Advertisement

Sayak Chakraborty: মাটনের বদলে গোমাংস খাওয়ানোর অভিযোগ, ভিডিও পোস্ট করেও সরালেন সায়ক?

কলকাতার একটি নামী রেস্তোরাঁয় খেতে গিয়ে অত্যন্ত খারাপ ঘটনার মুখোমুখি হলেন জনপ্রিয় ইউটিউবার তথা অভিনেতা সায়ক চক্রবর্তী ও তাঁর বন্ধুরা। সায়কের অভিযোগ, তাঁকে মাটনের পরিবর্তে গোমাংস পরিবেশন করা হয়েছে। আর তা নিয়ে তিনি সেই রেস্তোরাঁ থেকেই লাইভ ভিডিও করে পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন।

সায়ক চক্রবর্তীসায়ক চক্রবর্তী
Aajtak Bangla
  • কলকাতা,
  • 31 Jan 2026,
  • अपडेटेड 12:25 PM IST
  • কলকাতার একটি নামী রেস্তোরাঁয় খেতে গিয়ে অত্যন্ত খারাপ ঘটনার মুখোমুখি হলেন জনপ্রিয় ইউটিউবার তথা অভিনেতা সায়ক চক্রবর্তী ও তাঁর বন্ধুরা।

কলকাতার একটি নামী রেস্তোরাঁয় খেতে গিয়ে অত্যন্ত খারাপ ঘটনার মুখোমুখি হলেন জনপ্রিয় ইউটিউবার তথা অভিনেতা সায়ক চক্রবর্তী ও তাঁর বন্ধুরা। সায়কের অভিযোগ, তাঁকে মাটনের পরিবর্তে গোমাংস পরিবেশন করা হয়েছে। আর তা নিয়ে তিনি সেই রেস্তোরাঁ থেকেই লাইভ ভিডিও করে পুরো বিষয়টি প্রকাশ্যে আনেন। খুব স্বাভাবিকভাবেই এই ধরনের এক ঘটনায় সাড়া পড়ে যায়। কিন্তু সেই ভিডিও পোস্ট করার ২৪ ঘণ্টার আগেই হঠাৎ করেই সায়কের ফেসবুক থেকে সেই ভিডিও গায়েব। শুধু তাই নয়, শনিবার সকালে করা ভিডিওটিও সরে গিয়েছে তাঁর অফিসিয়াল পেজ থেকে। 

ইতিমধ্যেই পার্কস্ট্রীট থানায় এফআইআর দায়ের করেছেন এই অভিনেতা। আর সেই অভিযোগের ভিত্তিতে রেস্তোরাঁর ওই কর্মীকে গ্রেফতারও করা হয়েছে। কিন্তু ফেসবুক লাইভে এহেন ঘটনা তুলে ধরার পর থেকেই পালটা কটাক্ষের শিকার হতে হচ্ছে সায়ককে। প্রকাশ্যে কেন বেয়াড়ার ধর্ম-পরিচয় নিয়ে কাটাছেঁড়া করলেন অভিনেতা সায়ক চক্রবর্তী? এই নিয়ে নেটিজেনের একাংশ প্রশ্ন তুলছেন। ট্রোলের মুখেও পড়তে হয়েছে সায়ককে। শুক্রবার রাতেই সায়ক এই ভিডিও পোস্ট করেছিলেন। কিন্তু শনিবার সকালে হঠাৎ করে তাঁর পেজ থেকে ভিডিওটি সরে যায়। 

স্বাভাবিকভাবে অনেকে ভাবতেই পারেন যে কোনও চাপের মুখে পড়ে হয়ত সায়ক ভিডিওটি সরিয়ে নিয়েছেন। কিন্তু আদপে তা নয়। সায়ক এই বিষয়ে বলেন যে কেউ বা কারা তাঁর ওই ভিডিও নিয়ে ফেসবুকে রিপোর্ট করেন আর যে কারণে ফেসুবকের পক্ষ থেকে গোটা ভিডিওটি তুলে নেওয়া হয়। ফেসবুক বা মেটার নিয়ম অনুযায়ী, কোনও ভিডিও রিপোর্ট করা হলে ফেসবুক তা পর্যালোচনা করে। যদি ভিডিওটি তাদের কমিউনিটি স্ট্যান্ডার্ড (Community Standards) বা নির্দেশিকা লঙ্ঘন করে, তবে ভিডিওটি ফেসবুক থেকে মুছে ফেলা বা হাইড (hide) করা হতে পারে। গুরুতর বা বারবার লঙ্ঘনের ক্ষেত্রে ভিডিও আপলোডকারীর অ্যাকাউন্ট সাময়িকভাবে সাসপেন্ড বা স্থায়ীভাবে বন্ধও হতে পারে। 

সায়ক শনিবার যদিও আরও একটি ভিডিও পোস্ট করেন। যেখানে অভিনেতা-ইনফ্লুয়েন্সার স্পষ্ট জানিয়েছেন যে তাঁর ধর্মীয় হিংসা বাঁধানোর কোনও ইচ্ছে নেই। সায়ক তাঁর নিজের কনটেন্টে সব সময়ে সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা দিয়ে থাকেন। শুক্রবার রাতে পার্কস্ট্রীটের ওই রেস্তোরাঁয় সায়কদের মাটনের পরিবর্তে বিফ স্টেক (গোমাংসের পদ) পরিবেশন করা হয়। সায়করা বিষয়টি বুঝতে পারে যখন হোটেলের কর্মী আরও একটি প্লেট নিয়ে এসে তাঁদের টেবিলে রাখেন এবং ওই কর্মীকে জিজ্ঞাসা করলে সে বলে এটা মাটন স্টেক আর টেবিলে দেওয়া পদ আসলে গোমাংস। এরপরই সায়করা জানতে পারেন তাঁরা অজান্তেই গোমাংস খেয়ে ফেলেছেন। এই ঘটনায় সায়ক মানসিকভাবে ভেঙে পড়েন। তাঁর কথায়, বিষয়টি ধর্মীয় বা রাজনৈতিক নয়। যেটা তিনি খান না, সেটা কেন তাঁকে দেওয়া হবে?   

Advertisement

Read more!
Advertisement
Advertisement