Advertisement

Ditipriya Roy: সুইমিং পুল ঘেরা রিসর্টে দিতিপ্রিয়া, জন্মদিনে প্রেমিকের সঙ্গে নাকি?

Ditipriya Roy: সোশ্যাল মিডিয়ায় এখন জোরদার চর্চা জিতু কমল ও দিতিপ্রিয়াকে নিয়ে। একে-অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়ি করার পর বিষয়টি অবশেষে মিটেছে। আর সেই সুখবরের জের কাটতে না কাটতেই জন্মদিন চলে এল পর্দার অপর্ণার। রবিবার দিতিপ্রিয়ার জন্মদিন। আর শনিবারের মধ্যরাত থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন নায়িকা।

দিতিপ্রিয়া রায়দিতিপ্রিয়া রায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 10 Aug 2025,
  • अपडेटेड 7:44 PM IST
  • সোশ্যাল মিডিয়ায় এখন জোরদার চর্চা জিতু কমল ও দিতিপ্রিয়াকে নিয়ে।

সোশ্যাল মিডিয়ায় এখন জোরদার চর্চা জিতু কমল ও দিতিপ্রিয়াকে নিয়ে। একে-অপরের দিকে কাদা ছোঁড়াছুঁড়ি করার পর বিষয়টি অবশেষে মিটেছে। আর সেই সুখবরের জের কাটতে না কাটতেই জন্মদিন চলে এল পর্দার অপর্ণার। রবিবার দিতিপ্রিয়ার জন্মদিন। আর শনিবারের মধ্যরাত থেকেই জন্মদিনের শুভেচ্ছায় ভাসছেন নায়িকা। টেলিভিশন ও টলিপাড়ার তারকারা তো একের পর এক শুভেচ্ছা জানিয়েছেন দিতিপ্রিয়া। আর নায়িকা কোথায় জানেন? তাঁর এই বিশেষ দিনটি উদযাপন করছেন প্রেমিকের সঙ্গে। যার ঝলক দেখা গেল দুজনের ইনস্টাগ্রামের স্টোরিতে। 

জন্মদিনের দিন লাইট-ক্যামেরা-অ্যাকশন ছেড়ে অন্যভাবে সময় কাটাচ্ছেন দিতিপ্রিয়া। শহুরে কোলাহল পেরিয়ে বিলাসবহুল রিসর্টে চলছে উদযাপন। ইনস্টাগ্রামে দিতিপ্রিয়া যে স্টোরি দিয়েছেন তাতে দেখা যাচ্ছে, কাচের দরজা পেরিয়ে স্বচ্ছ নীল জলের সুইমিং পুল। তার উপর খোলা আকাশ। অপরদিকে, দিতিপ্রিয়ার প্রেমিকের ইনস্টা স্টোরিতে দেখা যাচ্ছে, পুলের জলে মিরর সেলফি নিচ্ছেন নায়িকার অফস্ক্রিন প্রেমিক। আর যে সুইমিং পুলের ছবি দিতিপ্রিয়া শেয়ার করেছিলেন, সেই পুলের ছবি দেখা যাচ্ছে দিতিপ্রিয়ার প্রেমিকের সোশ্যাল মিডিয়া পেজেও। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

তাই এটা বুঝতে অসুবিধা হচ্ছে না যে দিতিপ্রিয়া তাঁর এই বিশেষ দিনটি প্রেমিকের সঙ্গে একান্তে কাটাচ্ছেন। ২৩ বছরের জন্মদিন তাই একটু বিশেষ। গতবারের জন্মদিনে ফুল ও উপহার পাঠিয়ে দিলেও নিজে প্রেমিকার কাছে আসতে পারেননি দিতিপ্রিয়ার প্রেমিক। কিন্তু এই বছর সেই সুযোগ আর হাতছাড়া করলেন না। এমনিতে এই কদিনে দিতিপ্রিয়ার ওপর দিয়ে অনেক ঝড়-ঝাপটা গেছে, তাই প্রেমিকের সঙ্গে নিরিবিলিতে জন্মদিন পালন করছেন ছোটপর্দার অপর্ণা। প্রসঙ্গত, গত বছর দোলের দিনই অভিনেত্রী প্রেমিকের সঙ্গে ছবি দিয়েছিলেন। যা দেখে ‘রানি রাসমণি’ খ্যাত দিতিপ্রিয়ার প্রেমের গল্পে শোরগোল পড়ে যায় টলিপাড়ায়।  

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

জনপ্রিয় ফুটবলার শমীক মিত্রের সঙ্গে সম্পর্কে রয়েছেন দিতিপ্রিয়া। তিনি চেন্নাইয়িন এফসি টিমের গোলকিপার। শমীকের বাড়ি আদতে জলপাইগুড়িতে। এই শমীকের ডাকনাম রিভু। দিতিপ্রিয়া-শমীক নাকি একসঙ্গে ঘুরতেও গিয়েছিলেন। অভিনেত্রী যদিও ব্যক্তিগতজীবন নিয়ে খুব একটা মুখ খুলতে নারাজ। এখনই শমীককে সকলের সামনে আনতে চান না দিতিপ্রিয়া। তবে মাঝে মাঝে প্রেমিকের সঙ্গে ঘুরতে গিয়ে পরোক্ষভাবে তিনি জানান দেন খুব সুন্দরভাবেই এগোচ্ছে তাঁদের প্রেমকাহিনী। 

Advertisement

Read more!
Advertisement
Advertisement