Advertisement

Dhurandhar: রণবীরের 'ধুরন্ধর' থেকে বাদ 'বালোচ' শব্দ, বাতিল সংলাপও; অক্ষয় অভিনীত সিন দেখা যাবে তো?

রণবীর সিংয়ের 'ধুরন্ধর' সিনেমা থেকে বাদ পড়ল 'বালোচ' শব্দটি। এডিটেড ভার্সান থেকে কাট করা হয়েছে একটি সংলাপও। দর্শকরা আর অক্ষয় খান্না অভিনীত সিন দেখতে পারবেন তো?

রণবীর সিং, অক্ষয় খান্না রণবীর সিং, অক্ষয় খান্না
Aajtak Bangla
  • মুম্বই,
  • 01 Jan 2026,
  • अपडेटेड 3:53 PM IST
  • 'ধুরন্ধর' সিনেমা থেকে বাদ পড়ল 'বালোচ'
  • এডিটেড ভার্সান থেকে কাট করা হয়েছে একটি সংলাপ
  • অক্ষয় খান্না অভিনীত সিন দেখতে পারবেন তো?

রণবীর সিং অভিনীত 'ধুরন্ধর' ২০২৫ সালে বক্স অফিসে তুমুল সাড়া ফেলে দিয়েছে। এটিই বছরের সর্বোচ্চ আয় করা হিন্দি ছবি। তবে এবার কোপ পড়ল এই ছবিতে। কিছু সিন কাট করার পর তবেই এটি ফের প্রদর্শিত হবে প্রেক্ষাগৃহে। তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশ মেনে ছবিটির সংশোধিত সংস্করণ বছরের প্রথম দিন থেকে সারা দেশে দেখানো হবে। 

মাত্র ২৭ দিনে বিশ্বব্যাপী প্রায় ১১২৮ কোটি টাকা আয় করে ব্লকবাস্টার সাফল্য পেলেও ছবিটিতে কিছু শব্দ মিউট করা এবং একটি সংলাপ পরিবর্তন করা হয়েছে বলে জানা গিয়েছে। এই পরিবর্তনগুলি মন্ত্রকের নির্দেশের পরই করা হয়েছে। এডিটেড থিয়েট্রিকাল কাট থেকে বাদ দেওয়া শব্দগুলির মধ্যে একটি হল 'বালোচ'। 

বলিউড হাঙ্গামার এক প্রতিবেদনে জানানো হয়েছে, ৩১ ডিসেম্বর গভীর রাতে সারা দেশের থিয়েটারগুলিকে এই আপডেট সম্পর্কে জানানো হয়। এক প্রদর্শক সংবাদমাধ্যকে জানায়, ৩১ ডিসেম্বর সারা দেশের থিয়েটারগুলি পরিবেশকদের থেকে একটি ইমেল পেয়েছে। যেখানে জানানো হয়েছে, ছবিটির DCP বদল করা হচ্ছে। এর কারণ হল, তথ্য ও সম্প্রচার মন্ত্রকের নির্দেশ অনুযায়ী, নির্মাতারা ২টি শব্দ মিউট করেছেন এবং একটি সংলাপ পরিবর্তন করেছেন। 

সূত্র মারফত আরও জানা গিয়েছে, সিনেমা হলগুলিকে অনুরোধ করা হয়েছে, নতুন কনটেন্ট ডাউনলোড করে ১ জানুয়ারি থেকে ছবিটির এডিটেড সংস্করণ প্রদর্শন করার জন্য। 'ধুরন্ধর'-এর নতুন সংস্করণে বাদ দেওয়া শব্দগুলির মধ্যে 'বালোচ' শব্দটি অন্যতম গুরুত্বপূর্ণ। কারণ এই সিনেমার একটি বড় অংশ বালোচদের নিয়েই। অক্ষয় খান্না একজন বালোচ লিডারের ভূমিকায় অভিনয় করেছেন। সেক্ষেত্রে বালোচ শব্দ বাদ পড়লে তাঁর অংশ এবং বালোচদের নিয়ে প্রদর্শিত কাহিনি দর্শকদের সামনে কম মনগ্রাহী হওয়ার সম্ভাবনা রয়েছে বলেও জানাচ্ছেন দর্শকদের একাংশ। তবে 'বালোচ' ছাড়া অন্য কোন অংশগুলি মিউট করা হয়েছে বা কোন সংলাপ পরিবর্তন করা হয়েছে তা নিয়ে এখনও পর্যন্ত বিস্তারিত জানা যায়নি। 

Advertisement

এই কাট প্রযোজ্য হওয়ার ফলে নতুন বছরে এসে যাঁরা 'ধুরন্ধর' সিনেমাটি দেখতে প্রেক্ষাগৃহে যাবেন, তাঁরা ছবিটির সামান্য পরিবর্তিত সংস্করণ দেখতে পাবেন। সেক্ষেত্রে নতুন বছরে বক্স অফিসে 'ধুরন্ধর'-এর দাপট একইরকম বজায় থাকবে কি না, সেটাই এখন দেখার। 

 

Read more!
Advertisement
Advertisement