Advertisement

Rupali Ganguly: 'কাস্টিং কাউচ'-এর শিকার বাঙালি অভিনেত্রী? বলিউডে কেরিয়ার গড়ার স্বপ্নভঙ্গে বিস্ফোরক রূপালী

Rupali Ganguly: বাঙালি অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায় 'অনুপমা' সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন। হিন্দি টেলিভিশন জগতে রূপালীর পরিচিতি একনামেই। কিন্তু এমন একটা সময়ও ছিল যখন অভিনেত্রী চেয়েছিলেন বড়পর্দায় অভিনয় করতে।

রূপালী গঙ্গোপাধ্যায়রূপালী গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • মুম্বই,
  • 15 Jan 2025,
  • अपडेटेड 12:39 PM IST
  • বাঙালি অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায় 'অনুপমা' সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন।

বাঙালি অভিনেত্রী রূপালী গঙ্গোপাধ্যায় 'অনুপমা' সিরিয়ালের মাধ্যমে জনপ্রিয়তার শিখরে পৌঁছে গিয়েছেন। হিন্দি টেলিভিশন জগতে রূপালীর পরিচিতি একনামেই। কিন্তু এমন একটা সময়ও ছিল যখন অভিনেত্রী চেয়েছিলেন বড়পর্দায় অভিনয় করতে। যদিও সেই চেষ্টা ব্যর্থ হয়। আর এই নিয়েই সাম্প্রতিক এক সাক্ষাৎকারে মুখ খুলেছেন অনুপমা অভিনেত্রী। 

রূপালী পিঙ্কভিলার সঙ্গে এক সাক্ষাৎকারে কথা বলার সময় কাস্টিং কাউচকে দায়ি করেন তাঁর সিনেমায় অসফল কেরিয়ারের জন্য। ৪৭ বছরের অভিনেত্রী অকপটে স্বীকার করে নেন ইন্ডাস্ট্র্রিতে তাঁর সঙ্গে ঘটা কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথা। আর যে কারণে রুপালি নিজের ইচ্ছাতেই বড়পর্দা থেকে দূরে রয়েছেন। রূপালী বলেন, 'আমি সিনেমায় নিজের কেরিয়ার গড়তে পারিনি বলে অনেকেই আমায় ভাবেন যে আমি হয়ত ব্যর্থ। কিন্তু এই বিষয়ে সিদ্ধান্ত আমি ভেবেচিন্তেই নিজের জন্য নিয়েছি। সেই সময় ইন্ডাস্ট্রিতে কাস্টিং কাউচের রমরমা ছিল। হয়তো অনেকেই সেটার মুখোমুখি হননি, কিন্তু আমার মতো মানুষেরা সেটার মুখোমুখি হয়েছি আর আমি সিদ্ধান্ত নিই যে কাস্টিং কাউচের ফাঁদে পড়ব না। তাই আপনাকে ব্যর্থ ভাবা যেতেই পারে কারণ আপনি কোনও তারকা পরিবার থেকে নয়।' 

অনুপমা সিরিয়াল রূপালীর জীবনের মোড় ঘুরিয়ে দিয়েছে। অভিনেত্রী বলেন যে বর্তমানে এই শো-এর মাধ্যমেই তাঁর অভিনেত্রী হওয়ার স্বপ্ন সফল হয়েছে। এই সিরিয়ালের প্রযোজক রাজন শাহির প্রতি কৃতজ্ঞতা জানাতে ভোলেননি রূপালী। তিনি বলেন, 'সেই সময় নিজেকে খুব ছোট মনে হত, কিন্তু অনুপমার জন্য এখন গর্ববোধ হয়। এই সিরিয়াল আমার জীবন বদলে দিয়েছে।' রূপালী আরও বলেন, 'আমি এবং আমার স্বামী দুজনেই মনে করি যে রাজন জি আমাকে যে সুযোগ দিয়েছে, যে পরিচিতি দিয়েছে তা এই জীবনে শোধ করা সম্ভব নয়। আর অনুপমা শুধু আমার কাছে একটা শো নয়, এটা আবেগ। এটা আমার বাড়ি, দ্বিতীয় বাড়ি, আমার সব পোষ্যরা ইউনিটে থাকে আর পুরো ইউনিট পরিবারে মতো কাজ করে।' 

Advertisement

রূপালীকে এর আগে সঞ্জীবনি, সারাভাই ভার্সেস সারাভাই সিরিয়ালে অভিনয় করতে দেখা গিয়েছে। এরপরই তিনি অনুপমা সিরিয়ালে নাম ভূমিকায় অভিনয় করার সুযোগ পান। রূপালী তাঁর ভবিষ্যতের পরিকল্পনা নিয়েও কথা বলেন। অনুপমা বলেন যে এই সিরিয়ালের সঙ্গে যুক্ত হওয়া তাঁর কাছে সত্যিই গর্বের বিষয়। এই সিরিয়াল তাঁকে নাম-খ্যাতি সব এনে দিয়েছে। রূপালী বলেন যে তিনি কোনওদিনই এই শো ছাড়বেন না। এই শোয়ের সেটকেই এখন তিনি নিজের বাড়ি বলে ভাবেন। কিছুদিন আগেই শোনা যাচ্ছিল যে রূপালী অনুপমা ছাড়ছেন। কিন্তু এটা যে সত্যি নয় তা নিজেই জানালেন অভিনেত্রী।  

    

Read more!
Advertisement
Advertisement