Advertisement

Kabir Bedi: ৭০-এ বিয়ে করে চর্চায় আসেন কবীর বেদী, ৯ বছর পর ফের ভাইরাল বিয়ের ছবি

Kabir Bedi: ফিল্মি দুনিয়ায় প্রেম, বিয়ে, বিবাহবিচ্ছেদ খুবই সাধারণ ঘটনা। সেলিব্রিটিদের জীবনে এসব আকছার ঘটতে দেখা যায়। কিন্তু যখন কোনও প্রবীণ অভিনেতা বিয়ের পিঁড়িতে বসেন, তখন আলোচনা হয় বেশি। কারণ আর কিছুই নয়, বয়স। আর সেই প্রবীণ অভিনেতা কম বয়সী কোনও জনপ্রিয় নায়িকাকে বিয়ে করেন, তাহলে তো কথাই নেই।

কবীর বেদীর বিয়ের ছবি ভাইরালকবীর বেদীর বিয়ের ছবি ভাইরাল
Aajtak Bangla
  • মুম্বই,
  • 20 Aug 2025,
  • अपडेटेड 8:04 PM IST
  • চার চারটে বিয়ে করার কারণে কবীর বেদীর দাম্পত্য জীবন নিয়ে চর্চা কম হয় না।

ফিল্মি দুনিয়ায় প্রেম, বিয়ে, বিবাহবিচ্ছেদ খুবই সাধারণ ঘটনা। সেলিব্রিটিদের জীবনে এসব আকছার ঘটতে দেখা যায়। কিন্তু যখন কোনও প্রবীণ অভিনেতা বিয়ের পিঁড়িতে বসেন, তখন আলোচনা হয় বেশি। কারণ আর কিছুই নয়, বয়স। আর সেই প্রবীণ অভিনেতা কম বয়সী কোনও জনপ্রিয় নায়িকাকে বিয়ে করেন, তাহলে তো কথাই  নেই। আলোচনা, কটাক্ষ সব চলে তাঁকে ঘিরে। সেরকমই এক অভিনেতা হলেন কবীর বেদী। তাঁর পেশাদার জীবনের চেয়েও বেশি চর্চিত অভিনেতার ব্যক্তিগত রঙিন জীবন। ৭০ বছর বয়সে চতুর্থবার বিয়ে করে আলোচনার কেন্দ্রে এই বর্ষীয়ান অভিনেতা।

চার চারটে বিয়ে করার কারণে কবীর বেদীর দাম্পত্য জীবন নিয়ে চর্চা কম হয় না। কবীর বেদীর বয়স এখন ৭৯ বছর। ৯ বছর আগে ৭০ বছরে অভিনেতা চতুর্থবার বিয়ে করেন তাঁর চেয়ে ছোট মাত্র ২৯ বছর বয়সী ব্রিটিশ-ভারতীয় অভিনেত্রী পারভিন দোসাঞ্জ। তবে সম্প্রতি কবীর বেদীর সঙ্গে পারভিনের বিয়ের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে, যা অভিনেত্রী আকাঙ্খা পুরী নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে শেয়ার করেন। বর্ষীয়ান অভিনেতার বিয়ের ছবি শেয়ার করে আকাঙ্খা এমন এক ক্যাপশন দেন, যা নিয়ে চর্চা তুঙ্গে। 

আকাঙ্খা লেখেন, বাঃ! এই জিনিস আমায় অনুপ্রাণিত করে। ভালোবাসা খোঁজার সময় এখনও আছে। আমি এতটাও পিছিয়ে পড়িনি। আকাঙ্খা কবীর ও পারভিনকে বিয়ের শুভেচ্ছাও জানিয়েছেন। যদিও তাঁদের বিয়ে ২০১৬ সালে হয়ে গিয়েছে। ৩৭ বছরের আকাঙ্খা এখনও সিঙ্গল লাইফ কাটাচ্ছেন। তিনি এখনও বিয়ে করেননি। মনের মতো সঙ্গী এখনও খুঁজছেন। 

১৯৬৯ সালে প্রথমবার বিয়ের পিঁড়িতে বসেছিলেন কবীর বেদি। তাঁর প্রথম স্ত্রীর নাম প্রতিমা বেদি। তাঁদের দুই সন্তান পূজা বেদি ও সিদ্ধার্থ। দ্বিতীয়বার ব্রিটিশ ফ্যাশন ডিজাইনার সুসান হামফ্রিসকে বিয়ে করেছিলেন। তবে এই সম্পর্ক বেশিদিন টেকেনি। তৃতীয়বার নিকি নামের এক রেডিও জকির প্রেমে পড়েন। বিয়েও করেন দু’জনে। কিন্তু এই সম্পর্কও চলেনি। ২০০৫ সালে তাঁরা আলাদা হয়ে যান। এরপর ৭০ বছর বয়সে পারভিন দোসাঞ্জকে বিয়ে করেন অভিনেতা। ১৯৬০ সালে রূপালি পর্দায় পা রাখেন কবীর বেদি। দশ বছরের মধ্যেই তিনি জনপ্রিয়তার শিখরে পৌঁছন। সত্তরের দশকে তিনি ছিলেন বলিউডের তারকা অভিনেতা। বলিউডের পাশাপাশি ‘সমন্ত শকুন্তলম’, ‘বালকৃষ্ণর পাইসা ওসুল’, ‘গৌতমীপুত্র শাতকর্ণী’-এর মতো জনপ্রিয় তেলুগু ছবিতে অভিনয় করেছেন। এখন কবীর-পারভিন জুটি নিয়ে চর্চা চলছে বিস্তর। একদিকে এই বিয়ে নিয়ে উচ্ছ্বাস, অন্যদিকে উঠছে সমালোচনার ঝড়। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement