Advertisement

Devlina Kumar: বাবা TMC-র দুঁদে নেতা-MLA, দেবলীনাও রাজনীতিতে নামছেন? ইঙ্গিত দিলেন

Devlina Kumar: বাবা রাজনীতিবিদ আর মেয়ে টলিউডের অভিনেত্রী। মেয়ে অন্ত প্রাণ বাবা দেবাশিস কুমারের। তৃণমূলের বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে দেবলীনা অনেক দিন ধরেই অভিনয় পেশার সঙ্গে যুক্ত। নানা ছবিতে, ছোট পর্দায়, ওয়েব সিরিজে ইতিমধ্যেই হাত পাকিয়ে ফেলেছেন দেবাশিস-কন্যা।

দেবলীনা কুমারদেবলীনা কুমার
Aajtak Bangla
  • কলকাতা,
  • 20 Aug 2025,
  • अपडेटेड 11:48 AM IST
  • বাবা রাজনীতিবিদ আর মেয়ে টলিউডের অভিনেত্রী।

বাবা রাজনীতিবিদ আর মেয়ে টলিউডের অভিনেত্রী। মেয়ে অন্ত প্রাণ বাবা দেবাশিস কুমারের। তৃণমূলের বিধায়ক দেবাশিস কুমারের মেয়ে দেবলীনা অনেক দিন ধরেই অভিনয় পেশার সঙ্গে যুক্ত। নানা ছবিতে, ছোট পর্দায়, ওয়েব সিরিজে ইতিমধ্যেই হাত পাকিয়ে ফেলেছেন দেবাশিস-কন্যা। রাজনৈতিক কর্মকাণ্ডের শত ব্যস্ততার মাঝেও বাবা মেয়েকে সময় দিতে ভোলেন না। ছোটখাটো সব আবদারই মেয়ের পূরণ করেন দেবলীনার বিধায়ক বাবা। বিয়ের পরও দেবলীনা এখনও তাঁর বাবার কাছে ছোটটি রয়েছেন। বাবা পোড় খাওয়া রাজনীতিবিদ, মেয়েও কি ট্রেন্ড অনুসরণ করে রাজনীতিতে নাম লেখাতে চান?

এক পডকাস্টে এ নিয়ে মুখ খুলেছেন দেবলীনা। অভিনেত্রী বলেন, রাজনীতি অন্য সব কিছুর মতোই আমার কাছে একটা পেশা। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে ২৪X৭ একটা কাজ মনে করা হয়। সেই জন্য আমি আমার বাবাকে কখনও ছুটি নিতে দেখিনি। জন্ম থেকেই আমি দেখে এসেছি আমার বাড়িতে রাজনীতির আবহ। তাই আমার রাজনীতিতে আসার ইচ্ছে নেই, এটা বললে খুবই মিথ্যে বলা হবে। অবশ্যই রাজনীতিতে আসার ইচ্ছে আছে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

অভিনেত্রী বলেন, আমি বাবার সঙ্গে ভোটের প্রচারে গিয়েছি। নিজের কলেজেও একবার নির্বাচনে দাঁড়িয়েছিলাম। কারণ আমার রাজনীতি ভাল লাগে, বাচ্চা অবস্থা থেকে আমি এটাই দেখে এসেছি। কিন্তু এই মুহূর্তে না, তার কারণ যতটা সময় দিতে হয় রাজনীতির জন্য, সেই সময়টা বর্তমানে আমার কাছে নেই। দেবলীনা বলেন, আমি এমন একজনের মেয়ে, যিনি সকাল ১০টা থেকে রাত দশটা পর্যন্ত রাস্তায় থাকেন এবং সকলেই তাঁকে সহজেই পায়। তাই আমাকে সেরকমই কাজ করতে হবে, যাতে বাবার নাম খারাপ না হয়, যদি আমি রাজনীতিতে আসি। তখনই তাঁর সঙ্গে আমার পার্থক্যের জায়গা তৈরি হবে।

ছবি সৌজন্যে: ফেসবুক

সামনেই বিধানসভা নির্বাচন। ট্রেন্ড অনুযায়ী এবারেও নিশ্চিত টলিপাড়া থেকে বেশ কিছু নতুন মুখ রাজনীতির অলিন্দে দেখা যাবে বলে মনে করছে ওয়াকিবহল মহল। দেবলীনাকে এর আগেও জিজ্ঞাসা করা হয়েছিল তাঁকে কবে রাজনীতিতে দেখা যাবে? কারণ দেবলীনার বাবা দেবাশিস কুমার বহুদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত। মেয়েকেও একাধিকবার বাবার সঙ্গে ভোটের প্রচারে দেখা গিয়েছে। তৃণমূলের বহু অনুষ্ঠানেই অভিনেত্রীর উপস্থিতি নজর কাড়ে। তাই দেবলীনাও কি রাজনীতিতে আসবেন, এ প্রশ্নের সম্মুখীন তাঁকে বহুবারই হতে হয়েছে। এক পুরনো সাক্ষাৎকারে দেবলীনা বলেছিলেন, আমার কাছে যদি ভোটে লড়ার আমন্ত্রণ থাকে, অবশ্যই আমি রাজনীতি করব।      

Advertisement

Read more!
Advertisement
Advertisement