Advertisement

Iman Chakraborty Viral Video: 'চুলের মুঠি ধরে...', হিন্দি গানের আবদার শুনেই মেজাজ হারালেন ইমন

Iman Chakraborty Viral Video: বিভিন্ন সময় কটাক্ষের মুখে পড়েছেন তিনি। তবে এবার ঠিক উল্টো চিত্র দেখা গেল। এক শ্রোতার অন্যায় আবদার শুনে তাঁকে মঞ্চ থেকেই একহাত নিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীতশিল্পী। 

ইমন চক্রবর্তী ইমন চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা ,
  • 07 Dec 2024,
  • अपडेटेड 2:00 PM IST

আলোচনায় থাকেন ইমন চক্রবর্তী (Iman Chakraborty)। রিয়্যালিটি শো 'সারেগামাপা' থেকে শুরু করে রক্তদান, সব কিছুতেই ট্রোলিংয়ের স্বীকার তিনি। এর আগেও রবীন্দ্রসঙ্গীত গাওয়ার ধরন থেকে শাখা-পলা না পরা, কোনও কিছুই বাদ যায়নি ট্রোলিংয়ের তালিকা থেকে। শিল্পী মানসিক দিক থেকে ভেঙে পড়েছেন বহুবার। কিন্তু তবুও হার মানেনি। আর এই কথা নিজেই বহুবার সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন সাক্ষাৎকারে বহুবার জানান দিয়েছেন ইমন।  

বিভিন্ন সময় কটাক্ষের মুখে পড়েছেন তিনি। তবে এবার ঠিক উল্টো চিত্র দেখা গেল। এক শ্রোতার অন্যায় আবদার শুনে তাঁকে মঞ্চ থেকেই একহাত নিলেন জাতীয় পুরস্কার প্রাপ্ত সঙ্গীতশিল্পী। 

ঠিক কী ঘটেছিল? শুক্রবার, এক তথ্যপ্রযুক্তি সংস্থার ফ্যামিলি ডে উদযাপন ছিল। রাজারহাটের এই অনুষ্ঠানে গান গেয়েছেন ইমন চক্রবর্তী। বাংলার পাশাপাশি হিন্দি গানও এদিন গেয়েছেন গায়িকা। তবে হঠাৎ এক শ্রোতা বলে ওঠেন 'বাংলা গান শুনব না...হিন্দি গান করুন'। একথা শুনেই চটে যান ইমন। মঞ্চ থেকেই প্রতিবাদ করে, কড়া ভাষায় এর জবাব দেন গায়িকা। ইমন বলেন, "জোরের সঙ্গে বলা যে, আমি বাংলা গান শুনব না- এটা অন্য কোনও জায়গা হলে চুলের মুঠি ধরে ক্যাম্পাস থেকে বার করে দিত। বাংলায় থাকছ। বাংলায় রোজগার করছ। বাংলা গান শুনবে না বলছ? এই রাজ্যের নাম বাংলা...।"

আরও পড়ুন

গায়িকা আরও বলেন, "পাঞ্জাবি গান হোক বা মারাঠি গান কিংবা ইংরেজি গান, যা শোনার নিজের বাড়িতে শোনো। কিন্তু তোমার সাহস হল কী করে, আমায় বাংলা গান গাইতে না বলার? এই সাহস কে দিল? এই ভন্ডামিগুলো কোরো না। সাহস থাকলে স্টেজে এসো।" ইমনের এই কথা শুনে সেই মুহূর্তেই তাঁকে সমর্থন করেন শ্রোতারা। সোশ্যাল মিডিয়াতেও এই মুহূর্তে ভাইরাল এই ভিডিও। ইমনকে সমর্থন জানিয়ে নেটিজেনরা তাঁর প্রশংসায় পঞ্চমুখ। 

 

Advertisement

 

প্রসঙ্গত, গত কয়েকদিন ধরে শিরোনামে ইমন চক্রবর্তী। ২০২৫ সালের অস্কারের মনোনয়নে জায়গা করে নিয়েছে একটি বাংলা গান। সারা বিশ্ব থেকে ৮৯টি গান এবং ১৪৬টি আবহসঙ্গীত ঠাঁই পেয়েছে এই মনোনয়নের তালিকায়। আর এই তালিকা রয়েছে ই‍মনের গান। ইন্দিরা ধর মুখোপাধ্যায়ের পরিচালনায় 'পুতুল' ছবির জন্য 'ইতি মা' নামে একটি গান গেয়েছিলেন ইমন। আর সেই গানই এবার অস্কারের দৌড়ে। 

 

Read more!
Advertisement
Advertisement