেন, ভাল জামা এনে দিয়েছেন, তাঁকে আমি কীভাবে ত্যাগ করব? মা আমার শো-তে না থাকলে আমার গান পূর্ণতা পায় না।
দেবলীনা এখন কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন। সোশ্যাল মিডিয়া তাঁকে ঘিরে দ্বিধাবিভক্ত। কেউ কেউ দেবলীনার পক্ষ নিচ্ছেন আবার কারোর মতে প্রবাহর দিকটাও শোনা হোক দাবি করা হয়েছে। এরই মাঝে দেবলীনা একটু সুস্থ হতে নিজের লাইভে আসেন এবং জানান যে তিনি যে পথ বেছে নিয়েছিলেন সেটা সঠিক পথ নয়, তিনি ভুল করেছেন। এখন গায়িকা স্বাভাবিক হওয়ার চেষ্টা করছেন তাই কেউ যাতে নোংরা ট্রোল না করেন সেই অনুরোধ করেছেন।
এরপর দেবলীনা কেন আত্মহত্যা করার চেষ্টার মতো সিদ্ধান্ত নিলেন সেই কথাই শেয়ার করেন সকলের সঙ্গে। স্বামী প্রবাহ ও শ্বশুরবাড়ির একাধিক সমস্যার কথা দেবলীনা এই লাইভ ভিডিওতে বলেন। এই এক বছরে গায়িকার মাকে নিয়ে কী কী সমস্যা হয়েছিল, সেটাও বলেন দেবলীনা। গায়িকার ভক্ত-অনুগামীরা সকলেই চাইছেন যে দেবলীনা সুস্থ হয়ে আবার আগের মতো মাচা-অনুষ্ঠানে পারফর্ম শুরু করবেন।