Advertisement

Subhashree Ganguly: লিপ সার্জারি করিয়ে ঠোঁট মোটা করেছেন? সত্যিটা জানালেন শুভশ্রী

Subhashree Ganguly: টলিপাড়ার অন্যতম নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যাঁর অভিনয় সর্বদাই প্রশংসিত। বাণিজ্যিক ছবি থেকে শুরু করে অন্য ধারার ছবিতে নায়িকা বুঝিয়ে দিয়েছেন তিনি জাত অভিনেত্রী। কিন্তু মাঝে মধ্যেই শুভশ্রীকে তাঁর ঠোঁট নিয়ে বিপাকে পড়তে হয়। অনেকেই মনে করেন যে শুভশ্রী লিপ সার্জারি অথবা লিপ ফিলার্স করিয়েছেন, যেটাকে বোটক্স বলা হয়।

শুভশ্রী গঙ্গোপাধ্যায়শুভশ্রী গঙ্গোপাধ্যায়
Aajtak Bangla
  • কলকাতা,
  • 27 Sep 2025,
  • अपडेटेड 12:32 PM IST
  • কিন্তু মাঝে মধ্যেই শুভশ্রীকে তাঁর ঠোঁট নিয়ে বিপাকে পড়তে হয়।

টলিপাড়ার অন্যতম নায়িকা শুভশ্রী গঙ্গোপাধ্যায়। যাঁর অভিনয় সর্বদাই প্রশংসিত। বাণিজ্যিক ছবি থেকে শুরু করে অন্য ধারার ছবিতে নায়িকা বুঝিয়ে দিয়েছেন তিনি জাত অভিনেত্রী। কিন্তু মাঝে মধ্যেই শুভশ্রীকে তাঁর ঠোঁট নিয়ে বিপাকে পড়তে হয়। অনেকেই মনে করেন যে শুভশ্রী লিপ সার্জারি অথবা লিপ ফিলার্স করিয়েছেন, যেটাকে বোটক্স বলা হয়। এই নিয়ে তাঁকে একাধিকবার প্রশ্নের মুখেও পড়তে হয়েছে। কিছু বছর আগে এই লিপ সার্জারি করা নিয়ে সত্যিটা জানিয়েছিলেন নায়িকা। 

বেশ কয়েক বছর আগে এক পডকাস্টে এসে শুভশ্রীকে জিজ্ঞাসা করা হয়েছিল যে তিনি কি লিপ সার্জারি করিয়েছেন? সেই সময় শুভশ্রী বলেছিলেন, না আমি লিপ সার্জারি করিনি। তবে আমি এর বিপক্ষেও নেই। যাঁরা করেছে, তাদের আমি সমর্থন করি। সেটা তাঁদের ব্যক্তিগত পছন্দ আর আমি মানুষজনদের বলব এটা কোনও অপরাধ নয়। এটা নিয়ে ট্রোল-মন্তব্য করতে হবে না, শান্তিতে থাকুন। যদিও শুভশ্রীকে বেশ কয়েকবার মোটা ঠোঁটের জন্য কটাক্ষের মুখে পড়তে হয়েছে। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

শুভশ্রী আগে বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন, যেখানে তাঁর ঠোঁট দেখে মনে হয়েছিল তিনি বোটক্স করিয়েছেন হয়তো। আর তা নিয়েই নেটিজেনের একাংশের কাছে ট্রোলের শিকার হতে হয় নায়িকাকে। বোটক্স ট্রিটমেন্ট ইন্ডাস্ট্রিতে নতুন নয়! খোদ মাধুরী দীক্ষিত অথবা ঐশ্বর্যা রাই বচ্চন সম্পর্কেও রয়েছে এ হেন রটনা। গুঞ্জন মুখের তারুণ্যকে ধরে রাখতে বা চামড়া টানটান করতে তাঁরা নাকি বোটক্সের শরণাপন্ন হয়েছেন!সেই তালিকায় টলিউডের বেশ কিছু নায়িকাও রয়েছেন। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

শুভশ্রী এখন ৩৫। সাধারণত বোটক্স বা ওই ধরণের কসমেটিক সার্জারি করা হয় ৪০ পেরলে। তাই অনেকেই মনে করছেন শুভশ্রী বোটক্স বা লিপ জব করাননি। নিজের কেরিয়ার আর দুই সন্তানকে নিয়ে ভালই আছেন অভিনেত্রী। তাঁর কেরিয়ার এখন তুঙ্গে। একের পর এক সিনেমায় তিনি নিজের অভিনয়ের দক্ষতা দেখাচ্ছেন। পরিণীতা, বৌদি ক্যান্টিন, গৃহপ্রবেশ, ইন্দুবালা ভাতের হোটেল সহ একাধিক ছবি ও সিরিজে কাজ করছেন নায়িকা। একই সঙ্গে সামলাচ্ছেন স্বামী রাজ, ইয়ালিনি ও ইউভানকেও।   

Advertisement

Read more!
Advertisement
Advertisement