Alia Bhatt Duplicate: সোশ্যাল মিডিয়ার দৌরাত্ম্যে আজকাল কীই না দেখা যাচ্ছে। সোশ্যাল মিডিয়া থেকে উঠে এসেছে ডুপ্লিকেট শাহরুখ খান, সলমন খান। সোশ্যাল মিডিয়া অনেককেই বলিউড সিনেমার অভিনেতা-অভিনেত্রীদের মতো হুবহু দেখতে নেটিজেনদের। ইতিমধ্যে দেখা মিলেছে ঐশ্বরিয়া রাই থেকে শ্রীদেবীর হুবহু দেখতে এমন অনেক অনেক তারকাদের দেখতে পাবেন ইন্টারনেটে। কিন্তু সম্প্রতি চর্চায় আলিয়া ভাটের লুকলাইক নিয়ে।
আলিয়ার লুকলাইক নিয়ে আলোচনা হচ্ছে
বলিউড অভিনেত্রী আলিয়া ভাট ভক্তদের মধ্যে কতটা জনপ্রিয় সকলেই জানেন। বর্তমানে আলিয়া অন্তঃসত্ত্বা। এদিকে, গর্জিয়াস ডিভা আলিয়ার ফটোকপির ভিডিও এবং ফটোগুলি সোশ্যাল মিডিয়ায় আধিপত্য বিস্তার করছে।
সেলেস্টি বৈরাুগী নামের একজন ব্লগারের অনেক ভিডিও আজকাল সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। সেলেস্টি বৈরাগীকে দেখে অনেকেই অবাক হয়েছেন। অনেক ছবি এবং ভিডিওতে তাঁকে হুবহু আলিয়া ভাটের মতো দেখাচ্ছে।
আলিয়ার কার্বন-কপি দেখে অবাক নেটিজেনরা
সেলেস্টি বৈরাগী শাহরুখ খানের 'ঢোলনা' গানে নাচের একটি ভিডিও শেয়ার করেছেন। এই ভিডিওতে সেলেস্টি বৈরাগীকে সাদা ও গোলাপি রঙের শাড়িতে দেখা যাচ্ছে। সেলেস্টির অভিব্যক্তি এবং কাজগুলি খুব চিত্তাকর্ষক। সেলেস্টির ভিডিও দেখে আপনিও বলতে পারবেন না যে তিনি আলিয়া নন, তাঁর চেহারার মতোই একজন।
এ যেন দেখা যাচ্ছে আসল আলিয়া ভাটকে, কেউ ধরতেই পারবেন না। সেলেস্টি বৈরাগীর ভিডিও দেখে সবাই অবাক। ভিডিওটির কমেন্ট সেকশনে সোশ্যাল মিডিয়া ব্যবহারকারীরাও তাকে আলিয়া বলে ডাকছেন।
ভিডিওটিতে একজন ব্যবহারকারী মন্তব্য করেছেন- আলিয়ার ডুপ্লিকেট। আরেক ব্যবহারকারী লিখেছেন- আলিয়ার বোন ছোট আলিয়া। আরেক ব্যবহারকারী লিখেছেন- আরে আলিয়া ভাট যে।