Advertisement

Kanchan-Pinky Divorce: রিল থেকে রিয়াল লাইফের স্বামী-স্ত্রী, কীভাবে কাঞ্চন-পিঙ্কির প্রেম শুরু হয়?

Kanchan-Pinky Divorce: ১০ জানুয়ারি আইনতভাবে আলাদা হয়ে গিয়েছেন বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী পিঙ্কি। আর ঠিক একমাসের মাথাতেই কাঞ্চন বিয়ে করে নিলেন তাঁর চর্চিত প্রেমিকা শ্রীময়ীর সঙ্গে। কাঞ্চন ও শ্রীময়ীর প্রেমের গুঞ্জনে এতদিন টলিপাড়া মুখরিত হয়েছিল। একসময় নিজেদেরকে খুব ভাল বন্ধু বলে দাবি করলেও তলে তলে তাঁদের প্রেম বহুদূর পর্যন্তই গড়িয়েছিল।

কাঞ্চন-পিঙ্কিকাঞ্চন-পিঙ্কি
Aajtak Bangla
  • কলকাতা,
  • 19 Feb 2024,
  • अपडेटेड 3:59 PM IST
  • ১০ জানুয়ারি আইনতভাবে আলাদা হয়ে গিয়েছেন বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী পিঙ্কি।

১০ জানুয়ারি আইনতভাবে আলাদা হয়ে গিয়েছেন বিধায়ক-অভিনেতা কাঞ্চন মল্লিক ও অভিনেত্রী পিঙ্কি। আর ঠিক একমাসের মাথাতেই কাঞ্চন বিয়ে করে নিলেন তাঁর চর্চিত প্রেমিকা শ্রীময়ীর সঙ্গে। কাঞ্চন ও শ্রীময়ীর প্রেমের গুঞ্জনে এতদিন টলিপাড়া মুখরিত হয়েছিল। একসময় নিজেদেরকে খুব ভাল বন্ধু বলে দাবি করলেও তলে তলে তাঁদের প্রেম বহুদূর পর্যন্তই গড়িয়েছিল। কাঞ্চন ও শ্রীময়ীর বিবাহবর্হিভূত সম্পর্কের কথা প্রথম প্রকাশ্যে এনেছিলেন কাঞ্চনের প্রাক্তন স্ত্রী পিঙ্কি। অথচ প্রথম স্ত্রী অনিন্দিতা দাসের সঙ্গে ডিভোর্সের পর পিঙ্কি সামলেছিলেন কাঞ্চনকে। জানেন কীভাবে প্রেম হয়েছিল কাঞ্চন ও পিঙ্কির?  

দিদি নম্বর ১-এ এসে পিঙ্কি জানিয়েছিলেন যে তিনি তখন কাঞ্চনের সঙ্গে রিল লাইফে স্বামী-স্ত্রীর ভূমিকায় অভিনয় করতেন। সেই সময় থেকেই কাঞ্চনের সঙ্গে আলাপ। পিঙ্কি জানান যে তিনি রোজই দেখতেন কাঞ্চন সঠিক সময়ে খাওয়া-দাওয়া করেন না। শুধুই ফোনে ব্যস্ত থাকেন। একদিন নাকি পিঙ্কি কাঞ্চনকে সাহস করে গিয়ে বলেন,  আপনি এত ভালো একজন শিল্পী হয়েও নিজের প্রতি এত অযত্ন কেন করেন।' ব্যস, এরপরই শুরু মনে জাগে প্রেমের নেশা। 

দিদি নম্বর ১-এ এসে পিঙ্কি সেই সময় কাঞ্চনকে প্রেমিক হিসাবে ১০০-তে হাজার দিয়েছিলেন। এরপর কাঞ্চন-পিঙ্কির প্রেম বিয়ে পর্যন্ত গড়াতে সময় নেয়নি। মাত্র একবেলার ছুটি পেয়ে বিয়ে সেরেই শ্বশুরবাড়ি চলে গিয়েছিলেন পিঙ্কি। সেই সময় বর-বৌ একে অপরের প্রেমে হাবুডুবু খাচ্ছিলেন। শোয়ে এসে পিঙ্কি বলেছিলেন, " কাঞ্চন খুব ভালো। কিন্তু, বউ হিসাবে আমি খুবই খারাপ। তবে আমি কিন্তু কাঞ্চনের খুব ভালো বন্ধু। সঙ্গে সঙ্গে পাল্টা জবাবে কাঞ্চনও বলেন আমার বৌ আনারকলি, বাকি সব পেঁয়াজকলি।" কাঞ্চন ও পিঙ্কির একটি ছেলেও রয়েছে। স্বামী-স্ত্রী-এর মজাদার কথপোকথনে সেই দিন জমে উঠেছিল দিদি নম্বর ওয়ানের মঞ্চ। তবে সেই ভালোবাসার সম্পর্ক সময়ের সঙ্গে সঙ্গে তিক্ততায় পরিণত হয়েছে। 

টলিপাড়ার অভিনেতা ও বিধায়ক কাঞ্চন মল্লিক ও তাঁর স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়ের সম্পর্ক এখন অতীত। রাজনীতিতে আসার পর থেকেই কাঞ্চনের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়ে ছোটপর্দার অভিনেত্রী শ্রীময়ীর সঙ্গে। টলিপাড়ায় তাঁদের প্রেম নিয়ে কম চর্চা হয়নি। যদিও এইসব কিছুকে সেই সময় গুজব বলেই উড়িয়ে দিয়েছিলেন কাঞ্চন ও শ্রীময়ী। পরে অবশ্য কাঞ্চনের স্ত্রী পিঙ্কি তাঁর স্বামী ও শ্রীময়ীর বিবাহবর্হিভূত সম্পর্কের কথা জানিয়ে থানায় অভিযোগ দায়ের করেন। 

Advertisement

অনেকে বলেন, কাঞ্চন-পিঙ্কির বিচ্ছেদের নেপথ্যে অভিনেতার ‘পরকীয়া’ই দায়ী। পরবর্তী সময়ে একে অপরের থেকে বিবাহবিচ্ছেদ চেয়ে পরে তারা আদালতের দ্বারস্থ হন। অবশেষে গত মাসে যুগলের আইনি বিচ্ছেদ সম্পন্ন হয়েছে। এদিকে কাঞ্চন-পিঙ্কির পুত্র ওশ এখনো প্রাপ্তবয়স্ক হয়নি। তাই আপাতত আদালত তাকে মায়ের সঙ্গেই থাকার অনুমতি দিয়েছে। গত ১৪ ফেব্রুয়ারি শ্রীময়ীর সঙ্গে আইনত বিয়ে সেরে নিয়েছেন কাঞ্চন। রবিবার থেকেই তাঁদের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল।  

Read more!
Advertisement
Advertisement