Advertisement

Ushasi-Sushmit: ভ্যাকেশনে ঊষসী-সুস্মিত, দিলেন সি বিচের ছবি, একসঙ্গে ঘুরতে গেছেন?

Ushasi-Sushmit: পুজোর কটা দিন সিরিয়ালের শ্যুটিং থেকে মুক্তি পান নায়ক-নায়িকারা। আর এই সময় তাঁদের হাতে থাকে অঢেল সময়। শ্যুটিং থেকে ছুটি পেতেই সি বিচে ভ্যাকেশন কাটাতে চলে গেলেন ঊষসী। আর সেখান থেকেই বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন পর্দার শুভ

একসঙ্গে ঘুরতে গেছেন নাকি ঊষসী-সুস্মিত?একসঙ্গে ঘুরতে গেছেন নাকি ঊষসী-সুস্মিত?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 04 Oct 2025,
  • अपडेटेड 1:40 PM IST
  • যদিও টেলি পাড়ায় গুঞ্জন, সুস্মিত ও ঊষসী প্রেম করছেন।

সিরিয়ালে কোনও জুটি জনপ্রিয় হলে তাঁদের অনস্ক্রিন রসায়নের পাশাপাশি অফস্ক্রিন কেমিস্ট্রি নিয়েও গুঞ্জন শোনা যায়। বাংলা ধারাবাহিকে এমন জুটির সংখ্যা নেহাত কম নয়। সেই তালিকায় রয়েছে সুস্মিতা ও সাহেব, আদৃত ও সৌমিতৃষা, রুবেল ও শ্বেতা সহ অনেক জুটির নামই। কেউ কেউ সত্যিকারের প্রেমে পড়লেও কোনও কোনও জুটি শুধুমাত্র সিরিয়ালের জনপ্রিয়তার জন্য বাস্তবে তাঁদের মধ্যেকার রসায়নকে বাড়িয়ে থাকে। গত বছর গৃহপ্রবেশ ধারাবাহিকের হাত ধরে ছোটপর্দায় ফিরেছেন ঊষসী রায়, বিপরীতে সুস্মিত মুখোপাধ্যায়। আর কিছুদিন যেতে না যেতেই তাঁদের প্রেমচর্চা তুঙ্গে। যদিও সুস্মিত ও ঊষসী দুজনেই এই বিষয়টি নাকচ করে দিলেও সম্প্রতি তাঁদের পোস্ট করা কিছু ছবি এই জল্পনা উস্কে দিল।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

পুজোর কটা দিন সিরিয়ালের শ্যুটিং থেকে মুক্তি পান নায়ক-নায়িকারা। আর এই সময় তাঁদের হাতে থাকে অঢেল সময়। শ্যুটিং থেকে ছুটি পেতেই সি বিচে ভ্যাকেশন কাটাতে চলে গেলেন ঊষসী। আর সেখান থেকেই বেশ কয়েকটি ছবি শেয়ার করেছেন পর্দার শুভ। সেখানে ঊষসীকে দেখা গিয়েছে কখনও ডাব খেতে আবার কখনও বা সি বিচের সৌন্দর্য উপভোগ করতে। অপরদিকে, সুস্মিতও ভ্যাকেশনে গিয়েছেন সি বিচে। সেখান থেকে বেশ কয়েকটি ছবিও শেয়ার করেছেন তিনি। ঊষসী ও সুস্মিতের সেই ছবি দেখে একই জায়গা মনে হলেও দুজনের কেউই কোথায় ঘুরতে গিয়েছেন তা বলেননি। গৃহপ্রবেশ সিরিয়ালের নায়ক-নায়িকা একসঙ্গে কি ঘুরতে গেছেন, সেই প্রশ্নের উত্তরও পাওয়া যায়নি।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

যদিও টেলি পাড়ায় গুঞ্জন, সুস্মিত ও ঊষসী প্রেম করছেন। শ্যুটিংয়ের বাইরেও তাঁদের একসঙ্গে সময় কাটাতে দেখা গিয়েছে বলেও শোনা যাচ্ছে। যদিও ঊষসী জানিয়েছেন যে তিনি ও সুস্মিত প্রেম করছেন না। সবটাই রটনা। উষসী রায়ের মতো সুস্মিতও তাঁদের প্রেমের জল্পনা খারিজ করে দিয়েছেন। গৃহপ্রবেশ জুটির বক্তব্য, দর্শকদের তাঁদের অনস্ক্রিন জুটি এত ভালো লেগেছে যে সেটাই তাঁরা বাস্তবে দেখতে চান বলে এত চর্চা চলছে।

Advertisement
ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

প্রসঙ্গত, ৪ বছর পর ছোটপর্দায় ফিরেছেন ঊষসী। বেশ রমরমিয়েই চলছে ঊষসী ও সুস্মিতের ধারাবাহিক ‘গৃহপ্রবেশ’। তাঁদের জুটিকেও দর্শকেরা খুবই পছন্দ করছেন। কিন্তু তাঁরা বাস্তবেও প্রেম করছেন কিনা, তা এখনও স্পষ্ট নয়। যদিও সাম্প্রতিক কালে তাঁদের ছবি দেখে মনে হচ্ছে দুজনেই একই জায়গায় রয়েছেন।

 

 

Read more!
Advertisement
Advertisement