Advertisement

Iman Chakraborty: 'আমি নাকি ভোটে দাঁড়ানোর জন্য...', ভাষা-বিতর্কে ফের গর্জে উঠলেন ইমন

Iman Chakraborty: শুক্রবার রাত থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে গায়িকা ইমন চক্রবর্তীকে নিয়ে চর্চা। বাংলা ভাষার পাশে দাঁড়ানোর জন্য ইমনকে নিয়ে যেমন প্রশংসা হয়েছে তেমনি নিন্দার ঝড়ও উঠেছে। আসলে বৃহস্পতিবার এক বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন গায়িকা। সেখানেই এক যুবক গায়িকার থেকে হিন্দি গান শোনার ফরমাশ করেন। আর সেখানেই চটে যান ইমন।

ফের প্রতিবাদে সরব ইমনফের প্রতিবাদে সরব ইমন
Aajtak Bangla
  • কলকাতা,
  • 08 Dec 2024,
  • अपडेटेड 6:33 PM IST
  • শুক্রবার রাত থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে গায়িকা ইমন চক্রবর্তীকে নিয়ে চর্চা।

শুক্রবার রাত থেকেই সোশ্যাল মিডিয়া জুড়ে চলছে গায়িকা ইমন চক্রবর্তীকে নিয়ে চর্চা। বাংলা ভাষার পাশে দাঁড়ানোর জন্য ইমনকে নিয়ে যেমন প্রশংসা হয়েছে তেমনি নিন্দার ঝড়ও উঠেছে। আসলে বৃহস্পতিবার এক বহুজাতিক তথ্যপ্রযুক্তি সংস্থার অনুষ্ঠানে গান গাইতে গিয়েছিলেন গায়িকা। সেখানেই এক যুবক গায়িকার থেকে হিন্দি গান শোনার ফরমাশ করেন। আর সেখানেই চটে যান ইমন। রীতিমতো জোরালো কন্ঠে প্রতিবাদ করেছেন গায়িকা। আর সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। প্রতিবাদের কারণে ইমনের যেমন প্রশংসা হয়েছে তেমনি নিন্দাও। নেটিজেনদের একাংশের মতে ইমন নাকি ভোটে দাঁড়ানোর জন্য এখন থেকে প্রস্তুতি নিচ্ছেন। আর এইসব ট্রোলিং নিয়ে ফের গর্জে উঠলেন গায়িকা। 

রবিবার ইমন তাঁর সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট করেন। যেখানে তিনি বলেন, 'আমি ফেসবুকে ছিলাম না বহুদিন, আমার টিম ম্যানেজ করতেন। কিন্তু আমি কাল ডাউনলোড করে দেখে অভিভূত যে আমি হয়তো বহু মানুষেরই মনের কথা বলতে পেরেছি জোর গলায়। ইমন আরও লেখেন, অনেকে বলছেন, আমি নাকি ভোটে দাঁড়ানোর জন্য বলেছি। আবার অনেকে বলছেন ‘আপনি যখন হিন্দি গান করেন, তার বেলায়?’ অনেকে বলছেন ‘হিন্দি গান করতে বলাটা দোষের কিছু নয়।’ আমি শুধু দু’দিন ধরে সব দেখেই গিয়েছি, এ বার কিছু কথা বলি।'

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

ইমন এইসব কটাক্ষের জবাব দিয়েছেন দৃঢ়ভাবে। তিনি বলেন, 'আমি মহান হওয়ার জন্য এই কথাটা বলিনি। আমি অতি সাধারণ একজন মানুষ, খেটে খাই। মঞ্চে উঠে পারফর্ম করি, বা রেকর্ডিং স্টুডিয়োয় গিয়ে গান গাই। সবটা ঘিরেই গান, ওটাই পারি আমি। তাই ওটাই করি। সঙ্গীত আমার কাছে সব, মানে সব। সব ধরনের গান গাওয়ার ইচ্ছে আমার বহু দিনের। আমি কোথাও কখনও কাউকে বলিনি যে আমি শুধু বাংলা ভাষায় গান গাইব। কিন্তু আমাকে আমার এই জায়গা দিয়েছেন আপামর বাংলা ভাষায় কথা বলা মানুষ।' ইমন নিজের সম্পর্কে ওই পোস্টেই জানান যে তিনি বাংলা মাধ্যমে পড়াশোনা করা একটি মেয়ে। কোথাও কেউ কোনওভাবে তাঁর ভাষাকে ছোট করে কথা বললে তিনি একইভাবে গর্জে ওঠেন। ইমনের এই প্রতিবাদকে কুর্নিশ জানিয়েছে নেটিজেনরা। 

Advertisement

ইমনের কাছে হিন্দি গান শোনার আর্জি করার পর গায়িকা কনসার্টের মাঝেই গর্জে ওঠেন। চিৎকার করে বলেন, আপনি বাংলায় থেকে যদি এই কথা বলেন…, সাহস থাকলে হাত তুলে বলুন– আমি বাংলা গান শুনব না। অন্য কোনও জায়গা হলে চুলের মুটি ধরে ক্যাম্পাসের বাইরে বার করে দেওয়া হত। এই রাজ্যের নাম বাংলা। সুতরাং সব শুনুন। মারাঠি, গুজরাতি, পঞ্জাবি, ইংরেজি গান শুনুন। আপনি কে হে, বলছেন ‘বাংলা গান শুনব না’। ওর যদি সাহস থাকে ওকে মঞ্চে পাঠান। এই ভন্ডামিগুলো করবেন না। বাংলায় থাকছেন, বাংলায় চাকরি করছেন, টাকা রোজগার করছেন, আর বাংলা গান শুনবেন না বলছ? ইমনের এই বার্তা সোশ্যাল মিডিয়ায় শেয়ার হতেই ঝড়ের গতিতে তা ভাইরাল।    

Read more!
Advertisement
Advertisement