Advertisement

Who is Prashant Tamang: কলকাতা পুলিশের কনস্টেবল ছিলেন প্রশান্ত, কীভাবে সুযোগ পেয়েছিলেন 'ইন্ডিয়ান আইডল'-এ?

'ইন্ডিয়ান আইডল ৩'-এর বিজয়ী এবং অভিনেতা প্রশান্ত তামাং প্রয়াত। নেপালি গায়ক তথা অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদনজগৎ। মাত্র ৪৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর।

প্রশান্ত তামাং প্রয়াতপ্রশান্ত তামাং প্রয়াত
Aajtak Bangla
  • দিল্লি,
  • 11 Jan 2026,
  • अपडेटेड 4:34 PM IST
  • গানের পাশাপাশি প্রশান্ত অভিনেতা হিসাবেও তুখোড় ছিলেন।

'ইন্ডিয়ান আইডল ৩'-এর বিজয়ী এবং অভিনেতা প্রশান্ত তামাং প্রয়াত। নেপালি গায়ক তথা অভিনেতার আকস্মিক মৃত্যুতে শোকস্তব্ধ বিনোদনজগৎ। মাত্র ৪৩ বছর বয়সে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হল তাঁর। শনিবার রাতে দিল্লিতে একটি অনুষ্ঠান শেষে অসুস্থ বোধ করেন প্রশান্ত। এরপর তাঁকে দ্বারকার এক হাসপাতালে তড়িঘড়ি নিয়ে গেলে রবিবার সকালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 

কে এই প্রশান্ত তামাং
গানের পাশাপাশি প্রশান্ত অভিনেতা হিসাবেও তুখোড় ছিলেন। ২০২৪ সালে ‘পাতাললোক ২’ ওয়েব সিরিজে খলচরিত্রে অভিনয় করে সাড়া ফেলেছিলেন। ১৯৮৩ সালের ৪ জানুয়ারি দার্জিলিঙে জন্ম প্রশান্তের। বাবা খুব ছোট বয়সেই মারা যান। কলকাতা পুলিশে কনস্টেবলের চাকরি করতেন প্রশান্ত এবং পুলিশের ব্যান্ডে ড্রাম বাজাতেন। ছোট থেকেই তাঁর গানের প্রতি অগাধ ভালোবাসা ছিল। 

ছবি সৌজন্যে: ফেসবুক

কীভাবে সুযোগ পান ইন্ডিয়ান আইডল-এ
পুলিশের চাকরির ফাঁকে ফাঁকেই গান করতেন তিনি। এরপর 'ইন্ডিয়ান আইডল ৩'-এ এই শহর থেকেই অডিশন দিয়ে সুযোগ পান মুম্বই যাওয়ার। প্রশান্তের পাহাড়ি গলা অনায়াসেই বিচারকদের মন জয় করে নিয়েছিল। ইন্ডিয়ান আইডল ৩-এর বিজয়ী হন প্রশান্ত। গান ছাড়াও নেপালি বিনোদন জগতে প্রশান্ত তামাংয়ের কাজ বেশ সাড়া ফেলেছিল। পৃথক গোর্খাল্যান্ডের ঘোষিত সমর্থক হওয়ায় তাঁকে ঘিরে ছিল বিতর্কও। দার্জিলিং পাহাড়ে অশান্তির সূত্রপাত তাঁর এই দাবি ঘিরে।

ছবি সৌজন্যে: ফেসবুক

একাধিক নেপালি ভাষায় হিট গান 
বিতর্কে জড়িয়েও নিজের কেরিয়ার এগিয়ে নিয়ে গিয়েছিলেন প্রশান্ত। বলিউডে প্লেব্যাকের পাশাপাশি নেপালি সিনে জগতে প্রবেশ ঘটে তাঁর। অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন। ভারতের বিভিন্ন প্রান্তে কাজের জন্য ছুটে বেড়ালেও কোথাও থিতু হননি। ফিরে আসতেন নিজের দার্জিলিংয়ের বাড়িতেই। সেখানে তাঁর স্ত্রী ও কন্যা রয়েছেন। নেপালি ভাষায় প্রশান্তের একাধিক গান রয়েছে। সম্প্রতি অরুণাচল প্রদেশে অনুষ্ঠান করে দিল্লি ফিরেছিলেন প্রশান্ত। আচমকা অসুস্থ বোধ করেন প্রশান্ত। তাঁকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। রবিবার সকালে চিরবিদায় নেন ৪৩ বছরের গায়ক। নেপালি সংস্কৃতিতে প্রশান্ত ছিলেন খুবই জনপ্রিয় এক শিল্পী। 

Advertisement
ছবি সৌজন্যে: ফেসবুক

প্রশান্ত তামাং-এর গানের অ্যালবাম
ধন্যবাদ নামক অ্যালবামে প্রশান্ত তামাং-এর গাওয়া পুরনো হিন্দি গানগুলো বেশ জনপ্রিয় হয়েছিল। হিন্দি গানের পাশাপাশি নেপালি ভাষাতেও প্রশান্তের গান রয়েছে। দেশের বিভিন্ন প্রান্তে প্রশান্ত তামাং অনুষ্ঠান করে বেড়াতেন। তাঁর আকস্মিক প্রয়াণে সঙ্গীত জগতে শোকের ছায়া। 

Read more!
Advertisement
Advertisement