Advertisement

Iman Chakraborty Song- Oscar 2025: সকাল সকাল দুঃখের খবর দিলেন ইমন, তবু থামল না ট্রোলিং

Oscar 2025: ২০২৫ সালের অ্যাকাডেমি পুরস্কারে সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেয়েছিল 'পুতুল' ছবির 'ইতি মা' গানটি। অস্কারের দৌড়ে সামিল হয়েছিলেন ইমন চক্রবর্তীর গাওয়া এই গানটি।

ইমন চক্রবর্তী ইমন চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 18 Dec 2024,
  • अपडेटेड 12:40 PM IST

২০২৫ সালের অ্যাকাডেমি পুরস্কারে সেরা মৌলিক গান বিভাগে মনোনয়ন পেয়েছিল 'পুতুল' ছবির 'ইতি মা' গানটি। অস্কারের দৌড়ে সামিল হয়েছিলেন ইমন চক্রবর্তীর গাওয়া এই গানটি। এই খবর চাউর হওয়া মাত্রই রীতিমতো উৎসাহিত হয়েছিল বাঙালি। চলছিল ঝাড়াই-বাছাই পর্ব। তবে বুধবার সকালেই এল দুঃসংবাদ। অস্কারের দৌড় থেকে ছিটকে গেল 'ইতি মা'। 

ইমন তাঁর সোশ্যাল পেজে এই খবরটি জানান সকলকে। গায়িকা লিখেছেন, "অস্কারের সেরা ১৫ টি গানের মধ্যে 'ইতি মা' জায়গা করতে পারেনি...।" স্বাভাবিকভাবেই এই খবরে মন ভেঙেছে সকলের। তবে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেল নেটমাধ্যমে। একদল বলছে, সেরার তালিকায় না থাকলেও এত দূর এগোনোর জন্যে সাধুবাদ শিল্পীসহ গোটা টিমকে। আরেক দলের মন খারাপ ছিটকে গেছে বলে বাংলা গানটি। তবে কিছু নেটিজেন আবার কটাক্ষ করতেও ছাড়েনি ইমনকে। তাদের বক্তব্য, ইমন ভুল বুঝিয়েছিলেন সকলকে প্রচারের স্বার্থে। এই গানটি আসলে মনোনয়ন পেয়েছে সেটাই বলা যায় না।

 

আরও পড়ুন

 

কিছুদিন আগেই বাংলা ডট আজতক ডট ইন- এর কাছের এই ছবি বানানোর লড়াইয়ের গল্প শেয়ার করেছিলেন, 'পুতুল' ছবির পরিচালক ইন্দিরা ধর মুখোপাধ্যায়। কিছুটা আগেবপ্রবণ হয়ে পরিচালক জানান, "আমি একদিকে যেমন খুশি, সেরকম এই মুহূর্তে কিছুটা মন খারাপ রয়েছে। কারণ আমার কাছে টাকা নেই ছবির প্রচার করার। ছবিটার মেরিট আছে। আমিই এই ছবির প্রযোজক। ছবিটা শুরু করে একটা সময়ের পর দেখলাম, 'পুতুল'-র যা প্রযুক্তিগত দিক আছে, সেটা আর্থিকভাবে সামলাতে পারছি না। এটা আমার গোটা ইউনিট জানে। এদিকে ছবিটা শেষ করতে হবে। সেই সময় বাবা- মাকে বসিয়ে, বুঝিয়েছিলাম। ওঁদের সমর্থন পাই। আমায় গয়না বেচতে হয়। সব গয়না বিক্রি করে ছবিটা শেষ করেছি আমি।"  

গানটি কি সত্যি মনোনয়ন পেয়েছে? কীভাবে অস্কারের দৌড়ে সামিল হল 'ইতি মা'? এই প্রশ্নের উত্তরে তিনি জানিয়েছিলেন, "আমি প্রথমত বলতে চাই যে, এখন অবধি ২০২৫-র অস্কারের যে তালিকা বের হয়েছে, সেটা চূড়ান্ত তালিকা এবং বাছাই করে এই তালিকার মধ্যে আসাও একটা বড় ব্যাপার, অতটাও সহজ নয়। কারণ অস্কার কমিটিই এটা বেছে নিয়েছে। নমিনেশন হয় সেরা পাঁচের মধ্যে। অনেকের মধ্যে বিভ্রান্তি হচ্ছে। তবে এটাও নমিনেশনের মতোই। কারণ আমরা প্রতিযোগিতায় সামিল হওয়ার জন্যে মনোনীত। এমনকী সেরা পাঁচের জন্য যে গানগুলি বেছে নেওয়া হবে, সেটাও মনোনয়ন। ইংরাজি ভাষাতে 'নমিনেশন' বা 'সিলেকশন' যে শব্দটাই ব্যবহার হোক না কেন, সেটা সমার্থক। এছাড়াও এটা কখনও কেউ অস্বীকার করতে পারবে না, যে ৭৯ টা গান এখন বেছে নেওয়া হয়েছে, প্রত্যেকটা প্রতিযোগিতার জন্যই বেছে নেওয়া হয়েছে। এখান থেকে পরে সেরা পাঁচ বেছে নেওয়া হবে বিভিন্ন ধাপে।" 

Advertisement

প্রসঙ্গত, অস্কারের দৌড় থেকে ছিটকে যাওয়ায় শুধু বাঙালির মন খারাপ না। বুধবার সকাল থেকেই ভারতবাসীর মন ভারাক্রান্ত। কারণ,অস্কারের দৌড় থেকে ছিটকে গেছে কিরণ রাওয়ের ছবি 'লাপাতা লেডিস'। ২০২৩-এ বড় পর্দায় মুক্তি পেয়েছিল আমির খান প্রযোজিত ও কিরণ রাও পরিচালিত এই ছবি। ছবিতে অভিনয় করেছিলেন একগুচ্ছ নতুন মুখ। তাঁদের মধ্যে রয়েছেন স্পর্শ শ্রীবাস্তব, নীতাংশি গোয়েল ও প্রতিভা রত্না। এছাড়া ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে ছিলেন রবি কিষাণ ও ছায়া কদম।
     


 

Read more!
Advertisement
Advertisement