Advertisement

Ankush-Oindrila Wedding: কিনলেন বেনারসী-ধুতি পাঞ্জাবি, নতুন বছরে বিয়ের পিঁড়িতে অঙ্কুশ-ঐন্দ্রিলা?

Ankush-Oindrila Wedding: প্রায় ১৩ বছরের প্রেম। টলিপাড়ায় অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন পাওয়ার কাপলের তকমা পেয়ে গেছেন। কিন্তু প্রেম পূর্ণতা পেলেও তাঁদের সম্পর্ক এখনও পরিণতি পায়নি। বিয়ের পিঁড়িতে কবে এই জুটিকে দেখা যাবে সেই প্রশ্নেই তোলপাড় সোশ্যাল মিডিয়া সহ টলিপাড়াও।

নতুন বছরেই সাতপাকে ঘুরবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?নতুন বছরেই সাতপাকে ঘুরবেন অঙ্কুশ-ঐন্দ্রিলা?
Aajtak Bangla
  • কলকাতা,
  • 30 Dec 2024,
  • अपडेटेड 12:43 PM IST
  • শোনা যাচ্ছে আগামী বছরই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা।

প্রায় ১৩ বছরের প্রেম। টলিপাড়ায় অঙ্কুশ হাজরা ও ঐন্দ্রিলা সেন পাওয়ার কাপলের তকমা পেয়ে গেছেন। কিন্তু প্রেম পূর্ণতা পেলেও তাঁদের সম্পর্ক এখনও পরিণতি পায়নি। বিয়ের পিঁড়িতে কবে এই জুটিকে দেখা যাবে সেই প্রশ্নেই তোলপাড় সোশ্যাল মিডিয়া সহ টলিপাড়াও। তাঁদের একাধিক বন্ধুর বিয়ে হয়ে গেলেও এখনও চারহাত এক হতে পারল না অঙ্কুশ-ঐন্দ্রিলা। তবে বছর শেষ হওয়ার আগেই এই তারকা জুটি দিলেন সুখবর। তাও একেবারে অভিনব কায়দায়।

শোনা যাচ্ছে আগামী বছরই নাকি সাতপাকে বাঁধা পড়তে চলেছেন অঙ্কুশ-ঐন্দ্রিলা। সোশ্যাল মিডিয়ায় অঙ্কুশ ও ঐন্দ্রিলা একটি ভিডিও শেয়ার করে সেই খবর সকলের সঙ্গে শেয়ার করে নিয়েছেন। ভিডিওর ক্যাপশনে অঙ্কুশ লিখেছেন, নতুন বছরে কাছের মানুষদের হাত ধরে জীবনের নতুন পথ চলার পরিকল্পনা। হ্যাঁ জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পথ। সবথেকে লম্বা পথ। এরপরই দেখা গিয়েছে তাঁদের দুজনের খুব ভাল বন্ধু তথা সেলেব ডিজাইনার অভিষেক রায়ের বুটিকে গিয়ে কেনাকাটি করছেন অঙ্কুশ ও ঐন্দ্রিলা। 

অঙ্কুশ ও ঐন্দ্রিলা দুজনের মুখেই খুশির হাসি স্পষ্ট। ভিডিওতে ঐন্দ্রিলাকে বলতে শোনা গিয়েছে যে তিনি বিয়ের বিষয়ে নিজের কাছের বন্ধুদের ছাড়া কারোর ওপর বিশ্বাস করতে পারেন না। তাই অঙ্কুশ-ঐন্দ্রিলার বিয়ের সাজপোশাক ও স্টাইলিং-এর দায়িত্ব দেওয়া হয়েছে অভিষেক রায়ের ওপরই। এখন শুধু দেখার পালা বর-বউ রূপে অঙ্কুশ-ঐন্দ্রিলাকে। যার জন্য সকলেই দীর্ঘদিন ধরে অপেক্ষা করে রয়েছেন। তবে এটা সত্যি সত্যি তাঁদের বিযের সুখবর নাকি এর পিছনে অন্য কোনও গল্প লুকিয়ে তা জানা যায়নি। 

প্রসঙ্গত, অঙ্কুশ আর ঐন্দ্রিলার বিয়ে কবে হবে, তা নিয়ে বহুদিন ধরেই নানা গুঞ্জন টলিপাড়ায়। এমনকী, তারকাজুটির অনুরাগীরাও তাঁদের বিয়ের জন্য অধীর আগ্রহে বসে আছেন। একসঙ্গে ফ্ল্যাট নিয়ে দুজনে লিভ-ইন রিলেশনে থাকলেও বিয়ে নিয়ে খুব একটা মাথাব্যথা তাঁদের কোনওদিনই ছিল না। বরং চুটিয়ে প্রেম করেছেন তাঁরা, দেশ-বিদেশ ঘুরেছেন একসঙ্গে। আর তাই তাঁদের বিয়ের খবর শোনার পর স্বাভাবিকভাবেই উচ্ছাসিত ভক্ত-অনুরাগীরা।   

Advertisement

 

Read more!
Advertisement
Advertisement